প্রিমিয়াম একাউন্ট সফটওয়্যার

অনেক দিন ধরে কোন টিউন করা হয়না। শুধু আসি ভালো ভালো টিউন দেখার জন্য। আবার আসল কথায় আসি, অনেকে প্রিমিয়াম একাউন্ট নিয়ে অনেক টিউন করেছে ( অব্যশই ভালো টিউন)। কিন্তু তার মধ্য ও বহু ভেজাল, কখনো কাজ করে কখন ও করে না। অনেকে আবার লিচিং সাইট সার্পোট করে না, ইত্যাদি, ইত্যাদি।

আজ আমি আপনাদের একটি সফটওয়্যার (ডাউনলোডার) দিব যা সর্ম্পূন ফ্রি এবং যেকোন সাইট থেকে প্রিমিয়াম হিসাবে ডাউনলোড করতে পারবেন। এটার ব্যাবহার নিচে দেওয়া হলো।

1)    এটি  http://mipony.net/ ডাউনলোড করে নিন। সাইজ :- 4.25 Mb

2)     Install করুন এবং রান করান।

3)     ডাউনলোড লিংক কপি করূন। দেখবেন mipony তে অটোমেটিক লিংকটি কপি হয়েছে।

4)    I Agree Button এ ক্লিক করে Ok দিন। প্রয়োজনে ওয়েট করূন,  Capatcha  চাইলে দিন।

এটি রিজিম সার্পোট করে।

এছাড়া ও আরো বিভিন্ন ধরণের creaking Tools, are Software এর জন্য http://www.crackingforum.com/

*এই টিউনে ভুল তথ্য প্রদান করা হয়েছে। মিপোনি একটি ডাউনলোডার যা বিভিন্ন ফাইল হোস্ট থেকে ফাইল ডাউনলোড করে থাকে। এটি দিয়ে কখনোই প্রিমিয়াম সুবিধা পাওয়া যায়না। প্রিমিয়াম সুবিধা পেতে হলে অপশন থেকে প্রিমিয়াম এ যেতে হবে এরপর প্রিমিয়াম ইউজার নেম এবং পাস দিয়ে প্রিমিয়াম একাউন্ট সেট করতে হবে। তবে ফাইল হোস্ট সাইটগুলোর জন্যে এটি ভালো ডাউনলোডার, কারণ এতে অটো রিট্রাই সুবিধা আছে এরকম ভুল তথ্য দিয়ে টিউন করবেন না আশা করি পরবর্তীতে, আর সঠিক বিভাগ নির্বাচন করুন। - মডারেটর [এই মেসেজ মডারেটর কর্তৃক প্রদান কৃত তাই মোছার চেষ্টা করবেন না। ভূল তথ্য প্রদানের কারণে আপনাকে ওয়ার্নিং দেয়া হলো।

Level 0

আমি ইমতিয়াজ উদ্দিন পারভেজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 109 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এটি রান করতে হলে অবশ্যই microsoft dot net থাকতে হবে।
আমি এটি অনেক আগে থেকে ব্যবহার করি। তারপরও জানানোর জন্য ধন্যবাদ। অনেকের উপকারে আসবে।

আপনাকে অনেক ধন্যবাদ। চমৎকার software দেয়ার জন্য।
দয়া করে dailymotion.com site থেকে faster download করার কোন ভাল software থাকলে জানাবেন।
আবারও আপনাকে ধন্যবাদ।
[email protected]