এক্সপি আর সেভেনে *.zip আর্কাইভবিশিষ্ট ফোল্ডার খোলার বিল্টইন সুবিধা থাকলেও সমস্যা বাধে *.rar ফাইল খোলার সময়। *.rar এক্সটেনশনযুক্ত কোন ফাইল কিভাবে খোলা যায় তা নিয়ে অনেককে বিপাকে পড়তে দেখেছি। এই অহেতুক মুশকিল আসানের জন্য ইন্সটল করে নিতে পারেন Winrar সফটওয়্যারটির লেটেস্ট ভার্সন Winrar 4.00-
সফটওয়্যারটি ফ্রি নয়। তবে উপরে দেয়া লিঙ্কটি প্রিক্র্যাকড ভার্সন, তাই কোনপ্রকার রেজিস্ট্রেশন ছাড়াই ফ্রিতে ফুল ভার্সনের মজা নিতে পারবেন, যতদিন খুশি। ইন্সটল করার সাথে সাথেই দেখবেন অটো রেজিস্টার্ড হয়ে গেছে
উইনরারের ফ্রিওয়্যার অল্টারনেটিভ হিসাবে ব্যবহার করতে পারেন- 7-zip ....
7zip উইন্ডোজ ৩২- বিট ইন্সটলার
7zip উইন্ডোজ ৬৪-বিট ইন্সটলার
উইনরারের তুলনায় ফিচার কিছু কম পেলেও 7-zip দিয়ে *.rar ফর্মেটের ফাইল/ফোল্ডারগুকে অনায়াসে এক্সট্রাক্ট করে নেয়া যাবে।
________________
পুনশ্চঃ লেখাটি আমার সামু ব্লগে পুর্বপ্রকাশিত
________
আমি এলেবেলে এলেবেলে। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 36 টি টিউন ও 201 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ঘাড় ত্যাড়া, ছন্নছাড়া ব্লগার । হুটহাট যা লিখতে ইচ্ছা করে, লিখে ফেলি। বেশি ভাবাভাবির সময় নাই।
দরকারি একটা সফট শেয়ার করলেন,
আপনাকে অনেক অনেক ধন্যবাদ সফটি শেয়ার করার জন্য।