জেনে নিন ভাল টরেন্ট এর গুনাবলি,টরেন্ট দিয়ে কিভাবে ডাউনলোড করতে হয়, আর, কিছু latest movie এর টরেন্ট লিঙ্ক।

কেমন আছেন সবাই।আশা করি সবাই ভাল আছেন।

আজকে আমি আপনাদের সাথে টরেন্ট বিষয়ে কিছু বলব। আর কিছু মুভি এর টরেন্ট এর লিঙ্ক দিব।

আগে আমি টরেন্ট দিয়ে মুভি নামাতাম।১ দিন পর মুভি ডাউনলোড শেষ হলে দেখতে গিয়ে দেখতাম এটা fake file।তখন খুব খারাপ লাগত।এছাড়া, ডাউনলোড এর সময় দেখতাম ভাল স্পীড পাচ্ছে না।তারপর, নেট এ ঘাটাঘাটি করে অনেক কিছু জানতে পারলাম।আজ তা আপনাদের সাথে শেয়ার করলাম।আমি যেটা লিখছি সেটা হয়ত ভুল হতে পারে।ভুল হলে আপনারা দেখিয়ে দিবেন।

***আমরা টরেন্ট দিয়ে কিছু ডাউনলোড করতে গিয়ে দেখি ঠিকমত স্পীড পাচ্ছে না।কেন এবং কিভাবে ভাল স্পীড পাওয়া যাবে, তার জন্য আমাদের কিছু জিনিষ জানতে হবে।

*********আমরা সাধারনত যে টরেন্ট সফটওয়্যার use করি, যেমন utorrent এ  যেকোন কিছু ডাউনলোড এর সময় তাতে seeds এবং peers নামক দুটি শব্দ থাকে।

*********আসুন আমরা প্রথমে জানি seeds কি?এজন্য আমাদের জানতে হবে টরেন্ট কিভাবে কাজ করে।ধরুন আপনার কম্পিউটার এ একটা মুভি আছে।এটা আপনি নেট এ সবার সাথে শেয়ার করতে চান।তাহলে আপনার এমন একটা লিঙ্ক দিতে হবে যাতে ক্লিক করলে আপনার শেয়ার করা মুভি টি আরেকজন ডাউনলোড করতে পারবে।এই লিঙ্ক টি হবে আপনার কম্পিউটার এর মুভি এর location. আমরা নেট থেকে বিভিন্ন movie,software,song এর টরেন্ট নামাই।যার সাইজ মাত্র কয়েক কেবি যেমন ১০০-২০০ কেবি হয়।এই টরেন্ট টি হল ফাইল লোকেশান।যা আরেকজনের কম্পিউটার এ আছে।

*********আপনি টরেন্ট এর মাদ্ধমে যেকোন কিছু ডাউনলোড এর সময় খেয়াল রাখবেন seeds এর সংখ্যা যেন বেশি হয়।ডাউনলোড এর সময় seeds এর সংখ্যা যদি ২০০ দেখেন তাহলে বুজবেন এই মুভি টি ২০০ জনের কম্পিউটার থেকে শেয়ার হচ্ছে।তারমানে আপনি স্পীড বেশী পাবেন।

*********ধরুন,আপনি দুটি মুভি সিলেক্ট করেছেন।একটার seeds সংখ্যা ৩০০, আরেকটার ১২। তাহলে, আপনি ডাউনলোড এর সময় ৩০০ seed এর টা ফুল স্পীড পাবেন।আর,কম seed এর টা কম স্পীড পাবেন।

*********আর, আরেকটা word পাবেন peers. Peers বলতে বুঝায় এই movie টি কয়জন ডাউনলোড করছে।যদি লেখা থাকে peers সংখ্যা ১০০।তাহলে বুজতে হবে এই movie টি ১০০ জন ডাউনলোড করছে।তাই, টরেন্ট ডাউনলোড এর সময় এমন টরেন্ট বাছাই করতে হবে যার peers সংখ্যা কম।

*********আমি প্রতিদিন টরেন্ট দিয়ে মুভি,সফটওয়্যার নামাই। আপনি ডাউনলোড এর সময় বেশি seed যেমন 200-300 হলে ভাল হয়, আর, peer ৩ ভাগের ১ ভাগ, বা, অরধেক হলে ভাল হয়।তার মানে ১০০-১২০ peers. এটা হল প্রাথমিক অংশ।

*********তারপর আসে ভাল torrent file এর ব্যাপার।নেট এ খুজলে হাজার হাজার torrent file পাওয়া যায়।কোনটা যে ভাল কোনটা খারাপ বুঝা যায় না।তাই, টরেন্ট ফাইল নামানোর সময় comment বা, রিভিউ দেখে নামাবেন।

***যাদের কাছে utorrent software নেই , তাড়া নিচের লিঙ্কগুলো থেকে নামিয়ে নিন।

http://www.mediafire.com/?5yluj032bvk3l10

or,  http://www.utorrent.com/returning-visitor

***তারপর, সফটওয়্যার টি ওপেন করে file>add torrent এ ক্লিক করুন।তারপর, দেখিয়ে দিন কোথায় আপনার torrent ফাইলটি আছে।

***আমি আজকে আপনাদের সাথে ৫ টা English মুভি এর টরেন্ট এর লিঙ্ক দিব।এগুলো আমি নিজে ডাউনলোড করেছি।কোনটা ফেক না।সবগুলাই ভাল প্রিন্ট।

####01::::::::

I am number four

Size: 706 mb

Torrent link:  http://torcache.net/torrent/0A195E1FA522473A5B2AE7E53653BDC3CE02D867.torrent?title=%5Bkat.ph%5Di.am.number.four.2011.brrip.xvid.extratorrentrg

####02:::::::

Resident evil afterlife

Size:510 mb

Torrent link:

http://torcache.net/torrent/20C3351FA380E06519054DC83B2E259ED7C99BC4.torrent?title=%5Bkat.ph%5Dresident.evil.afterlife.2010.brrip.720p.x264.mkv.by.ridd

###03::::::

Season of the witch

Size:255mb.

Torrent link:

http://torcache.net/torrent/9D5C65513DC296EADF520055CCC843E39B3F2C25.torrent?title=%5Bkat.ph%5Dseason.of.the.witch.2011.480p.brrip.x264.stylishsalh

আমি সবাইকে একটা request করি, সবাই যেন season of the witch দেখে।কারন, এটার সাইজ ২৫৫ mb হলেও এটার quality 1 gb এর মত।এটা যে rip করেছে, সে যে কত মেধাবি আল্লাহ জানে।

###04:::::::

The green hornet

Size:701 mb

Torrent link

http://torcache.net/torrent/6C7AEE57BED2749C1C3615419A8F7B429318798B.torrent?title=%5Bkat.ph%5Dthe.green.hornet.2011.brrip.xvid.1337x.noir

###05::::::::

The other guys

Size:701 mb

Torrent link:

http://torcache.net/torrent/3186F6E08908AA4CCB516C0F2082EDA448B70D08.torrent?title=%5Bkat.ph%5Dthe.other.guys.2010.extended.720p.brrip.x264.hdmicro.by.mr

জানিনা সবার কেমন লাগল।ভাল লাগলে জানাবেন।আপনাদের কোন মুভি,software এর টরেন্ট লাগলে জানাবেন।সবাই ভাল থাকবেন।

Level 0

আমি সাবিহা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 98 টি টিউন ও 753 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

খুব সাধারন একটি মানুষ।সারাদিন কম্পিউটার নিয়ে পড়ে থাকি।মুভি দেখি,ব্লগ এ ব্লগ এ ঘুরাঘুরি করি।পড়ালেখা করতে বরাবরই ভয় লাগে। আর ফেসবুক এ একটা পেজ খুলেছি।যারা সময় পাবেন একটু ঢু মেরে আসবেন।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

বিস্তারিত লিখে শেয়ার করার জন্য ধন্যবাদ।

    আপনাকে ধন্যবাদ, comment করার জন্য।

Level New

খুব সুন্দর টিউন ,সাবিহা আপনি যদি http://www.torrentsbd.com আমার ফোরাম এ পোস্ট করেন অনেক ভালো লাগতো

টরেন্ট কোনো দিন ব্যবহার করিনি..বিস্তারিত জানার আগ্রহ ছিল…ধন্যবাদ জানানোর জন্য 🙂

শেয়ার করার জন্য ধন্যবাদ।

Level 2

সাবিহা, শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

Level 0

সাবিহা আপু আপনাকে ধন্যবাদ তথ্যগুলো জানানোর জন্য । টরেন্ট দিয়ে আমার মত মুভি মনে হয় কেউ নামায়নি । আপনার দেয়া মুভি গুলো অনেক আগেই নামিয়ে দেখে ফেলছি । আমি টরেন্ট দিয়ে অনেক আগে থেকে নামাই,কিন্তু জানতাম না যে Peer কম থাকতে হয় । সব সময় Seed,Peer যেগুলোর বেশি সেগুলোই নামাতাম । আজকেই জানলাম । তবে এখন আর টরেন্ট তেমন একটা ব্যবহার করি না । এখন অনেক Site আছে যেখানে কম Size এ ভাল Print এর মুভি পাওয়া যায় । টরেন্ট এ Dvd rip মুভি গুলো ৬০০/৭০০ MB এর মধ্যে থাকে , কিন্তু অন্য Site এ এই মুভি গুলোই ৩০০/৪০০ MB এর মধ্যে পাওয়া যায় । পার্ট পার্ট করা থাকে । আর টরেন্ট এ ভাল প্রিন্ট,কিন্তু Size কম এইরকম আসতে দেরি হয় । তাই এখন টরেন্ট তেমন একটা ব্যবহার করা হয় না । তবে টরেন্ট এ সব কিছু পাওয়া যায় , এর জন্য টরেন্টই ভাল ।

    Level 0

    আমি আপনার থেকে মনে হয় বেশি ডাউনলোড করেছি টরেন্ট থেকে।আভাতার,টেংগেল,রিও,মেগা মাইন্ড ডাউনলোড করেছি।একেকটার সাইয ৪ গিগা করে।এছারা কত মুভি যে ডাউনলোড করেছি তার সাইয যে কত টেরাবাইট হবে তার হিসাব নাই।

    আর টরেন্ট নামানোর সময় খেয়াল রাখবেন যাতে সিড থেকে পিয়ার কম হয়।নাহলে ফুল স্পীড পাবেন না।সাবিহা আপু ঠিক এ বলেছেন।

    ভাইয়া আমার দেখা সবচেয়ে ভাল rip হচ্ছে brrip আর yify.

    yify এর মত এতো ভাল print দেখিনি।

    আর, ভাইয়া এখন আর কেউ dvdrip ডাউনলোড করেনা। সবাই brrip, আর mkv ডাউনলোড করে।

    আর কোন সাইট এ মুভি upload করলে দেখবেন কয়দিন পর ওটা রিমুভ হয়ে যায়। কারন, মুভি যেসব company বানায়, তারা খুজে বের করে ডিলিট করে দেয়।

    কিন্তু টরেন্ট এর কিছু মুছার কোন অধিকার কোন company এর নেই। কারন এটা ফাইল share system.

    আপনি টরেন্ট এ সব মুভি ৩০০ mb 400 mb এ পাবেন।

    আপনার কথাগুলোও ঠিক।তবে সেগুলো সাধারন টরেন্ট এর address এ বেলায় সত্যি।কিন্তু কিছু address আছে,যাতে comment করার উপায় আছে, আর video quality, audio quality এর উপর মারক করের উপায় আছে।

    আপনি এইaddress এ যান, http://www.kat.ph/ । আপনার টরেন্ট এর উপর বিসসাশ ফিরে আসবে।

Level New

মুভি ডাউনলোডের জন্য (300-600 MB সাইজ) অনেক ভালো সাইট আছে যেখান থেকে ডাউনলোড ম্যানেজার দিয়ে আরও দ্রুত মুভি নামানো যায়।
তারপরেও এমন বিস্তারিত টিউন অনেকেরই উপকারে আসবে।ভালো লাগলো।

ফেক টরেন্টর কস্ট বুক ফাইটা যায়।afterlife যখন বের হল তখন ১-২ দিন পর টরেন্ট থেকে নামাতে দিয়েছিলাম।মুভির সাইজ ছিল ৭০০এমবি।কিন্তু সারারাত ধরে ৭০০ মেগাবাইট তারপর ৯০০ মেগাবাইট ডাউনলোড হল।চিন্তা করেন।লেখা ৭০০ এমবি।ডাউনলোড হইল ৯০০ এমবির উপরে।কিন্তু ডাউনলোড আর খতম হয় না।

এখন পছন্দের বেশির ভাগ মুভি mkv formet এ ডাউনলোড করি।গতকাল ৩ টা ডাউনলোড করসি।খুব বেশির পছন্দের ছবি হলে সেইটার ব্লুরে ভারসন নামাই টরেন্ট থেকে।তবে আমার একটা কথা।নেট থেকে নতুন রিলিজ পাওয়া মুভি তারাতারি ডাউনলোড না করাই ভাল।কমপক্ষে ৩-৪ দিন দেরি করে নামানো টাই ভাল।আর বেশি ভাল প্রিন্ট চাইলে ১ মাস অপেক্ষা করাই ভাল।

আপনাকে thnx ……টিউনটা সুন্দর হয়েছে…।

    Level 0

    http://torrentz.com এ যান,এটা টরেন্ট এর সার্চ ইঞ্জিন।এখানে ভেরিফাইড টরেন্ট দেখে নিন।আশা করি ফেক টরেন্ট এর পাল্লায় পরবেন না।

    আমি একদিনে একটার বেশি ডাউনলোড করতে পারি না। আমার ব্রডব্যান্ড।স্পীদ ১১-১২ কেবি এর বেশি পায় না।

    শরীফ ভাই কি লাইন ইউস করেন। ভাই, mkv হল boss format. তবে এখন brrip , mkv কে টেক্কা দিয়েছে।

    @Mukul
    আমি আগে এইখান থেকেই ডাউনলোড করতাম । কিন্তু ইদানিং আর আগের মত ডাউনলোড করতে পারি না।

    @সাবিহা
    আমি Qubee চালাই।৭০-৮০ থাকে। আগে জিপি পি২ চালাতাম।মজার কথা হল যেখানে সবাই জিপি নিয়ে হতাস ছিল তখন আমি আমি আরামে ২৫-৩৫ স্পিড পেতাম।জানি না আমার এত ভালো স্পিড আসত কেন।

    আপু।আমার মনে হই আপনার কথায় একটা ভুল আছে।যদি কিছু মনে না করেন বলি আমি।

    ''তবে এখন brrip , mkv কে টেক্কা দিয়েছে।''

    ''brrip'' মানে Blue Ray rip অর্থাৎ এইটা হল source এর নাম।এর দ্বারা বুঝা যায় আপনি যে মুভি ডাউনলোড করছেন তার প্রিন্ট এর quality কিরকম।

    আর mkv হল ফরমেট এর নাম।এক একটা অরিজিনাল ব্লু-রে মুভির সাইজ অনেক বড় হয়।সেই বড় সাইজের ভিডিও ফাইল বা মুভিটাকে mkv ফরমেট এ convert করা হয়।এর ফলে ভিডিও quality কিছুটা খারাপ (যেইটা সহজে আমাদের চোখে ধরা পড়ে না) গিয়ে ফাইল এর সাইজ অনেক কমে যায়।তবে অনেক আপলোডার mkv তে convert না করে avi ফরমেট এ convert করে।এইতা তাদের বেপার।সেই ক্ষেত্রে ফাইল এর সাইজ mkv থেকে ৩-৪গুন বড় হয়।

    আমি এইটা বলতে চাই যে brrip , mkv কে টেক্কা দিতে পারবে না।যদি দুইটা এক হত তাহলে টেক্কা দিতে পারত।কিন্তু ২ টা সম্পুর্ন আলাদা জিনিস।

    আশা করি আমি বলতে চেয়েছি বুঝতে পেরেছেন।আর আমি যদি ভুল করে থাকি তাহলে ক্ষমাসুলভ ভাবে দেখবেন।

হুউম আমার আগে টরেন্ট ডাউনলোড করতে খুব আগ্রহ ছিল কিন্তু এখন আর নাই। আসলে আপনার টিপস টা দারুণ কাজের আমার জানা ছিল না।
ধন্যবাদ শেয়ার করার জন্য।

    কেন ভাই। আগ্রহ হারিয়ে ফেলেছেন কেন?

আমি BitTorrent ব্যবহার করি। এটার মান কেমন আপনার দৃষ্টিতে । টরেন্ট সম্পর্কে আমার জ্ঞান কম।

    সফটওয়্যার একটা হলেই হল। তবে সবাই utorrent ইউস করে।তাই ওটা ব্যবহার করাই ভাল।

লেটেস্ট বের হল কংফু পান্ডা ২।আমার প্রিয় একটা এনিমেশান চরিত্র।আমি পরীক্ষার জন্য দেখতে পারতেছিনা।দেখে জানাবেন। 🙂

টরেন্ট ডাউনলোড লিঙ্কঃ http://www.torrenthound.com/torrent/07520d7f90f6683893b6bc42b06fa3d2ece68970

    আমারও দেখার খুব ইচ্ছে। কিন্তু ভালো প্রিন্ট এখোনো বের হয় নি। ভালো প্রিন্ট হলে অবশ্যি দেখব।

    আপনার টিউন খুব মিস করছি।

    techtunes এ browse করতে করতে মুভি এর কথা মনে নাই। Share করার জন্য Thanks..

Level 0

সাবিহা আপু…।আপনাকে ধন্যবাদ।কিন্তু টরেন্ট নিএ তো আগে আরো অনেক টিউন হয়েছে এবং সেখানে আরো বিস্তারিত ছবি সহ দেয়া আছে।আপনি নিশ্চই সেগুলো পরেছেন।

fenopy সাইট এ স্ক্রীন শট দেয়া থাকে।চেক করে নামাতে পারবেন।

    আমি আসলে মুভি এর লিঙ্ক গুলো দেওয়ার জন্য উপরের কথাগুলো বলেছি। অনেকদিন ধরে এটা নিয়ে লেখার সখ ছিল তাই লিখে ফেলেছি।

    আমি তো ভাই টরেন্ট কি, এর সব বিস্তারিত বলিনি। just শুধু কিভাবে ডাউনলোড স্পীড ভালো পাওয়া যায়, তাই বলেছি।

আমার যেই নেট স্পিড তাতে টরেন্ট স্বপ্ন । ২০-৩০কেবিপিএস।উপরের ছবিগুলো কি সবগুলোই সুন্দর বা একশন টাইপের ছবি??

    দেখুন আমার speed ১২-১৩ kb/s. আমার 700 mb এর মুভি নামাতে ১৬-১৭ ঘন্টা লাগে।তারপরেও নামাই।কারন নামানো মুভি দেখার মজা আলাদা।আপনিও দেখতে পারেন।

সাবিহা আপু, আমি টরেন্ট সম্পর্‌কে কম জানি। টরেন্টের খেত্রে Rip শব্দটার ব্যাখ্যা কি??? আর একটা " ভাল প্রিন্টের মুভি" কথাটার অর্‌থ কি?
kindly, জানাবেন?

    ভাই, আমি নিজেও কম জানি। ব্যাখ্যা দিতে পারব না।তবে যতটুকু বুঝি তা শেয়ার করি।

    ধরুন, আপনার কম্পিউটার এ একটি মুভি আছে। size ২ জিবি। এখন আপনি রিপ সফটওয়্যার এর মাধ্যমে তা ৭০০-৮০০ mb এর মধ্যে নিয়ে আসতে পারবে। তারমানে হল রিপ হল এমন এক system যার মাধ্যমে আপনার মুভি এর quality ঠিক রেখে সাইজ ছোট করে নিয়ে আসে।

    আর, ভাল প্রিন্ট এর মানে হল আপনি বাজার থেকে যে dvd কিনলে যে quality পাওয়া যায়, ধরুন বাজারের dvd এর সাইজ ২ gb, নেট থেকে নামালে আপনি ৬০০-৭০০ mb এ সেই quality পাবেন।

Level 0

Pleas give me torrent link of Rahna ha tarri dilme movie

আমি utorrent এর আগে কখনো ব্যবহার করিনি । কিভাবে utorrent ব্যবহার করে movie নামাতে হয়, কেউ যদি কষট করে বলতেন, তাহলে খুব উপকার হত । সফটওয়্যার টি ওপেন করে file>add torrent এ ক্লিক করার পর থেকে কি করতে হবে, আর বুঝতে পারছি না ।

সর্ব প্রথম আপনাকে অনেক ধন্যবাদ জানাই টিউনটি করার জন্য । আমি অনেকদিন ধরে Utorrent সফটওয়্যার ব্যবহার করি । জিপি'র মডেম দিয়ে কোন টরেন্ট ফাইল (সফটওয়্যার, বা মুভি) ডাউনলোড দিলে ১৫/KBPS এর উপরে গতি ওঠে না । সে খেত্রে ১ টা মুভি ডাউনলোড করতে আমার সময় লাগত প্রায় দের থেকে দুই দিন । অনেক সময় দেখা যেত কষ্ট করে ডাইনলোড করার পরে উক্ত ফাইলটা কাজ করেনা, তখন কি আর মেজাজ ঠিক থাকে ? এখন রাতে ঘুমানোর আগে দুই-তিনটা মুভি ডাউনলোড দিয়ে ঘুমাতে যাই । আর সকালে ঘুম থেকে উঠে দেখি ডাউনলোড কমপ্লিট!!! তখন উপভোগ করি আর আমার পরিচিত যারা তাদেরকে বিলিকরি । বাংলালিংক এর আনলিমিটেড প্যাকেজ ইউজ করি, স্পিড কখনও 30/KBPS এর নিচে নামে না । রাত ১১ টার পরে 40-50/KBPS ওঠে । মাঝে মাঝে 80-90/KBPS তেও যায় । বাংলালিংক এ ফেয়ার ইউস পলিছি নাই । আর এ জন্য আমি প্রতি মাসে 60-70 গিগাবাইট ডাইনলোড করি । আপনার দেওয়া মুভিগুলো আমি অনেক দিন আগেই দেখে ফেলেছি । যদি আপনার কাছে হিন্দি Veer Zara ছবির MKV অথবা Brip এর ডাউনলোড লিংক থাকে তাহলে দয়া করে আমাকে জানাবেন । আজ একজন আমার কাছে ঐ ছবিটা চাইছে কিন্ত আমার কাছে না থাকার আমি তাকে দিতে পারিনাই । আজ আমার শরীরটা খুব খারাপ । নেটে বসতে পারি নাই । মোবাইল থেকে আপনার টিউন পড়ে মন্তব্য করলাম । আপনার টিউনে এটাই আমার প্রথম মন্তব্য । মন্তব্যে কোন ভুল ভ্রান্তি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন । আপনাকে আবারও অসংক্ষ ধন্যবাদ । ভাল থাকবেন ।

অসাধারন ! ।

অনেক ধন্যবাদ আপনাকে অসাধারণ টিউনটি করার জন্য… 😛

Level 0

রিপ সফ্টওয়ার দ্বারা মুভির সাইজ কমানো যায় কিন্তু আমার রিপ সফ্টওয়ার নাই। এই রিপ সফ্টওয়ারটা কোথায় পাবো? জানালে খুব উপকার হতো।

ধন্যবাদ….
আপনি খুব সুন্দর টিউন করেন তার জন্য আরো একবার ধন্যবাদ……..
বিস্তারিত ভাবে লিখার জন্য আবার Thak you………………..

আমি post এবং comments গুলো পড়লাম । মনে হল একটা জিনিস বললে হয়তো সবার উপকার হবে । আমি torrent অনেক use করি মুভি অথবা for any other large file downloading but কখনো fake torrent face করি নাই । আমি সবসময় আপলোডার দেখে ডাউনলোড করি । আমি http://torrentz.eu/ or http://thepiratebay.org/ তে search করে ডাউনলোড করি । আর ভালো আপলোডার কিভাবে চিনবেন আমি কিছু নাম দিচছি এই আপলোডার দের torrent ডাউনলোড করলে কোনো fake torrent face করবেন না সেটা মোটামুটি ১০০% sure. আপনি যদি dvdrip ডাউনলোড করতে চান তাহলে aXXo, FXG, FxM, MAXSPEED, ARROW, Noir etc আপলোডার দের torrent গুলো try করতে পারেন । I prefer FXG, MAXSPEED and Noir and for BRRip or BDRip you can try secretmyth kingdom and HDLite they both are very good uploader and file size is also very small for a brrip. আর আমি অনেক tv show দেখি । For tv show episodes eztv is the best.
আর কেউ যদি Linux user থেকে থাকেন তাহলে Linux er default torrent downloader Trasmission টাই অনেক ভালো । আমি এর বিরাট FAN 🙂
আর for ripping Total Video Converter try দেখতে পারেন । এটা অনেক ভালো । এটাও আপনি torrent এ ই পাবেন ।
সবাইকে thnx আশা করি কিছুটা হলেও উপকার পাবেন । আর বিরাট banglish comment er jonno sorry আমি বাংলা typing এ খুব খারাপ । ভালো থাকবেন … 🙂

আমার fast email extractor 7.5 registration key এর টরেন্ট টা দিতে পারবেন?খুব দরকার|

ধন্যবাদ।

    মিজান তোমার ধন্যবাদের জন্য তোমাকে থাঙ্কু……………।। 🙂

ধন্যবাদ।

Level 0

thanks

Level 2

এই রকম একটি টিউন এতদিন খোজ করছিলাম। আসলে আমি টরেন্ট বিষয়ে একেবারে অনভিজ্ঞ । আশাকরি আপনার বদৗলতে যদি কুছ শিক্ষবার পারি তাহলে তোমার জীবন ধন্য হবে। তুমি হবে ধন্য ছেলে । তোমাকে অনেক অনেক ধন্যবাদ।

Level 0

torrent file IDM দিয়ে নামাইলেই সব ঝামেলা শেষ 😀 আমার মত 😉 আমি IDM দিয়ে torrent movie নামাই সব 1080p 😀

    @symon alex: কেন ? আইডিএম দিয়ে টরেন্ট ফাইল নামালে কি উপকার পাওয়া যায় বলবেন কি ?

ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এতো সুন্দর করে গুছিয়ে লেখার জন্য। আমার অনেক কাজে আসবে। আমি টরেন্ট সম্পর্কে কিছু কিছু জানতাম, ডাউনলোডও করেছি কিন্তু এই আপনার টিউনটি পড়ার পর এখন পুরোপুরি ক্লিয়ার হলো বিষয়টি। আশা করছি সামনে আমি বুঝে টরেন্ট ডাউনলোড করতে পারবো। 🙂

i like sabiha’s tune . but i want to know what’s your internet speed . my internet speed is 256kbps and my torrent download speed 25-30 kbps . but u can download movies and games from naturebd.com at 800 kbps. but if u want to download at this speed u need to get a broadband line under bdix