Download করুন মাইক্রোসফট ওয়ার্ড এর উপর প্রথম বাংলা ই-বুক।মিস করবেন না।

কেমন আছেন সবাই।আশা করি সবাই ভাল আছেন।

আজকে আমি আপনাদের জন্য বাংলায় Microsoft word এর বই নিয়ে আসলাম।আশা করি সবার উপকার হবে।

আমি প্রায় ২ মাস ধরে Microsoft word এর উপর টিউন করছি।এই দুই মাসে আমি word এর উপর ১৩ টি টিউন করি।

আমি আপনাদের জন্য যে Microsoft word এর বই নিয়ে এসেছি তা এই টিউনগুলোর সংকলন।

আমার কিন্তু মাইক্রোসফট ওয়ার্ড এর উপর টিউন শেষ না।

আমার এই বইটি হল মাইক্রোসফট ওয়ার্ড এর part-1 ebook.

আমার Microsoft word এর উপর বাকি টিউনগুলো শেষ হলে part-2 বইটা আপনাদের জন্য নিয়ে আসব।

আর, অপেক্ষা না করে এখনি ডাউনলোড করে নিন মাইক্রোসফট ওয়ার্ড এর উপর এই বইটি।

ডাউনলোড লিঙ্ক

http://www.mediafire.com/download.php?otc7k0d96d6h731

সবাই ভাল থাকবেন।

Level 0

আমি সাবিহা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 98 টি টিউন ও 753 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

খুব সাধারন একটি মানুষ।সারাদিন কম্পিউটার নিয়ে পড়ে থাকি।মুভি দেখি,ব্লগ এ ব্লগ এ ঘুরাঘুরি করি।পড়ালেখা করতে বরাবরই ভয় লাগে। আর ফেসবুক এ একটা পেজ খুলেছি।যারা সময় পাবেন একটু ঢু মেরে আসবেন।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

উপকারে লাগবে ভাই……

    ধন্যবাদ ভাই। আপনাদের কাজে লাগলে আমার টিউন করা সারথক।

খুব ভাল হয়েছে আপু ……… 🙂

এক জায়গায় পাইয়া খুশি ই হইলাম। ধন্যবাদ ব্রাদার

    আপনাকে special ধন্যবাদ। আমাকে প্রতিটি টিউন এ উতসাহ দেওয়ার জন্য।

Level 0

eksate kore dear jonno apnake thnkssssssssssssss!!!!!!!!!!!!!

    আপনাকেও ধন্যবাদ……………………………………

অনেক ধন্যবাদ!

যদিও আমি আবার একটু লেটেস্ট পছন্দ করি।

    আমিও লেটেস্ট পছন্দ করি।কিন্তু লেটেস্ট এর সব ফিচার যে জানি না।যেটা জানি সেটা লেখা কি ভাল নয়।

    আপনাকেও ধন্যবাদ।

    হুউম তাই ভালো!

অনেক দিন ধরে খুঁজতেছি, যদি এক্সেল, পাওয়ার পয়েন্ট, এক্সেস গুলো আরও খুশি হতাম। তবে আমার অনেকেরই কাজে লাগবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ…………………………………………………………………………………………………………….

    আপনাকেও অসংখ্য ধন্যবাদ।সাথে থাকবেন।

অনেক দিন ধরে খুঁজতেছি, যদি এক্সেল, পাওয়ার পয়েন্ট, এক্সেস গুলো দিতেন আরো ভাল হত। তবে আমার মত অনেকেরই কাজে লাগবে, আপনার মূল্যবান টিউনের জন্য অসংখ্য ধন্যবাদ।

Thank u sabiha apu, amar khub kaje lagbe ami word a durbol.

    ভাই টেকটিউন্স আসে না।কোন চিন্তা নাই।

সাবিহা আপু, এক্সেল নিয়ে বাংলা বই চাই । আপনার টিউনের জন্য অসংখ্য ধন্যবাদ। সাবিহা আপু চালিয়ে যান আমরা আছি আপনার সাথে।

    কবে শুরু করতে পারব জানি না।তবে এই বছরের মধ্যে শুরু করব এটা কথা দিতে পারি।ভাল থাকবেন।

আমার হাই স্পীড পিসি অপারেটিং সিস্টেম উইন্ডস সেভেন নষ্ট। মনে হয় মাদারবোর্ড বদলাতে হবে। গতকাল কিছুদিনের জন্য একটা লো-স্পীডের পিসি একজনের কাজ থেকে আনলাম। এতদিন তাই পিসিতে বসতে পারিনাই এবং আপনার টউনগুলো দেখতে পারি নাই। পার্ট -১ ডাউনলোড দিলাম । আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর লো-স্পীড পিসি এবং windows xp মজা পাচ্ছি না। যে একবার উইনডোস সেভেন চালাবে সে আর xp চালাইয়া মজা পাবেনা।

    আসলেই ভাই windows 7 সেভেনই। এটার সাথে xp এর তুলনা যায় না।তবে যারা নানা প্রোগ্রামিং করে তাদের জন্য xp বেস্ট।

Level 0

ডাউনলোড করলাম কিন্তু পড়তে পারলাম না। pdf হলে পড়তে পারতাম। এর পরের বই গুলো আমাদের কথা মাথায় রেখে pdf format এ দিবেন । ধন্যবাদ!

    এটা কি বললেন ভাই এটা তো pdf ফাইল।

ভালোই হল।ব্যাকআপ রাখা যাবে…

    ভাই আমাদের জন্য দুই একটা টিউন করেন না।আমাদের একদমই ভালে গেলেন।

Level 0

ঝাঝাকুমুল্লাহ্‌। খুবই উপকৃত হলাম।

    খুবই ভাল লাগল। সাথে থাকবেন।

পার্ট টু কবে মুক্তি পাবে ?
ধন্যবাদ । 😡

    ভুল ইমো দিয়ে ফেলেছি । 😀 এটা হবে ।

    ২-৩ মাস লাগবে। আমি ইমো দিলে হয় না। কেন বুজতে পারি না।

    ইমো কোড দেয়ার আগে নিশ্চিত করতে হবে যে কীবোর্ড ইংরেজী ফন্টের।
    (unijoy) (phonetic) (probhat) (english) ইংলিশ এ ক্লিক করে তারপর কোড দিলে হবে ।আমিও আগে পারতাম না অনেক চেষ্টার পর এ বুদ্ধি পেয়েছি ।::)

    নাহ পারিনা ত।আমার দারা ইমো হবে না। 🙂

    জটিল।আপ্নার নিয়মে পেরে গেলাম। থ্যাঙ্কস। 🙂

এই বইটা আমি অনেক দিন ধরে খুজতেছিলাম, কিন্তু কোথাও পাইনা। অবশেষে আজ পেলাম। আপনাকে ধন্যবাদ দেবার ভাষা আমার জানা নেই।
আপনার সবগুলো টিউনই অসাধারন টিউন। আমি তো মাইক্রোসফট ওয়ার্ড এ খুব দুর্বল। টাইপ করতে গেলে তালগোল পাকিয়ে ফেলি। আপনার ধারাবাহিক টিউন গুলো দেখে মুটামুটি ভাবে কিছু শিখতে পেরেছি। আশাকরি আরও ভাল ভাল টিউন আপনার কাছ থেকে পাবো। ধন্যবাদ, ভালো থাকবেন।

    থ্যাঙ্কস। ভাইয়া । দোয়া করবেন।সবসময় পাশে থাকবেন।

Level 0

valooooooo.meyera o pare……..

Level 0

পাওয়ারপয়েন্ট নিয়ে টিউন করার সময় নিয়মিত আপনার টিউনগুলো দেখেছি এবার কিন্ত সবসময় সাথে থাকতে পারিনি তাই বইটার জন্য অনেক থ্যংকস ,ভালো থাকবেন।

অসংখ্য ধন্যবাদ বইটি শেয়ার করার জন্য অনেক উপকারে আসবে,
২য় বইখানার জন্য অধির আগ্রহে অপেক্ষায় রইলাম।

    চেষ্টা করব তাড়াতাড়ি ২য় Part টা নিয়ে আসার।দোয়া করবেন।

অনেক ধন্যবাদ বইটা শেয়ার করার জন্য।
আমরা বাঙ্গালিতো তাই খাইতে পাইলে শুইতে চাই মানে আরকি এক্সেল নিয়া তারাতারি শুরুকরেননা আর তো সয্য হচ্ছে না ভাইয়া

Level 0

thank you vaiiiiiiii

আমার কম্পিউটারে বিজয় সাপোর্ট করেনা। সেজন্যই কিনা জানিনা বইটি ডাউনলোড করলাম কিন্তু পড়তে পারলাম না। অন্যান্য পি ডি এফ ফাইলগুলো পড়তে পারি।

আপু , আপনার এটা পিডিএফ ফাইল হলেও কেন জানি পড়া যাচ্ছে না । অন্যান্য পিডিএফ ফাইল তো ঠিকই পড়তে পারতেছি 🙁