ইন্টারভিউ নিয়ে ভাবনা?- আর না, আর না! বিশ্বসংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি ইন্টারভিউয়ের ভয়কে জয় করার ১ হালি বইপত্তর!!!

ইন্টারভিউ- বেশীরভাগ মানবসন্তানের কাছেই এক বিভীষিকার নাম! ভয়ের কারণটাও খুব স্বাভাবিক... কারণ ইন্টারভিউ বোর্ডে প্রশ্নকারীদের প্রশ্নের কোন আগা-মাথা নেই। বিসিএস কিংবা প্রাইভেট ব্যাঙ্ক সবজায়গাতেই ইন্টারভিউ বোর্ডের লক্ষ্য থাকে সেরা ব্যক্তি/ব্যক্তিদের খুঁজে বের করে নেয়া। আর তার জন্য চাকরী বিষয়বস্তুর বাইরের প্রশ্ন জিজ্ঞেস করে চাকরীপ্রার্থীর বুদ্ধিমত্বা যাচাই করা হয়।

ইন্টারভিউ নিয়ে ভয়কে কাটিয়ে উঠতে চাই আত্ববিশ্বাস । আর আত্ববিশ্বাস অর্জনে জ্ঞানের বিকল্প নেই।  তাই আপনাদের জন্য নিয়ে এলাম ইন্টারভিউ নিয়ে লেখা সেরা ৪টি বই-


একটু একটু করে পড়া শুরু করে দিন। ধীরে ধীরে নিজের উন্নতিটা নিজেই টের পাবেন। ইন্টারভিউয়ের ভয়কে জয় করুন, আপনি হয়ে উঠুন আরও বেশী আত্ববিশ্বাসী...এই কামনাই করছি...

Level 0

আমি এলেবেলে এলেবেলে। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 36 টি টিউন ও 201 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ঘাড় ত্যাড়া, ছন্নছাড়া ব্লগার । হুটহাট যা লিখতে ইচ্ছা করে, লিখে ফেলি। বেশি ভাবাভাবির সময় নাই।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

It's a Great Way. So Great Thank you……………
I hope that you will be better writer…………….
Waiting For You…………………………..

amar kaje lagbe…thanks.

wow! wow! wow! Thanks!

Level New

অনেক অনেক ধন্যবাদ। এত দিন এ টিটি টা ছিল কথায়, আরও আগে ধরকার ছিল, কাজে লাগাইতাম। প্রিয় করে না রাখলে ভুল হবে। যদি হাত ছাড়া হয়ে যায়।

    শুভকামনা রইল। আর মন্তব্যের জন্য ধন্যবাদ ভাই।

Level New

ভাই ১ নাম্বার আর ২ নাম্বার লিংক টা পরিবর্তন করে দেন। এ দুটা লিংক কাজ করে না। আর ২ নাম্বার এর লিংক টা কোন ফরম্যাট এর ?

    ১ ও ২ নাম্বার লিঙ্ক টেস্ট করে দেখলাম, ঠিকই তো আছে! আপনার ঠিক কোন জায়গায় সমস্যা করছে, ডাউনলোডে নাকি ওপেন হতে?? আর ২ নাম্বারটা পিডিএফ ফর্মেটের

Level 0

এলেবেলে ভাই, টেস্ট করে দেখি, বুদ্ধি বারাতে পারি কিনা ???কাজের টিউন,টিউনে জন্য ধন্যবাদ ।

    আপনার মত আমিও একই পথের পথিক। স্বাগতম ও শুভকামনা 🙂

Level 0

vai mediafire er link den egula link ke apnar lav er jonno onner somoy nosto hoe.ekarone mediafire jodi ta na hoe tahole jiddu link dien..

ho ho ho

সুন্দর কালেকশন ধন্যবাদ আপনাকে।

computer churi hoilo 23 tarik. Tai priote rakhlam.

ভাল লাগলো। শেয়ার করার জন্য ধন্যবাদ।

    আপনাদের ভালো লেগেছে জেনে আমারও খুব ভালো লাগছে। ভবিষ্যতে এমন টিউন আরও লেখার ইচ্ছা আছে…

ভাইয়া একটা কথা দয়া করে ভাল সাইডে আপলোড করুন ভাল টিউন হয়েছে কিন্তু যদি ডাউনলোড করা না যায় তাহলে কি লাভ হবে ভাইয়া টিউন করে । আর রিমোট আপলোডের জন্য দেখতে পারেন https://www.techtunes.io/download/tune-id/71039/

    চট করে কোন সিদ্ধান্তে আসা ঠিক নয়। বিগত আড়াই বছর ধরে 6ybh সাইটটা থেকে ফ্রি ফ্রি লিচিং, রিমোট আপলোড আর রিজিউম সুবিধা ভোগ করে যাচ্ছি… আপনার কেন ধারণা হল যে সাইটটা ভাল নয়? ব্যক্তিগত পছন্দ-অপছন্দ থাকতেই পারে কিন্তু তার পিছনে যৌক্তিকতা থাকা উচিত বলে মনে করি।

    সবগুলো ফাইলই ডাউনলোড করা যাচ্ছে… যদি আপনি ডাউনলোডে কোন সমস্যায় পড়ে থাকেন তাহলে স্পষ্টভাবে বলুন…সমাধান দেয়ার চেষ্টা করব।

    6ybh এর কাছে migahost নিতান্তই শিশু! বিস্তারিত পড়তে পারেন – http://www.somewhereinblog.net/blog/rafi_mahmud/29231139

    ভাইয়া আপনার টিউন এর বইগুলো আমার পছন্দ হয়েছে তাই ডাউনলোড করতে মন চাইলো কিন্তু ডাউনলোড করতে পারলাম না । ফাইল আপলোড সাইডের কথা যদি বলেন তা হলে Rapidshare,Mediafire অনেক এগিয়ে কিন্তু আমাদের দেশের প্রেক্ষাপটে Mediafire সবচেয়ে জনপ্রিয় ।কিন্তু Mediafire এর কিছু সমস্যা আছে ফ্রি বলে আবার এই খান থেকে ইনকামের কোন সুযোগ নেই । ইনকামের কথা বললাম এই জন্য যে অনেকে ইঙ্কামের জন্য ziddu সহ আরো কিছু ফাইলশেয়ারিং সাইডে ফাইল আপলোড করে টিটি তে লিংক দেয় যাকিনা ডাউনলোড করা অনেক পিড়াদায়ক । মুল সমস্যা হচ্ছে ইনকাম করার জন্য ফাইলশেয়ারিং সাইড ইউজ করা খারাপ না তবে যদি তা ফাইলশেয়ারিং সাইডে রিজিউম সাপোট,এস্কেলেটর সুবিধা,রিমোট আপলোড সুবিধা ইত্যাদি না থাকে তবে মহা সমস্যা । আপনার ফাইলশেয়ারিং সাইট থেকে IDM দিয়ে ফাইল নামানো যায় না Ziddu এর মতো । আর রেঙ্কিং এর কথা বললে আমি বলবো
    ১.migahost (ইনকাম সুবিধা,রিজিউম সাপোট,এস্কেলেটর সুবিধা,রিমোট আপলোড সুবিধা ইত্যাদি । তবে এসুবিধা হচ্ছে এর লিংক ছোট লেখা থাকায় নতুনরা অনেকের লিংক খুজে পেতে কষ্ট হয় তবে একবার ব্যবহার করলে ছাড়তে চাবেন না )
    ২.mediafire(এইটা আমার মতে বেস্ট তবে ইনকাম এর সুবিধা নেই এবং কিছু লিমিটেশন আছে যেমন রিমোট আপলোড নেই বলে একে ২য় মনে হয় আমার কাছে)
    ৩.Jumbofiles (এতে শুধু ইনকাম সুবিধা নেই আর সব সুবিধা আছে । ইনকাম সুবিধা থাকলে এটিই আমার কাছে রেঙ্কিং ১ম হতো )

    একসময় আমিও আপনার মত মিডিয়াফায়ারের ফ্যান ছিলাম। কিন্তু ডাউনলোড পজ করে পিসি বন্ধ করে দিয়ে আবার রিজিউম দিলে মিডিয়াফায়ার রিজিউম হওয়ার বদলে এরর দেয়, তখন লিঙ্ক রিপ্লেস করে আবার নতুন লিঙ্ক দিয়ে রিজিউম করতে হয়। অনেক ঝামেলা! অথচ 6ybh-এ আপনি আপনার আইপির জন্য একবার যে লিঙ্ক জেনারেট করবে সেইটায় ৪৮ ঘন্টার জন্য নির্বিঘ্ন রিজিউম সুবিধা পাবেন…চৌদ্দবার পিসি অফ করলে কিংবা চাইলে পরেরদিনও একক্লিকেই রিজিউম সাপোর্ট করবে। এখন আপনিই বলুন, কোনটা বেছে নেবেন?

    আপনার যেসব গুন নিয়ে র‍্যাঙ্কিং করেছেন সেখানেও যুক্তিযুক্তভাবে এই 6ybh-ই সেরা। কারণ,
    — migahost এর সব সুবিধাই 6ybh এ আছে। কিন্তু 6ybh এর Free Leech করার সুবিধা migahost এ নেই।

    আপনাকে এর আগেও অনুরোধ করেছি, এখনো করছি, কোন কিছু না জানলে জিজ্ঞাসা করেন। জেনে নেয়ায় দোষের কিছু নেই। কিন্তু এইযে বলে দিলেন- " এই ফাইলশেয়ারিং সাইট থেকে IDM দিয়ে ফাইল নামানো যায় না Ziddu এর মতো- এটা একেবারেই ঠিক নয়। 6ybh আইডিএমসহ সব ডাউনলোড ম্যানেজার সাপোর্ট করে রিজিউম সুবিধা সহ।

    বিশ্বাস না হলে স্ক্রিনশট দেখেন- http://i.imgur.com/FEeK9.png

    আর 6ybh-এ আমার একাউন্ট লিস্টের ফাইলগুলোর ডাউনলোড কাউন্টার দেখে আসুন- http://www.6ybh-upload.com/users/ichchebaaj

    শত শত মানুষ সহজেই ডাউনলোড করতে পারছেন, আপনার সাথে সাইটটির শত্রুতা কোথায় সেটাই বোঝা গেলনা।

মনে হচ্ছে নিজেই ইন্টারভিউ এর বই লিখতে পারব।

    হাহা…লিখে ফেলেন ভাইজান। "সৌজন্য কপি"র অপেক্ষায় থাকলাম :p

Level 0

Assalamu Alaikum.Bhaijan apner tune ta khub bhalo kintu How to ace ei boita chara
onno boi golo dowload hoy tobe open hoy na.Pls give me media fire link.I hope u
would quickly reponse.
Thanks.

    রার ফর্মেটের ফাইল খুলতে Winrar ইন্সটল করে নিতে পারেন- http://www.somewhereinblog.net/blog/rafi_mahmud/29387597

    তারপর আপনার ডাউনলোড করা ফাইলটাকে এক্সট্রাক্ট করিয়ে নিলেই খুলতে পারবেন। আমি উপরের লিঙ্কগুলো থেকেই ডাউনলোড করেছি। আমার পিসিতে যখন খুলেছে তখন আপনার পিসিতেও খুলবে আশা করি

Level 0

Assalamu Alaikum.Winrar amar computer e age theke ache.Rar file open extract dotoi
korte pari eta kono problem na .Download korar pare ekta pdf boi chara onno golo
open hoy na error message dekhay.Thats the problem.Meherbani kore media fire link
den.

    সবগুলো পিডিএফ ফাইল ঠিক আছে কারণ আমি আসলে নিজের জন্য লিচ করিয়েছিলাম এবং এই লিংকগুলো থেকেই ৪টা বই ডাউনলোড করে পড়েছি। ভাইরে, মিডিয়াফায়ারে পেলে কি আর কষ্ট করে লিচ করাতাম? আপনার ভাগ্য খারাপই বলতে হবে। কারণ শুধুমাত্র আপনার পিসিতেই সমস্যা করছে…

    পিডিএফ ফাইল খোলার জন্য কোন রিডার ব্যবহার করছেন? এডবি/ ফক্সিট নাকি অন্য কিছু? ভার্সন কত??

Level 0

হেভি জিনিস বস

Level 0

ভাই ,Not Found

The requested URL /li52mjwve4a8/How_to_Answer_Hard_Interview_Questions was not found on this server.

Additionally, a 404 Not Found error was encountered while trying to use an ErrorDocument to handle the request. এখন কী করব ?

ভাই বইগুলো Download করতে পারছি না, 404 Not Found দেখায়
Please এটার একটা সমাধান করেন………