ইন্টারভিউ- বেশীরভাগ মানবসন্তানের কাছেই এক বিভীষিকার নাম! ভয়ের কারণটাও খুব স্বাভাবিক... কারণ ইন্টারভিউ বোর্ডে প্রশ্নকারীদের প্রশ্নের কোন আগা-মাথা নেই। বিসিএস কিংবা প্রাইভেট ব্যাঙ্ক সবজায়গাতেই ইন্টারভিউ বোর্ডের লক্ষ্য থাকে সেরা ব্যক্তি/ব্যক্তিদের খুঁজে বের করে নেয়া। আর তার জন্য চাকরী বিষয়বস্তুর বাইরের প্রশ্ন জিজ্ঞেস করে চাকরীপ্রার্থীর বুদ্ধিমত্বা যাচাই করা হয়।
ইন্টারভিউ নিয়ে ভয়কে কাটিয়ে উঠতে চাই আত্ববিশ্বাস । আর আত্ববিশ্বাস অর্জনে জ্ঞানের বিকল্প নেই। তাই আপনাদের জন্য নিয়ে এলাম ইন্টারভিউ নিয়ে লেখা সেরা ৪টি বই-
একটু একটু করে পড়া শুরু করে দিন। ধীরে ধীরে নিজের উন্নতিটা নিজেই টের পাবেন। ইন্টারভিউয়ের ভয়কে জয় করুন, আপনি হয়ে উঠুন আরও বেশী আত্ববিশ্বাসী...এই কামনাই করছি...
আমি এলেবেলে এলেবেলে। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 36 টি টিউন ও 201 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ঘাড় ত্যাড়া, ছন্নছাড়া ব্লগার । হুটহাট যা লিখতে ইচ্ছা করে, লিখে ফেলি। বেশি ভাবাভাবির সময় নাই।
It's a Great Way. So Great Thank you……………
I hope that you will be better writer…………….
Waiting For You…………………………..