বর্তমানে অনেক ল্যাপটপ/নেটবুক এ দেখা যায় উইন্ডোজ এ লগইন করতে গতানুগতিক পাসওয়ার্ড এর পরিবর্তে ফেস ডিটেকশন বা ফিঙ্গার প্রিন্ট ডিটেকশন সিস্টেম থাকে। এইসব ল্যাপটপ/নেটবুক এর মূল্য ও হয় অনেক বেশি। আমরা যারা ডেস্কটপ পিসি ব্যাবহার করি বা ল্যাপটপ/নেটবুক এ ফেস ডিটেকশন সিস্টেম নাই, তাদের জন্য আজকে আমার জীবনের প্রথম টিউন এ নিয়ে এলাম ফেস ডিটেকশন সফটওয়্যার ( ফ্রী ফুল ভার্সন) যা উইন্ডোজ ভিস্তা এবং উইন্ডোজ সেভেন এ ব্যাবহার করা যাবে। আপনার ল্যাপটপ/ডেস্কটপ এ একটা ওয়েবক্যাম থাকলেই হল।
ডাউনলোড করুন এখান থেকে।
যেভাবে ইন্সটল করবেনঃ
১. প্রথমেই আপনার পিসি টাকে control panel/user account এ যেয়ে passward protected করে নিন। (যদি করা না থাকে)
২. ডাউনলোড করা ফাইল টি unzip করে নিন।
৩. unzip করার পর folder টা ওপেন করে "LuxandBlinkProSetup" এ ডাবল ক্লিক করুন।
৪. এবার নিচের স্ক্রীন শট গুলা দেখেন-
খেয়াল করুনঃ সাভাবিক ভাবে কম্পিউটার এর সামনে বসেন এবং পর্যাপ্ত আলো যেন রুমে থাকে। আলোর উৎস আপনার পিছনে না হয়ে সামনে হলে খুবই ভাল হয়।
ডানে, বামে, সামনে, পিছনে আপনার মাথা নাড়ান... সবুজ বার টা পূর্ণ হওয়া পর্যন্ত।
এইবার পিসি রিস্টার্ট করুন... এবং পাসওয়ার্ড এর পরিবর্তে আপনার চেহারা দেখিয়ে পিসি তে লগইন করুন ।
৫. unzip করা folder এর ভিতর pro settings এর জন্য user name আর serial key দেয়া আছে যা ব্যাবহার না করলেও অসুবিধা হবে না।
সবাইকে ধন্যবাদ, ভাল থাকবেন।
আমি Tareque। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 19 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
১ম টিউন হিসেবে অনেক সু্ন্দর হয়েছে..