হালের ক্রেজ মিউজিক সুপারস্টার হাবিবের নতুন এ্যালবাম গতকাল (৪/৬/২০১১) রিলিজ পেয়েছে। এতোদিন শুধু অ্যালবামটির গানগুলো বাংলালিংকের গ্রাহকরাই শুধু শুনেছেন। কিছুগান অবশ্য এফএম রেডিওতেও বাজানো হয়েছে। এটি এবার বাজারে এলো সিডি আকারে। ৪ জুন থেকে অ্যালবামটি অডিও বাজারে পাওয়া যাচ্ছে। এটি এসেছে ডেডলাইন মিউজিকের ব্যানারে।
হাবিবের তৃতীয় একক অ্যালবাম ‘আহ্বান’। ২০০৬ সালে বের হয়েছিল তার প্রথম একক অ্যালবাম ‘শোনো’।‘বলছি তোমায়’ বের হয় ২০০৮ সালে। আগের দুটো অ্যালবামের মতোই এ অ্যালবামের সাফল্য নিয়ে হাবিব বেশ আশাবাদী।
বাংলালিংক মিউজিক স্টেশন এবং এফএম রেডিওতে মুক্তি পাওয়ার পর অডিও সিডি আকারে বাজারে এসেছে ‘আহ্বান’, এ বিষয়ে হাবিব নিজের অনুভূতির কথা জানিয়ে বলেন, ‘আমি আনন্দিত। কারণ সীমাবদ্ধ পরিসর ছাড়িয়ে আমার এ অ্যালবামটি এখন সিডি আকারে সব শ্রেণীর শ্রোতাদের জন্য উন্মুক্ত হলো। সব শিল্পীর মতোই আমিও চাই আমার গাওয়া নতুন গানগুলো যেন দর্শক-শ্রোতার কাছে পৌঁছায়’। ২৯ এপ্রিল মিউজিক স্টেশনে ‘আহবান’ প্রকাশের পর এই কদিনে প্রায় ১০ লাখ শ্রোতা গানগুলো শুনেছে। এই হিসাবটা অবশ্য তিনি জেনেছেন বাংলালিংকের কাছ থেকে। এটাও কম বড় কথা নয়।
হাবিব আমার সবচে প্রিয় শিল্পী , তাই তার গানগুলো সবাইকে শোনাইতে মুঞ্চাইলো 😀
ডাউনলোড লিঙ্ক :
সম্পূর্ণ এ্যালবাম :
আশা করছি আপনারা অরিজিনাল সিডিটি কিনবেন। অরিজিনাল স্বাদ গ্রহণ করবেন। একজন শিল্পীকে তার ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করবেন না। অরিজিনাল সিডি কিনলেই শিল্পীকে সম্মান জানানো হবে।
বোনাস :
হাবিব খালি গলায় যে দারুন গান করতে পারে এই গানটি তার প্রমান !
http://www.youtube.com/watch?v=lQ8jxtq49bw
পুনশ্চ :
আমি মূলত ৩ শ্রেণীর শ্রোতাদের জন্য ডাউনলোড লিঙ্ক দিয়েছি।
প্রবাসী, যেসব দেশে এ্যালবামটি পৌছাবেনা বা পৌঁছতে অনেক দেরি হবে তারা কি গান না শুনে থাকবেন? অবশ্যই শুনবেন ,তাদের জন্য আমার এই টিউন।
বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল যেখানে এ্যালবামটি হয়ত পৌছবেনা।
অনেকে গানগুলো শুনে অরিজিনাল সিডি কিনবেন।
গানগুলো আমার আপলোড করা নয়,দরিদ্র থেকে নেয়া। প্রত্যেক বিবেকবান মানুষ মাত্রই এ্যালবামটি কিনে শুনবেন। কত আর দাম, ৬০/৭০ টাকা হবে। ভাল/খারাপ আপনার হাতেই। কেননা আমি যদি লিঙ্ক না দিতাম গুগল সার্চ দিয়ে আপনি সেটা খুজে বের পারতেন সহজেই। এখন আপনি ৭০ টাকার জন্য মায়া করবেন নাকি অরিজিনাল ডিস্ক কিনবেন সেটা আপনার বিবেচনা। দুধের স্বাদ ঘোলে মিটে না , তেমনি অরিজিনাল সিডির স্বাদ mp3 তে মিটবেনা।
ok