মানুষের সবচাইতে বড় প্রাপ্তি কি?- সুখ? আর সুখ কিসে?- অর্থ, বিত্ত, প্রাচুর্য নাকি ভালোবাসায়? সন্দেহ নেই, প্রতিটা মানুষই ভালোবাসার কাংগাল। প্রতিটা মানুষই তার চারপাশের মানুষগুলোর ভালোবাসা পেতে চায়; চায় সবাই তাকে পছন্দ করুক। আমিও এর ব্যতিক্রম নই। কাজেই, এই বইটার টাইটেল পড়েই আগ্রহ জন্মে গেল-
সাইজ- ৭ মেগাবাইট, ফর্মেট- পিডিএফ
জাদুমন্ত্রে বিশ্বাস নেই। তবে একথাও অস্বীকার করতে পারিনা যে, কিছু মানুষ থাকে যারা খুব সহজেই সবার মন জয় করে নিতে পারে। টপ লেভেন ম্যানেজার, সফল মার্কেটিং এক্সিকিউটিভ কিংবা আবদুল্লাহ আবু সাইদের মত সংগঠকদের মধ্যে এমন কি আছে যা মানুষকে কাছে টানে?? এই বিদ্যা কি কেবলই ঈশ্বর প্রদত্ত নাকি চর্চার মাধ্যমে অর্জন করা সম্ভব? বইটা পড়ে চেষ্টা করেই দেখা যাক...
আমি এলেবেলে এলেবেলে। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 36 টি টিউন ও 201 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ঘাড় ত্যাড়া, ছন্নছাড়া ব্লগার । হুটহাট যা লিখতে ইচ্ছা করে, লিখে ফেলি। বেশি ভাবাভাবির সময় নাই।
ডাউনলোড করছি। দেখা যাক। 🙂