উইন্ডোজ ইউজারদের জন্য একটি বেসিক সফটওয়্যার Winrar এর লেটেসট ভার্সন 4.00 ( অটোএক্টিভেটেড এডিশন)

এক্সপি আর সেভেনে *.zip আর্কাইভবিশিষ্ট ফোল্ডার খোলার বিল্টইন সুবিধা থাকলেও সমস্যা বাধে *.rar ফাইল খোলার সময়। *.rar এক্সটেনশনযুক্ত কোন ফাইল কিভাবে খোলা যায় তা নিয়ে অনেককে বিপাকে পড়তে দেখেছি। এই অহেতুক মুশকিল আসানের জন্য ইন্সটল করে নিতে পারেন Winrar সফটওয়্যারটির লেটেস্ট ভার্সন Winrar 4.00-

ডাউনলোড লিঙ্ক

সফটওয়্যারটি ফ্রি নয়। তবে উপরে দেয়া লিঙ্কটি প্রিক্র্যাকড ভার্সন, তাই কোনপ্রকার রেজিস্ট্রেশন ছাড়াই ফ্রিতে ফুল ভার্সনের মজা নিতে পারবেন, যতদিন খুশি। ইন্সটল করার সাথে সাথেই দেখবেন অটো রেজিস্টার্ড হয়ে গেছে  :)

উইনরারের ফ্রিওয়্যার অল্টারনেটিভ হিসাবে ব্যবহার করতে পারেন- 7-zip ....
7zip উইন্ডোজ ৩২- বিট ইন্সটলার
7zip উইন্ডোজ ৬৪-বিট ইন্সটলার

উইনরারের তুলনায় ফিচার কিছু কম পেলেও 7-zip দিয়ে *.rar ফর্মেটের ফাইল/ফোল্ডারগুকে অনায়াসে এক্সট্রাক্ট করে নেয়া যাবে।

________________

পুনশ্চঃ লেখাটি আমার সামু ব্লগে পুর্বপ্রকাশিত emot slices 71 পিসি ওয়ার্ল্ড ম্যাগাজিন, জুন ২০১১ লেটেস্ট সংখ্যা (রিজিউম সাপোর্টেড ডাউনলোড লিঙ্ক) | Techtunes emot slices 71 পিসি ওয়ার্ল্ড ম্যাগাজিন, জুন ২০১১ লেটেস্ট সংখ্যা (রিজিউম সাপোর্টেড ডাউনলোড লিঙ্ক) | Techtunes emot slices 71 পিসি ওয়ার্ল্ড ম্যাগাজিন, জুন ২০১১ লেটেস্ট সংখ্যা (রিজিউম সাপোর্টেড ডাউনলোড লিঙ্ক) | Techtunes

________

emot slices 05 পিসি ওয়ার্ল্ড ম্যাগাজিন, জুন ২০১১ লেটেস্ট সংখ্যা (রিজিউম সাপোর্টেড ডাউনলোড লিঙ্ক) | Techtunesemot slices 05 পিসি ওয়ার্ল্ড ম্যাগাজিন, জুন ২০১১ লেটেস্ট সংখ্যা (রিজিউম সাপোর্টেড ডাউনলোড লিঙ্ক) | Techtunesemot slices 05 পিসি ওয়ার্ল্ড ম্যাগাজিন, জুন ২০১১ লেটেস্ট সংখ্যা (রিজিউম সাপোর্টেড ডাউনলোড লিঙ্ক) | Techtunesemot slices 05 পিসি ওয়ার্ল্ড ম্যাগাজিন, জুন ২০১১ লেটেস্ট সংখ্যা (রিজিউম সাপোর্টেড ডাউনলোড লিঙ্ক) | Techtunes

Level 0

আমি এলেবেলে এলেবেলে। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 36 টি টিউন ও 201 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ঘাড় ত্যাড়া, ছন্নছাড়া ব্লগার । হুটহাট যা লিখতে ইচ্ছা করে, লিখে ফেলি। বেশি ভাবাভাবির সময় নাই।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

দরকারি একটা সফট শেয়ার করলেন,
আপনাকে অনেক অনেক ধন্যবাদ সফটি শেয়ার করার জন্য।

    Level 0

    আচ্ছালামুআলাইকুম, চাচা কে তো অনেক দিন পর দেখলাম, কেমন আছেন..?

    আতাউর ভাই, আপনি কেমন আছেন? নিশ্চয় ভালো আছেন। কতোদিন হয় আপনার সাথে আমার কোনো যোগাযোগ হয়না!!!
    সময় পেলে একটু খোজ খবর নিয়েন।

    আপনাকে অনেক অনেক ধন্যবাদ সফটওয়্যারটি শেয়ার করার জন্য। ভাল থাকবেন।

    @আতাউর রহমান এবং আব্দুল মালেক- মন্তব্য করে উৎসাহ যোগানোর জন্যে আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ 🙂

download korte dilam …

Level 0

আসলেই *.rar ফাইল খুলতে সমস্যা হয়। আশা করি উপকার হবে। ভাল থাকবেন এ আশায়।

    আশা রাখি ভবিষ্যতে আর রার ফাইল নিয়ে আর ঘাপলায় পড়বেন না। শুভকামনা রইল…

Level 0

ভাই কষ্ট করে সফট টা দিয়েছেন ধন্যবাদ কিন্তু ডাউনলোড লিঙ্কটা একদম বাজে। প্রথমে ১৫-২০ কেবি লোড হয়ে কমতে কমতে ০০০ তে এসে ঠেকে, তারপর ডাউনলোড off হয়ে যায়।

    দেখুন, 6ybh আমার অত্যন্ত প্রিয় একটা সাইট। গত আড়াই বছরে ফ্রি ফ্রি নির্বিঘ্নে সাইটটির সেবা গ্রহণ করে চলেছি…এবং এর এমন কিছু সুবিধা আছে যা অন্য ফাইল হোস্টিং সাইটে নেই! আপনি যে সমস্যার কথা বললেন সেটা আপনার মুখেই প্রথম শুনলাম। স্পিড কমে যাওয়ার সমস্যাটা ওদের সার্ভারে নয় কারণ আমার পিসিতে এখনো ফুল স্পিডে ডাউনলোড চলছে- http://i.imgur.com/FEeK9.png

    তাছাড়া উইরারের এই ডাউনলোড লিঙ্ক থেকে আমি ছাড়াও আরো ১৮৫ জন ডাউনলোড করেছেন (বিশ্বাস নাহয় সাইটের ডাউনলোড কাউন্টার চেক করে দেখতে পারেন)। তাই ভাই, আরেকবার চেষ্টা করে দেখেন…আশা করি সমস্যা করবেনা আর

ভাই অনেক দিন পর দেখা পেলাম ।

khubi valo akta tune, sobar onek kaje lagbe software ti.
dhonnobad share korar jonno.

ডাউনলোড করতে পারলামনা

ডাউনলোড করতে পারলামনা