মিউজিক সুপারস্টার হাবিবের নতুন এ্যালবাম আহবান [3D sorround sound]

হালের ক্রেজ মিউজিক সুপারস্টার হাবিবের নতুন এ্যালবাম গতকাল (৪/৬/২০১১) রিলিজ পেয়েছে। এতোদিন শুধু অ্যালবামটির গানগুলো বাংলালিংকের গ্রাহকরাই শুধু শুনেছেন। কিছুগান অবশ্য এফএম রেডিওতেও বাজানো হয়েছে। এটি এবার বাজারে এলো সিডি আকারে। ৪ জুন থেকে অ্যালবামটি অডিও বাজারে পাওয়া যাচ্ছে। এটি এসেছে ডেডলাইন মিউজিকের ব্যানারে।

হাবিবের তৃতীয় একক অ্যালবাম ‘আহ্বান’। ২০০৬ সালে বের হয়েছিল তার প্রথম একক অ্যালবাম ‘শোনো’।‘বলছি তোমায়’ বের হয় ২০০৮ সালে। আগের দুটো অ্যালবামের মতোই এ অ্যালবামের সাফল্য নিয়ে হাবিব বেশ আশাবাদী।

বাংলালিংক মিউজিক স্টেশন এবং এফএম রেডিওতে মুক্তি পাওয়ার পর অডিও সিডি আকারে বাজারে এসেছে ‘আহ্বান’, এ বিষয়ে হাবিব নিজের অনুভূতির কথা জানিয়ে বলেন, ‘আমি আনন্দিত। কারণ সীমাবদ্ধ পরিসর ছাড়িয়ে আমার এ অ্যালবামটি এখন সিডি আকারে সব শ্রেণীর শ্রোতাদের জন্য উন্মুক্ত হলো। সব শিল্পীর মতোই আমিও চাই আমার গাওয়া নতুন গানগুলো যেন দর্শক-শ্রোতার কাছে পৌঁছায়’।  ২৯ এপ্রিল মিউজিক স্টেশনে ‘আহবান’ প্রকাশের পর এই কদিনে প্রায় ১০ লাখ শ্রোতা গানগুলো শুনেছে। এই হিসাবটা অবশ্য তিনি জেনেছেন বাংলালিংকের কাছ থেকে। এটাও কম বড় কথা নয়।

হাবিব আমার সবচে প্রিয় শিল্পী , তাই তার গানগুলো সবাইকে শোনাইতে মুঞ্চাইলো 😀

ডাউনলোড লিঙ্ক :

সম্পূর্ণ এ্যালবাম :

আশা করছি আপনারা অরিজিনাল সিডিটি কিনবেন। অরিজিনাল স্বাদ গ্রহণ করবেন। একজন শিল্পীকে তার ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করবেন না। অরিজিনাল সিডি কিনলেই শিল্পীকে সম্মান জানানো হবে।

বোনাস :

হাবিব খালি গলায় যে দারুন গান করতে পারে এই গানটি তার প্রমান !

http://www.youtube.com/watch?v=lQ8jxtq49bw

পুনশ্চ :

আমি মূলত ৩ শ্রেণীর শ্রোতাদের জন্য ডাউনলোড লিঙ্ক দিয়েছি।

  1. প্রবাসী, যেসব দেশে এ্যালবামটি পৌছাবেনা বা পৌঁছতে অনেক দেরি হবে তারা কি গান না শুনে থাকবেন? অবশ্যই শুনবেন ,তাদের জন্য আমার এই টিউন।

  2. বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল যেখানে এ্যালবামটি হয়ত পৌছবেনা।

  3. অনেকে গানগুলো শুনে অরিজিনাল সিডি কিনবেন।

গানগুলো আমার আপলোড করা নয়,দরিদ্র থেকে নেয়া। প্রত্যেক বিবেকবান মানুষ মাত্রই এ্যালবামটি কিনে শুনবেন। কত আর দাম, ৬০/৭০ টাকা হবে। ভাল/খারাপ আপনার হাতেই। কেননা আমি যদি লিঙ্ক না দিতাম গুগল সার্চ দিয়ে আপনি সেটা খুজে বের পারতেন সহজেই। এখন আপনি ৭০ টাকার জন্য মায়া করবেন নাকি অরিজিনাল ডিস্ক কিনবেন সেটা আপনার বিবেচনা। দুধের স্বাদ ঘোলে মিটে না , তেমনি অরিজিনাল সিডির স্বাদ mp3 তে মিটবেনা।

Level 0

আমি বোকা মানুষ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 134 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level New

ok

Level 0

অসাধারন ধন্যবাদ।পুরাই চোক্ষাস।অনেক আশায় ছিলাম।

    Level 0

    মিডিয়াফায়ার এর ডাউনলোড লিঙ্ক টা পরিবর্তন করে নিজে আপ্লোড করে দিন।খালি বিজ্ঞাপন আসে

    আপনারে ধইন্না, ডাইরেক্ট লিঙ্ক দেয়ার চেষ্টা করব , আমার সাইটে খোজ রাইখেন একটু 😀

ধনবাদ আমার একজন প্রিয় শিল্পির এ্যালবাম দেওয়ার জন্য……

আশা করছি আপনারা অরিজিনাল সিডিটি কিনবেন। অরিজিনাল স্বাদ গ্রহণ করবেন। একজন শিল্পীকে তার ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করবেন না। অরিজিনাল সিডি কিনলেই শিল্পীকে সম্মান জানানো হবে।

————— যদি ইন্টারনেটে আপলোডই হয়ে যায় তাহলে তো এখান সবাই এখান থেকেই ডাউনলোড করবে। ফলে উপরের লেখার তো কোন মূল্য থাকল না।

    প্রত্যেক বিবেকবান মানুষ মাত্রই এ্যালবামটি কিনে শুনবেন। কত আর দাম, ৬০/৭০ টাকা হবে। ভাল/খারাপ আপনার হাতেই। কেননা আমি যদি লিঙ্ক না দিতাম গুগল সার্চ দিয়ে আপনি সেটা খুজে বের পারতেন সহজেই। এখন আপনি ৭০ টাকার জন্য মায়া করবেন নাকি অরিজিনাল ডিস্ক কিনবেন সেটা আপনার বিবেচনা।

    Level 0

    মাসপি আপনাকে ধন্যবাদ

Level 0

আপনি মোটেও হাবিবের ভক্ত না। তা না হলে আপনি এই কাজ করতেন না। আপনি হাবিবের অনেক ক্ষতি করে ফেললেন। ফেসবুকেও আপনি ডাউনলোড লিংক ছড়িয়ে বেড়াচ্ছেন। আচ্ছা হাবিবের ক্ষতি করে আপনার লাভ কি তার সাথে কি আপনার কোন শত্রুতা আছে..?
যদিও আমি আরও আগেই ডাউনলোড করছি…. 😛

    পোস্টটি আপডেট করা হয়েছে, কষ্ট করে দেখে নিন। আর হাবিবের কোন লস হচ্ছে বলে মনে হয় না, কারন এ্যালবামটির সত্ত্ব মনে হয় বাংলালিঙ্ক কিনে নিয়েছে মোটা টাকার বিনিময়ে। আর আমি ফেসবুকে লিঙ্ক দেইনি, শুধু আমার সাইট আর টেকটিউনসেই শেয়ার করেছি। না জেনে কথা বলা কি ঠিক?

    Level 0

    ভাই অতি বুদ্ধিমানের মতো একটি কথা বলে ফেললেন.
    ধরে নিলাম আপনি কোনো একটি ব্লগ এ টাকার বিনিময়ে আর্টিকলে লেখেন.
    আর সেইসব আর্টিকেল গুলো পরার জন্য সেই ব্লগ এর Paid Member হতে হয়.

    আর কিছু ছেলে পিলে সেই আর্টিকলে কপি করে ছড়িয়ে দিচ্ছে.
    ফ্রী তে পাওয়া যাওয়ার পর কয়জন সেই ব্লগ এ Paid Member হবে ??
    আর Paid Member না থাকলে কখনো ই সেই ব্লগ সাইট আপনাকে টাকা দিয়ে আর্টিকেল লেখার কথা ও বলবে না.
    Ultimately Loss Artist এর ই হচ্ছে.

    আপনি ও ঘুরে ফিরে হাবিবের ই লস করাচ্ছেন, Banglalink এর নয়.

    আপনার কথায় যুক্তি আছে। আমি কিন্তু পোস্টে বলে দিয়েছি কাদের জন্য ডাউনলোড লিঙ্ক দিয়েছি। আর এখন তো আকাশে বাতাসে লিঙ্ক ভাসছে। যে কেউ গুগল করলেই পাবে। তাই আমাকে দোষ দেয়াটা সমীচীন হবে না 🙂 আমিও গুগল করেই পেয়েছি কিনা

Level 0

হাবিবকে আমি খুবই শ্রদ্ধা করি; একজন মিউজিশিয়ান হিসাবে। অসম্ভব দক্ষতা ও চমৎকার তার মিউজিক সেন্স। অসাধারন।

এবং ঠিক ততটাই অপছন্দ করি তার নিজের গাওয়া গান, যখন সে একজন শিল্পি।

    হুমম । কিন্তু অনেকেই তার গাওয়া গানের ভক্ত, যেমন আমি। বাংলাদেশে বর্তমানে হাবিবই সবচে জনপ্রিয় , দেশে খুব কম লোকই আছে যারা তার নাম শুনেনি। ভাল কাজ না করে এত এত মানুষের ভালবাসা পাওয়া কি সম্ভব?

    Level 0

    হাবিব ভাই এর "ভালবাসবো বাসবোরে" গান শুনার আগে কয়জন আপনার আমার মত শ্রুতা বাংলা গান শুনত আমাকে বলেন দেখি? আপনি তার গান না শুনলে তার গানের ভক্তের আভাব পরবেনা। তাই এই ধরনের কমেন্ট করা থেকে বিরত থাকুন।

    উনি উনার মনের কথা বলেছেন , এটা সত্য যে হাবিব কম্পু দিয়া গলায় কারিকুরি করে, তবুও ওর গলায় দারুন আবেগ আছে, এই জিনিস টা ল্যব এইডের সেই বিখ্যাত অ্যাডে পাইছিলাম, তাই আমি হাবিব রে বহুত ভালা পাই 😀

    Level 0

    Technology'r যুগ ভাই. এবং আমাদের Technology ব্যবহার করেই এগিয়ে যেতে হবে.
    Final Presentation টা ই আসল কথা.
    Avatar ছবিটির কথা চিন্তা করেন পুরো ছবি টা ই অবাস্তব ভিত্তিহীন এবং প্রায় সব কাজ ই 3D তে করা.
    কিন্তু শেষ Presentation দেখুন কত সুন্দুর.

    হাবিবের নিজের গলায় কোনো কাজ ই নেই, সুর কন্ঠ বা আবেগ ও নেই তেমন একটা.
    কিন্তু Final Output এ কিন্তু আমরা ভালো একটা জিনিস ই পাচ্ছি এবং সেটা ই আসল ব্যপার.

    raakib says:
    "হাবিব ভাই এর "ভালবাসবো বাসবোরে" গান শুনার আগে কয়জন আপনার আমার মত শ্রুতা বাংলা গান শুনত আমাকে বলেন দেখি?"

    raakib ভাইয়ের মতো বাংলা গানের শ্রোতা পেয়ে আমরা বাংলাদেশীরা গর্বিত।

    Level 0

    সবাই কে একটা কথা বলি যারা মনে করেন যে হাবিব ভাই সফটওয়্যার ছাড়া গাইতে পারে না তারা চন্দ্রগ্রহন মুবির "মনের জোরে চলছেরে দেহ" এই গানটা শুনুন। আর http://www.youtube.com/watch?v=lQ8jxtq49bw লিংক এ যান। দেখুন হাবিব ভাইকে।

    Level 0

    ওরে বাপরে ! সবাই দেখি আমার উপর বেজায় ক্ষেইপ্পা গ্যাছে। আপনারা আমার উপর রাগ করেন ক্যান রে ভাই। আমি আমার মনের কথা কইছি। আপনাদের উপর তো আর সেইটা চাপায়া দিতে চাইনি ? নাকি চাইছি? আমি নিজে মিউজিকের সাথে অতি সামান্য মাত্রায় যুক্ত আছিলাম student life থেকে। আমি শুনিনি এমন টাইপের গান খুব কম। আমি লালন শাইজি থেকে শুরু করে Back Metal সব ধরনের (Quality পুর্ন) গান শুনি। আমি student life এ Versity'র অনষ্ঠানে সাতটি ভাষার গান করি (হিন্দি বাদে, হিন্দি কালচারটা আমার ব্যাক্তিগতভাবে পছন্দ না)।
    আমার PC তে এখন তেরটি ফোল্ডার তেরটি ভাষার গানের (হিন্দি বাদে, হিন্দি কালচারটা আমার ব্যাক্তিগতভাবে পছন্দ না)। এবং একটি ফোল্ডার শুধু Instrumental এর। গান থেকে Instrumental ই আমি বেশি শুনি। মোট collection 22.4GB / 4551 file.

    আমার কমেন্ট এর মর্ম আপনারা বোঝেন নাই। আমি তার ভক্ত, তবে অন্ধ ভক্ত নই। অন্ধতা আমি পছন্দ করি না। আমি বিচার করি কোয়ালিটি দিয়ে। আফসোস, বোশিরভাগ মানুষই অন্ধ ভক্ত।

    raakib ভাই, দয়াকরে জানাবেন আপনি বাংলাদেশের কোন কোন শিল্পির গান শোনেন ?

    সাইফ ভাই, ধন্যবাদ।

    Kazi Mamun ভাই, আপনি মনেহয় আমার কথা সঠিক ধরতে পারেন নি। আমি অবশ্যই Technology’র বিপক্ষে না। উপরের কথাগুলো কি একটু কষ্ট করে পড়বেন ?

    D!pu >>> এখনও বৃষ্টি পড়ে…, ধন্যবাদ।

    [ আর একটি গোপন কথা: হাবিব ভাই কিন্তু আমার দূর সম্পর্কের কাজিন ! ]

    ধন্যবাদ ।

    Level 0

    raakib ভাই ঐটা Live গাওয়া গান না… Recorded… Voice Synthesize করা.

    Triple A ভাই…
    আমার মোট Collection ৮২.৭ GB; ২১,৪৪৫ টি ফাইল.

    আপনি আমার কমেন্ট টি পড়ুন আরেকবার.
    আমি ও হাবিবের গলার কোনো সুনাম করছি না.
    কিন্তু Voice Synthesize করে, Auto Tuner ব্যবহার করে শেষ পর্যন্ত সে ভালো Output দিচ্ছে সেটা ই আমি বলছি.
    কিন্তু Live Performance করার মতো শিল্পী সে নয়.

    Level 0

    raakib vai….
    watch this…
    http://www.youtube.com/watch?v=qlvL-XUMlQg

সাইফ ভাইকে আমার একজন প্রিয় শিল্পির Latest এলবাম উপহার দেয়ার জন্য ধন্যবাদ ।

    আপনারেও এক কেজি ধইন্না পাতা

Level 0

very nice tune-vai amar eset nod 32 anti virus er update lagbe kew help korben

Level 0

very nice tune-vai amar eset nod 32 anti virus er update database lagbe kew help korben

Level 0

কালকে রাত ১টায় music.com.bd থেকে নামায় নিসি… ৫৫/৬০ হাজার টাকার জিনিস ক্র্যাক করে ব্যাবহার করতে পারলে ৭০টাকার cd তো কুনো বেপার ই না!!!

    Level 0

    ভুল. সেই ৫০/৬০ হাজার টাকার জিনিসটি কেনার সামর্থ নেই এবং আমাদের মতো গরিব দেশের উপর ছার আরো কিছুদিন থাকবে.
    তাই বলে কি ৫০-৬০ টাকার একটি CD কেনার সামর্থ নেই ??

    কমপক্ষে আমাদের দেশের জিনিস কেনা উচিত , এক্ষেত্রে কিছু টাকা না হয় গেলই ,ক্ষতি ত নাই , তাই সবার সিডি কেনা উচিত , ডাউনলোড করলেও সিডি টা কিনবেন

Level 0

সমুদ্র থেকে এক কলসি পানি নিলে কি সমূদ্রের পানি কম পরে যায় ? এক্ষেত্রে ও হাবীবের গানের জনপ্রিয়তা বাড়বে বৈ কমবে না। ধন্যবাদ।

    তা যা বলেছেন দাদা …… 🙂 , সবার সিডি কেনা উচিত , ডাউনলোড করলেও সিডি টা কিনবেন 🙂

Level 0

হাবিব ভাই হচ্ছে আধুনিক বাংলা গানের জনক……অসাধারন গান গুলোর জন্য ভাইকে আমার লাল সালাম।সবাই অরজিনিয়াল সিডি টা কিনবেন প্লিজ, ভাইকে হতাশ করবেন না। কারন এমনিতেই চলচ্চিত্রের গান গাওয়া নিয়ে হাবিব ভাই হতাশ। আমরা যেন তাকে হতাশ না করি।

    কথা সত্য। হাবিব আর সিনেমার গান করতে চাইছে না। তার কারন,তার গানের সাথে আশানুরুপ চিত্রায়ন না হওয়া 🙁 কিন্তু আমরা চাই হাবিব বেশি বেশি সিনেমার গান করুক। হাবিবের সুর দিয়েই আমরা সিনেমা জগতে বিশ্বের কাছে পরিচিতি পাব এই আশা করাই যায় 🙂

Level 0

অনেকদিন আশায় ছিলাম হাবিব এর আহবান সিডিটি বাজারে কবে আসবে । আমি হাবিবের অন্ধ ফ্যান , সবার কমেন্টগুলিই পরলাম mustafa ভায়ের মন্তব্যটি অসাধারন লেগেছে ! সবাইকে ধন্যবাদ

sound koliti ki valo. ami ano sayed thake dowanload kora chilam sound koliti valo na.

    হুমম, অরজিনাল সিডি কোয়ালিটি……

Level New

মজা তো

Level 0

@all যারা মনে করেন যে হাবিব ভাই সফটওয়্যার ছাড়া গাইতে পারে না তারা চন্দ্রগ্রহন মুবির "মনের জোরে চলছেরে দেহ" এই গানটা শুনুন। আর http://www.youtube.com/watch?v=lQ8jxtq49bw লিংক এ যান। দেখুন হাবিব ভাইকে।

    হুমম , গানটা দারুন গেয়েছে হাবিব…… লিঙ্কটা পোস্টে দিয়ে দিলাম 🙂 আপনারে ধইন্যা……

টিউনের জন্য ধন্যবাদ।

আমি “কৃষ্ণ-ময়না গো ” থেকেই তার ভক্ত, আর শুনো তে ও আমাকে নাড়িয়ে দিয়েছে।
কিন্তু বর্তমানে তাকে আমি আমার মত করে খুজে পাচ্ছি না।
“দিন গেল”- যে আমি কত হাজার বার শুনেছি তা কল্পনা ও করা যাবে না।

অফ টপিক: আরফিন রুমী/শফিক তুহিন ভাইরে ভালা লাগে না 🙁