আমরা বেশীর ভাগ ইন্টারনেট ব্যাবহারগনরা লিমিটেড ইন্টারনেট ব্যাবহার করতে হই।।
তাদের ভেতর আবার গ্রামীন ফোন , জুম , ব্যাবহারগন দের মেসেজ পাঠিয়ে / মডেম ফাংশন থেকে বিট বাইট
ইত্যাদি হিসাব করে মোট used দেখতে হই...
আর আমার মতন যদি অভাগা কুবী (কিউবি) লিমিটেড ইউজার হন তাহলে ত কথাই নাই।। কুবী
বর্তমানে তাদের ইউজারদের অ্যাকাউন্ট এও তাদের ইউজেস দেখতে দিতাছে না ।
তাদের এই সফটওয়্যার টা একটু হলেও উপকার করতে পারে।।
সফটওয়্যার টিতে আপনি যত সময় নেট কানেট আছেন , আপনার upload and Download স্পীড এর সমষ্টি , এবং যে সময় নিয়ে কানেট আছেন তার upload and Download এর মোট usage এমবি তে দেখাবে।।
তবে পিসি পুনরায় স্টার্ট দিলে আবার প্রথম থেকে শুরু হবে।। তাও কিছুটা উপকার পাওয়া যাই।।
কারর যদি পছন্দ হই বা মনে করেন আমার মতন লাগবে তাইলে ডাউনলোড করতে পারেন মাত্র ৫১৭ কেবি ফ্রী সফটওয়্যার।।
ডিরেক্ট লিঙ্ক দিছি।। কারর প্রব্লেম হলে মিডিয়াফায়ার এ আপলোড করে দিব...
জানি এই পোস্ট টি অনেকের কাজে লাগবে না ।। তবে এটা কাজে লাগতে পারে ।। ইমোট কোড।। আমার মতোন অনেকের মুখস্ত যাদের তাদের জন্য নয় :p
******* আর আমি সকলের দোয়া প্রার্থি*******
ভাইবেন না নির্বাচনে দাড়াইছি বলে দোয়া চাচ্ছি।। এইচএসসি পরীক্ষা দিছি তাই 🙁
আমি ফাইয়াদ ইফতিখার রাফী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 199 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
val