ইন্টারনেট ডাউনলোড ম্যানাজার (IDM) সম্বন্ধে নতুন কিছু বলার নাই। তাও একটু বলি ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার হচ্ছে সবচেয়ে দ্রুতগামী ডাউনলোডার এই সফটওয়্যার ব্যবহার করে যেকন ওয়েব সাইট থেকে অডিও, ভিডিও, সফটওয়্যার, গেম, মুভি সহ আরও প্রয়োজনীয় ফাইলগুলো ডাউনলোড করতে পারবেন। অনেক বাংলা ব্লগ বা অন্যান্য সাইটে ইন্টারনেট ডাউনলোড ম্যানাজার (IDM) সম্বন্ধে কিছুই লেখা আছে একটু কষ্ট করে গুগলের কাছে খোঁজ করলেই একগুচ্ছ ফলাফল পেয়ে যাবেন। আজ আমি আপনাদের সেই চরম ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার (IDM) টি ফ্রি দেবো।
ডাউনলোড কৃত ফোল্ডারটির মধ্যে Setup, Patch ও Keygen দেয়া আছে সেখান থেকে Setup ফাইলটি ওপেন করুণ এবং নরমাল সফটওয়্যার এর মতই ইন্সটল প্রক্রিয়া সম্পন্ন করুণ। তার পর IDM সফটওয়্যার টি ওপেন হলে নিচের চিত্রের মত করে কিছুক্ষণের জন্য IDM কে বন্ধ করুণ।
এবার সেই ডাউনলোড কৃত ফোল্ডার থেকে Patch ফাইলটি ওপেন করুণ এবং নিচের চিত্রের মত Patch বাটনে ক্লিক করুণ এবার আপনার IDM ওপেন করে দেখুন সেটা ফুল ভার্সন হয়ে গেছে।
আর যদি নাও হয় তাহলে সেখানে Keygen দেয়া আছে সেটা ওপেন করুণ এবং Generate বাটনে ক্লিক করলেই অসংখ্য সিরিয়ালের সম্রাজ্য পেয়ে যাবেন। এবং রেজিস্ট্রেশন ফর্মে আপনার নাম ও ইমেইল দিন এবং Generate করে পাওয়া একটি সিরিয়াল দিন ব্যাস হয়ে গেল আপনার ফুল ভার্সন।
সফটওয়্যার টি এই লিংক হতে ডাউনলোড করতে পারেন।
ডাউনলোড পাসওয়ার্ডঃ bdrong.com
সবাই ভালো থাকবেন ধন্যবাদ আমার নিবন্ধ পড়ার জন্য।
আমি আমিনুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 71 টি টিউন ও 967 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমিনুল দা আপনার লিনক দিয়ে ডাউনলোড কোরতে গেলাম কিনতু আপনার মিডিয়া ফায়ার লিনকে বোলছে যে – Password Protected File –
Please enter the password below to download this file এর জোননো আমি কি কোরতে পারি kindly জানাবেন তাহোলে খুব উপোকার হোতো।
হাহাহাহা……।।শেয়ার করার জন্য ধন্যবাদ।কিন্তু এত কষ্ট করার দরকার নাই।নিচের লিঙ্ক থেকে নামিয়ে নিন। ওটা ৬.০৬।এবং ক্র্যাক লাগেনা।
http://www.migahost.com/ktb7rz0yfgsv/Internet_Download_Manager-6.06_Beta-3.rar.html?killcode=fz9ca8mlw6
http://www.uploadstation.com/file/SHajveA
http://www.filesonic.com/file/921268961