আমরা আমাদের পিসির গুরুত্বপুর্ন অথবা গোপন ডাটা গুলো সংরক্ষন করতে অথবা ভাইরাসের হাত থেকে বাঁচাতে কত কি ই না করি। বিভিন্ন এন্টিভাইরাস ইউজ করি, সবার কাছ থেকে সংবেদনশীল ডকুমেন্ট গোপন করতে কত ফোল্ডার হাইডার অথবা পাসওয়ার্ড ম্যানেজার ইউজ করি। যার বেশিরভাগই অত্যান্ত জটিল এবং ১০০% সিকিউরিটি দিতে পারে না যার ফলে ডাটা হারানোর সম্ভাবনা কিছুটা হলেও থাকে। কিছুদিন আগে আমি একটি অসাধারন সফটওয়্যার এর সন্ধান পাই যা আজ আপনাদের সবার সাথে শেয়ার করবো, সংগ্রহে রাখার মত একটি সফটওয়্যার। আশা করি আপনাদের সবারই ভাল লাগবে।
সফটওয়্যারটির নাম Iobit Proteced Folder v1.0, এটি তার নামের চেয়ে কামেই বেশি পারদর্শী। চলুন চলে যাই বিস্তারিত বর্ননায়।
১. এটি একটি ডিজিটাল ভল্টের মত, এর ভিতরে যা থাকবে তার সবই থাকবে সুরক্ষিত এবং পাসওয়ার্ড প্রোটেক্টেড। তাই প্রথমে আপনাকে একটি পাসওয়ার্ড এবং রিমেম্বার হিন্টস দিতে হবে এবং তা মনে রাখতে হবে।
২. ADD অপশন এ গিয়ে আপনি নির্দিস্ট ফাইল অথবা ফোল্ডার এড করতে পারবে যেটি আপনি হাইড বা পাসওয়ার্ড প্রোটেক্টেড রাখতে চান।
৩. এছাড়া উপরের মত করেও ফাইল বা ফোল্ডার এড করতে পারবেন।
৪. আপনার লক করা ফাইল লিস্ট আপনি দেখতে পারবেন, প্রয়োজনে আনলক ও করতে পারবেন।
৫. সফটওয়্যারটিতে আপনি ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না এবং সফটওয়্যারটি আনইন্সটল ও করতে পারবে না।
৬. তিন ধরনের সেটিং আছে এতে, ৩টি ই চালু রাখলে ফোল্ডার প্রোটেক্টেড এবং হাইড দুটোই হবে এবং কপি/ডিলিট/মডিফাই করা যাবে না,
শেষের দুটি চালু রাখলে, ফোল্ডার শো করবে বাট ফোল্ডারে এক্সেস করা যাবে না , এছাড়া কপি/ডিলিট/মডিফাইও করা যাবে না,
শুধু শেষেরটি চালু রাখলে কপি/ডিলিট/মডিফাই করা যাবে না বাট ফাইল পড়া যাবে অথবা চালু করা যাবে।
সুতরাং দেরী না করে নিচের লিঙ্ক থেকে ঝটপট $20 বা প্রায় ১৪০০ টাকা মুল্যের সফটওয়্যারটি ডাউনলোড করে নিন একেবারে ফ্রী!!!!
🙂
৭. প্যাঁচ ফাইল সাথে দেওয়া আছে। ইন্সটলের পর সিস্টেম ট্রে থেকে প্রোগ্রামটি ক্লোজ করুন, এরপর প্যাচ করুন। ডেস্কটপের আইকন ডিলিট করে ইন্সটলেশন ফোল্ডার থেকেই প্রোগ্রামটি চালু করুন।
৮. Registar ক্লিক করুন।
৯. একই সাথে কীগেন টি চালু করুন, জেনারেট ক্লিক করুন এবং কোডটি কপি করুন।
১০. যথা স্থানে পেস্ট করে রেজিস্টার করে ফেলুন, সফটওয়্যারটি হয়ে যাবে আপনার।
ভাল থাকবেন।ধন্যবাদ সবাই কে।
আকাশ
আমার আগের টিউন গুলি দেখতে এখানে ক্লিক করুন।
--------------------------------------------------------------------
আমি শুভ্র আকাশ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 72 টি টিউন ও 1922 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আপনাকে অশেষ ধন্যবাদ চমৎকার এই সফটটির জন্য …………..Josssssssss.