কেমন আছেন সবাই।আশা করি সবাই ভাল আছেন।
আজকে আমি আপনাদের সাথে টরেন্ট বিষয়ে কিছু বলব। আর কিছু মুভি এর টরেন্ট এর লিঙ্ক দিব।
আগে আমি টরেন্ট দিয়ে মুভি নামাতাম।১ দিন পর মুভি ডাউনলোড শেষ হলে দেখতে গিয়ে দেখতাম এটা fake file।তখন খুব খারাপ লাগত।এছাড়া, ডাউনলোড এর সময় দেখতাম ভাল স্পীড পাচ্ছে না।তারপর, নেট এ ঘাটাঘাটি করে অনেক কিছু জানতে পারলাম।আজ তা আপনাদের সাথে শেয়ার করলাম।আমি যেটা লিখছি সেটা হয়ত ভুল হতে পারে।ভুল হলে আপনারা দেখিয়ে দিবেন।
***আমরা টরেন্ট দিয়ে কিছু ডাউনলোড করতে গিয়ে দেখি ঠিকমত স্পীড পাচ্ছে না।কেন এবং কিভাবে ভাল স্পীড পাওয়া যাবে, তার জন্য আমাদের কিছু জিনিষ জানতে হবে।
*********আমরা সাধারনত যে টরেন্ট সফটওয়্যার use করি, যেমন utorrent এ যেকোন কিছু ডাউনলোড এর সময় তাতে seeds এবং peers নামক দুটি শব্দ থাকে।
*********আসুন আমরা প্রথমে জানি seeds কি?এজন্য আমাদের জানতে হবে টরেন্ট কিভাবে কাজ করে।ধরুন আপনার কম্পিউটার এ একটা মুভি আছে।এটা আপনি নেট এ সবার সাথে শেয়ার করতে চান।তাহলে আপনার এমন একটা লিঙ্ক দিতে হবে যাতে ক্লিক করলে আপনার শেয়ার করা মুভি টি আরেকজন ডাউনলোড করতে পারবে।এই লিঙ্ক টি হবে আপনার কম্পিউটার এর মুভি এর location. আমরা নেট থেকে বিভিন্ন movie,software,song এর টরেন্ট নামাই।যার সাইজ মাত্র কয়েক কেবি যেমন ১০০-২০০ কেবি হয়।এই টরেন্ট টি হল ফাইল লোকেশান।যা আরেকজনের কম্পিউটার এ আছে।
*********আপনি টরেন্ট এর মাদ্ধমে যেকোন কিছু ডাউনলোড এর সময় খেয়াল রাখবেন seeds এর সংখ্যা যেন বেশি হয়।ডাউনলোড এর সময় seeds এর সংখ্যা যদি ২০০ দেখেন তাহলে বুজবেন এই মুভি টি ২০০ জনের কম্পিউটার থেকে শেয়ার হচ্ছে।তারমানে আপনি স্পীড বেশী পাবেন।
*********ধরুন,আপনি দুটি মুভি সিলেক্ট করেছেন।একটার seeds সংখ্যা ৩০০, আরেকটার ১২। তাহলে, আপনি ডাউনলোড এর সময় ৩০০ seed এর টা ফুল স্পীড পাবেন।আর,কম seed এর টা কম স্পীড পাবেন।
*********আর, আরেকটা word পাবেন peers. Peers বলতে বুঝায় এই movie টি কয়জন ডাউনলোড করছে।যদি লেখা থাকে peers সংখ্যা ১০০।তাহলে বুজতে হবে এই movie টি ১০০ জন ডাউনলোড করছে।তাই, টরেন্ট ডাউনলোড এর সময় এমন টরেন্ট বাছাই করতে হবে যার peers সংখ্যা কম।
*********আমি প্রতিদিন টরেন্ট দিয়ে মুভি,সফটওয়্যার নামাই। আপনি ডাউনলোড এর সময় বেশি seed যেমন 200-300 হলে ভাল হয়, আর, peer ৩ ভাগের ১ ভাগ, বা, অরধেক হলে ভাল হয়।তার মানে ১০০-১২০ peers. এটা হল প্রাথমিক অংশ।
*********তারপর আসে ভাল torrent file এর ব্যাপার।নেট এ খুজলে হাজার হাজার torrent file পাওয়া যায়।কোনটা যে ভাল কোনটা খারাপ বুঝা যায় না।তাই, টরেন্ট ফাইল নামানোর সময় comment বা, রিভিউ দেখে নামাবেন।
***যাদের কাছে utorrent software নেই , তাড়া নিচের লিঙ্কগুলো থেকে নামিয়ে নিন।
http://www.mediafire.com/?5yluj032bvk3l10
or, http://www.utorrent.com/returning-visitor
***তারপর, সফটওয়্যার টি ওপেন করে file>add torrent এ ক্লিক করুন।তারপর, দেখিয়ে দিন কোথায় আপনার torrent ফাইলটি আছে।
***আমি আজকে আপনাদের সাথে ৫ টা English মুভি এর টরেন্ট এর লিঙ্ক দিব।এগুলো আমি নিজে ডাউনলোড করেছি।কোনটা ফেক না।সবগুলাই ভাল প্রিন্ট।
####01::::::::
I am number four
Size: 706 mb
####02:::::::
Resident evil afterlife
Size:510 mb
Torrent link:
###03::::::
Season of the witch
Size:255mb.
Torrent link:
আমি সবাইকে একটা request করি, সবাই যেন season of the witch দেখে।কারন, এটার সাইজ ২৫৫ mb হলেও এটার quality 1 gb এর মত।এটা যে rip করেছে, সে যে কত মেধাবি আল্লাহ জানে।
###04:::::::
The green hornet
Size:701 mb
Torrent link
###05::::::::
The other guys
Size:701 mb
Torrent link:
জানিনা সবার কেমন লাগল।ভাল লাগলে জানাবেন।আপনাদের কোন মুভি,software এর টরেন্ট লাগলে জানাবেন।সবাই ভাল থাকবেন।
আমি সাবিহা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 98 টি টিউন ও 753 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
খুব সাধারন একটি মানুষ।সারাদিন কম্পিউটার নিয়ে পড়ে থাকি।মুভি দেখি,ব্লগ এ ব্লগ এ ঘুরাঘুরি করি।পড়ালেখা করতে বরাবরই ভয় লাগে। আর ফেসবুক এ একটা পেজ খুলেছি।যারা সময় পাবেন একটু ঢু মেরে আসবেন।
বিস্তারিত লিখে শেয়ার করার জন্য ধন্যবাদ।