আবার হাজির হয়ে গেলাম সামনের মাসে প্রকাশিতব্য পিসি ওয়ার্ল্ডের লেটেস্ট সংখ্যা নিয়ে। প্রতিমাসে টেকনলজি বিষয়ক তিনটা ম্যাগাজিন নিয়মিত পড়ি- পিসি ওয়ার্ল্ড, পিসি ম্যাগাজিন আর ওয়েব ইউজার। তার মধ্যে পিসি ওয়ার্ল্ডটাই সব চাইতে ভাল লাগে। হার্ডকপি তো আর ফ্রি তে পাওয়া যায়না, তাই নেট থেকে পিডিএফ ফ্রি ফ্রি ডাউনলোড করে নেই 😛
ফ্রিতে রিজিউম সুবিধাসহ ডাউনলোডের জন্য ফাইলসনিক কিংবা র্যাপিডশেয়ার থেকে লিচ করিয়ে নেই। এখন আর একা একা ডাউনলোডায় পোষায় না, তাই ডাউনলোড লিঙ্ক শেয়ার করে বেড়াই!
সাইজঃ ১০০ পৃষ্ঠা, ১৬ মেগাবাইট,
ফর্মেটঃ পিডিএফ
________________
পুনশ্চঃ লেখাটি আমার সামু ব্লগে পুর্বপ্রকাশিত
________
আমি এলেবেলে এলেবেলে। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 36 টি টিউন ও 201 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ঘাড় ত্যাড়া, ছন্নছাড়া ব্লগার । হুটহাট যা লিখতে ইচ্ছা করে, লিখে ফেলি। বেশি ভাবাভাবির সময় নাই।
আপনার সুবাদে আমার প্রিয় এই ম্যাগাজিনটির ডিজিটাল ভার্সন পাচ্ছি, ঢাকার বাইরে থাকি বলে হার্ড কপি পেতে/কিনতে দেরী হয়।
অনেক ধন্যবাদ।