একগুচ্ছ সফটওয়্যার মিডিয়াফায়ার লিঙ্কে… – ডিজে আরিফ

আসসালামুয়ালাইকুম,

পড়ালেখার প্রচুর চাপ থাকায় বেশ অনেক দিন টিউন করা থেকে বিরত ছিলাম। আজ খানিকটা সময় পেয়েছি টিউন করার জন্য তাই বসে পড়লাম টিউন করতে। আজকের টিউনে বেশ কিছু সফটওয়্যার শেয়ার করবো। যার সবগুলোই মিডিয়াফায়ারে আপলোড করা যাতে সকলের ডাউনলোড করতে সুবিধা হয়। প্রতিটি সফটওয়্যারের সাথেই থাকবে ছোট রিভিউ যাতে আগেই বুঝে নিতে পারেন কোন সফটওয়্যারের কি কাজ... আশা করি সকলের ভালো লাগবে...

Image-Line Deckadance v1.92

DeckaDance Box

নাম শুনে হয়তোবা মনে হতে পারে এটি ছবি এডিটিং করার কোন সফটওয়্যার... কিন্তু আসলে এটি একটি সাউন্ড এডিটিং এর সফটওয়্যার যা মূলত ডিজেদের জন্যে স্পেশালি বানানো হয়েছে। ডিজেইং কে এক নতুন মাত্রা দিতেই আধুনিক ফিচার সমৃদ্ধ এই সফটওয়্যারের উদ্ভব। এখন পর্যন্ত আমি নিজে এত ছোট সাইজের মধ্যে এতো ফিচার এবং এত কন্ট্রলার সিস্টেম সাপোর্ট কোথাও পাইনি। মাউস, কিবোর্ড, মিনি কন্ট্রোলার [মূলত ডিজেদের জন্যে যারা পিসিতে ভালো মিক্স করতে চান, বাজারে পাওয়া দুষ্কর], সিডি সিস্টেমসহ আরো বেশ কিছু উপায়ে কন্ট্রল করা যাবে এই ডেকাড্যান্স। নিজে একজন ডিজে হিসেবে আমি আপনাদের এই সফটওয়্যার ইউজ করার পরামর্শ দিবো... কারণ আমার কাছে অসাধারণ লেগেছে এটি...

Image-Line Deckadance

ডাউনলোড করতে এখানে ক্লিক করুন[101.92 MB]

পাসওয়ার্ডঃtechtunes

TechSmith Camtasia Studio 7.1.1 Build 1785

পিসির ভিডিও রেকরডিং, এডিটিং আর শেয়ারিং এর জন্য সবচেয়ে বেশি ফিচার সমৃদ্ধ এবং সবচেয়ে বেশি ব্যবহ্নত সফটওয়্যার ক্যামটাসিয়া। আমি নিজেও রেকরডিং এবং টিউটোরিয়াল বানানোর জন্য এটি ইউজ করি। যদিও নেট স্পিড তেমন বেশি না হওয়ায় শেয়ার করতে পারি না সবার সাথে 😉 অসাধারণ এর পূর্ববর্তী কোন ভারশন ব্যবহার কর থাকলে আপনি হয়তো জানেন এর সুবিধার কথা। তবে যেহেতু এডভান্স ফিচার সমৃদ্ধ তাই সামান্য রিসোর্স এবং মেমরি হাংরি, তাই যাদের র‍্যাম ১ গিগার নিচে তারা এটি ব্যবহার থেকে বিরত থাকুন, আর বাকিরা নিশ্চিন্তে ব্যবহার করুন।

ডাউনলোড করতে এখানে ক্লিক করুন[১৮৬.৯ এমবি]

পাসওয়ার্ডঃtechtunes

Uniblue SpeedUpMyPC 2011 5.1.1.3

একদম ছোট আকারের এই সফটওয়্যারটিকে টিউন আপ ইউটিলিটিস এর প্রতিপক্ষ বলা যেতে পারে, টিউন আপ ইউটিলিটিস যে সকল ফিচার সাপোর্ট করে তার প্রধান ফিচারগুলোই এতে আছে। টিউন আপ ইউটিলিটিস প্রচুর মেমরি নেয় কিন্তু ইউনিব্লু স্পিড আপ মাই পিসি খুব কম মেমরি নেয় এবং এটি রিসোর্স হাংরীও না... তাই নিশ্চিন্তে ছোট্ট অথচ কাজের এই সফটওয়্যারটি ইউজ করতে পারেন পিসিকে স্পিড আপ করতে।

ইউনিব্লু স্পিড আপ মাই পিসি-এর ফিচার গুলো হলঃ

User Interface:

- Windows Familiar GUI

- Automatic Performance Scan

- System Overview and Recommendations

- Extensive Manual and Help

- System Optimization State

- System Tray Shortcut

- Detailed System Graphs

Optimization:

- CPU Usage Overview

- CPU Booster Functionality

- Memory Usage Overview

- RAM Optimization

- Disk Usage

- Disk Analyzer and Defrag

- Internet Speed Analyzer

- Internet Speed Optimizer

- Startup Manager

- Process Viewer

Clean-Up :

- Junk Clean-Up Scan

- Detailed Junk Clean-Up Scan Results

- Privacy Protector Scan

- Detailed Privacy Protector Scan Results

- File Shredder

- Uninstall Manager

ডাউনলোড করতে এখানে ক্লিক করুন[৫.৩৩ এমবি]

পাসওয়ার্ডঃtechtunes

Pixarra TwistedBrush Pro Studio v18.03

এ পর্যন্ত বাজারে যত রকমের ইউজার ফ্রেন্ডলি এবং শক্তিশালী ব্রাশ ইঞ্জিন পাওয়া গেছে তার মধ্যে সবচেয়ে বেশি ব্যবহ্নত হয়েছে টুইস্টেড ব্রাশ প্রো স্টুডিও। এতে প্রায় ৩০০০ ব্রাশ রয়েছে যা ফটোশপেও পাবেন না আপনি। আমি ফটোশপের সাথে এর তুলনা করছি না, কিন্তু ব্রাশের সঙ্খ্যার দিক দিয়ে টুইস্টেড ব্রাশ এগিয়ে। যেহেতু বলেই দিয়েছি এতে ৩০০০ ব্রাশ রয়েছে তাই এটি সম্বন্ধে আর তেমন কিছু লেখার প্রয়োজন মনে করছি না...

ডাউনলোড করতে এখানে ক্লিক করুন[২১.০৫ এমবি]

পাসওয়ার্ডঃtechtunes

Malwarebytes Anti-Malware v1.51.0.600

ম্যালওয়্যারবাইটস অ্যান্টিম্যালওয়ার ম্যালওয়্যার ধরার জন্য এবং রিমুভ করার জন্যে সবচেয়ে কার্যকরী সফটওয়্যার। যদিও এটি অ্যান্টিভাইরাসের বিকল্প না, তবুও পিসি ম্যালওয়্যারমুক্ত মাঝে মাঝে এটি দিয়ে স্ক্যান করে নিতে পারেন। এটি এমনভাবে বানানো হয়েছে যাতে এটি খুবই দ্রুত ম্যালওয়্যার ধরতে এবং ডিলিট করতে পারে। এটি এমন সব ম্যালওয়্যারও ধরতে সক্ষম যা কিনা আধুনিক প্রযুক্তির অনেক অ্যান্টিভাইরাসই ডিটেক্ট করতে বা রিমুভ করতে অক্ষম। তাই এটি ব্যবহার করা উচিত।

ডাউনলোড করতে এখানে ক্লিক করুন[৯.৫২ এমবি]

পাসওয়ার্ডঃtechtunes

CDBurnerXP 4.3.8 Build 2560 Final Portable Multilingual

সিডিবারনার এক্সপি নিরোর বিকল্প এবং এটি নিরোর চেয়ে অনেক ফাস্ট। তাছাড়া এটি নিরোর মত হার্ডডিস্কে তেমন জায়গাও দখল করে না। এটি দিয়ে সিডি, ডিভিডি ছাড়াও ব্লুরে এবং HD-ডিভিডিও রাইট করা যাবে। এটি দিয়ে আইএসও ফাইল বার্ন বা রাইটও করতে পারবেন। ডাটা ডিস্ক এবং অডিও ডিস্কও বানানো যাবে সিডিবারনার এক্সপি দ্বারা। এমপিথ্রি ফাইল এনকোড করা যাবে পাশাপাশি এতে আইএসও কনভার্টারও বিদ্যমান।

ডাউনলোড করতে এখানে ক্লিক করুন[৫.৪৪ এমবি]

পাসওয়ার্ডঃtechtunes

Xilisoft Video Converter Platinum 6.5.5.0426 Multilingual

এই ভিডিও কনভার্টার টি ব্যবহার করা খুবই সহজ এবং অনেক ফাইল ফরমেট সাপোর্ট করে। অন্যান্য কনভার্টারের তুলনায় এর কনভার্ট করা ভিডিও তুলনামূলক উন্নত মানের হয়। যেসব ফাইল কনভার্ট করতে পারে সেগুলো হল - Video: AVI, MPEG, WMV, MP4, FLV, MKV, H.264/MPEG-4, DivX, XviD, MOV, RM, RMVB, M4V, VOB, ASF, 3GP, 3G2, SWF, H.261, H.264, DV, DIF, MJPG, MJPEG, DVR-MS, NUT, QT, YUV, DAT, MPV, NSV

AVCHD Video (*.mts, *.m2ts), H.264/MPEG-4 AVC (*.mp4), MPEG2 HD Video (*.mpg; *.mpeg), MPEG-4 TS HD Video (*.ts), MPEG-2 TS HD Video (*.ts), Quick Time HD Video (*.mov), WMV HD Video (*.xwmv), Audio-Video Interleaved HD Video (*.avi)

Audio: MP3, WMA, AAC, WAV, CDA, OGG, FLAC, APE, CUE, M4A, RA, RAM, AC3, MP2, AIFF, AU, MPA, SUN AU Format

Image: BMP, GIF, JPEG, PNG

ডাউনলোড করতে এখানে ক্লিক করুন[৩৩.৬ এমবি]

পাসওয়ার্ডঃtechtunes

তো আজকের মত এখানেই শেষ করছি... কেমন লাগলো টিউন জানাতে ভুলবেন না...

Level 0

আমি ডিজে আরিফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 60 টি টিউন ও 1478 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি আরিফ, সাধারণ একজন আরিফ! চাই অসাধারণ কিছু করতে, সম্ভব কিনা জানিনা কিন্তু ইচ্ছাশক্তির বলে অনেক কিছুই করতে চাই। ব্লগিং - এর সাথে পরিচয় খুব বেশি দিনের না, তবুও বিষয়টাকে ব্যাপকভাবে উপভোগ করছি। ভালো মানের ব্লগার হওয়ার ইচ্ছা আছে। বর্তমানে আমি দশম শ্রেণীতে ঢাকার স্বনামধন্য বিদ্যালয়ে পড়ালেখা করছি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আরে ! এইটাই তো এতদিন খুঁজছিলাম, আপনাকে কি বলে যে ধন্যবাদ দিব ……………ডিজে আরিফ ভাই

    ধন্যবাদ রাসেল ভাই… কোনটা খুজছিলেন জানতে পারি?

অসাধারণ….. Simply… অসাধারণ । 😛 😀 😆
{একটুও তেল মারিনাই কইলাম। (কান ধইরা কইছি)}
আমার ৬ আর সাতটা কাজে লাগবে।

    হে হে আমাগো এঞ্জেল মডু… ধনিয়া এক কেজির দাম যেনো কত? 😉

    ম্যালা দিন বাজার করতে যাই নাই। তাই ঠিক কইতে পারুম না। 😛 😀

    বাজারে গেলে জিগায়ো দাম কতো, আর ধনিয়া পাতা কিনা দাম দিবানা কইবা দাম ডিজে দিবো ওর কাছ থিক্কা নিয়েন…

খুস সুন্দর। ফটোশপের ডাউনলোড লিংকটা দয়া করে শেয়ার করেন।মিডিয়াআগুন।

Level 0

অসাধারন।ধন্যবাদ ভাই।

    Level 0

    আবার পাস দিলেন কেন ভাই?এটা একটু বিরক্তিকর।কিন্তু পাস টা দেখে ভাল লাগলো।Techtunes

    টিউন চুরি এখন স্বাভাবিক ঘটনা, তাই পাসওয়ার্ড দিয়ে দিয়েছি, নইলে আমার আপলোড কে নিজের আপলোড বলে চালিয়ে দিবে অনেক জায়গায়… তাই টেকটিউনস এর জন্যই মূলত পাসওয়ার্ড টা দেয়া…

    Level 0

    তাই নাকি?তাহলে ঠিক আছে।

দারুন এবং মজার কালেকশন তাও আবার মিডিয়াফায়ারের লিঙ্ক। ধন্যবাদ আপনাকে।

ভালো লাগলো,ধন্যবাদ।

দারুন
আর কিছু বলার নাই।
ক্যামতা টা আমার এখন দরকার।
আর ফটোশপের লাস্ট আপটেডটা দিবেন।
হাজার হাজার ফটোশপের ভিড়ে কোনটা যে আসল এবং লাস্ট ফটোশপ তাই বুঝিনা।
আশাকরি আপনার কাছে পাব।

    হুম আশা করি পাবেন… তবে সাইজে অনেক বড়, আপলোড করতে সময় লাগবে। আর ফটোশপের লেটেস্ট ভার্শন হলো CS5 😀

    cs5 টা কি আপনার কাছে আছে?
    লাইসেন্সকী সহ।
    থাকলে দিবেন প্লিজ।

    এখান থেকে মিডিয়াফায়ারে ডাউনলোড করে নিন…
    http://www.mediafire.com/?66cq7sury4uq4

    Mediafire Password-

    world4free.in

    Password Unrar
    [email protected]

জটিল একখান টিউন করছেন ডিজে ভাই , আর আমিও জটিল করে ডাউনলোড দিয়ে দিলাম

    বাহ ডাউনলোড দিসেন জেনে খুশি হলাম… কাজে লাগলেই টিউন সার্থক… 😀

ডিজে আরিফ ভাই আপনার পোস্টে কমেন্ট করার জন্য অনেক দিন পর লগিন করলাম ।খুব চমৎকার টিউন করেছেন । ধন্যবাদ

আপনি ডিজে হতে আপনার মোট খরচ কত হয়েছে জানতে পারি ? আমার ডিজে হও্যার খুব সখ । তাই ডিজে হওয়ার জন্য সব কিছু জানতে চাই । জানাবেন তো ??

    আমি ট্রেনিং প্রাপ্ত নই… প্রফেশনাল কোন ট্রেনিং ই পাইনি… নিজের ইচ্ছায় টিউটোরিয়াল দেখে এবং ঘেটে ঘেটে যা একটু শেখা… পিসিতে মোটামুটি ভালো ভাবেই গান কম্পোস করতে পারি আর "পাইওনিয়ার সিজে ৪০০" মেশিনটা সেরকম ভাবে চালাতে পারি… খালাত ভাইয়ের বিয়ের সময় ভাড়ায় এনেছিলাম…

    উল্লেখ্যঃআমার নিজের কোন মেশিন নেই…

দয়া করে tensons এর Download Accelerator Manager (DAM) ultimate Full version with serial link টা দেবেন অথবা যেটা দিয়ে
dailymotion.com থেকে faster video download করা যাবে সেটা দেবেন।
ধন্যবাদ।

    দুঃখিত ভাই আমার কাছে এটা নেই…

    Level 0

    http://bit.ly/j3hVWJ এই লিঙ্ক এ যান।এখানে ৩টা ডাউনলোড ম্যানেজার দেয়া আছে।আপনার যেটা ইচ্ছা সেটা ডাউনলোড করুন।আইডিএম দিয়ে যেকোনো সাইট থেকেই নামানো যায়।

Level 0

সফট এর সাইজ দিয়ে খুব কঠিন একটা কাজ করসেন। এটা কেউ দিতে চায় না! থাঙ্কু! 😛

    মোস্ট ওয়েলকাম রুবেল ভাই… তাই নাকি? আমার মনে হল সবার বুঝতে সুবিধা হবে যে কোনটার কি সাইজ, সেই কারণে দিয়েছি 😉

অনেক দিন করে ডাউনলোড করার জন্য ভাল ও নতুন কিছু খুজছিলাম,ধন্যবাদ আপনাকে. আপনি গান কম্পোজ আর Remix করার জন্য কি কি soft use করেন,আমার কাছে বিখ্যাভ সব soft আছে প্রায় .

    আপনাকেও ধন্যবাদ… আর আমি গান কম্পোজ আর রিমিক্স করার জন্য কি ইউজ করি সেটা নাহয় গোপনই থাক 😉

দারুন…………………….

ভালো হয়েছে….

Level 0

hey DJ আরিফ অনেকদিন পর টিউন পেলাম…………ব্যস্ত নাকি? আজকের টিউন এবং সফট্ গুলো খুবই চমৎকার…….
ধন্যবাদ……………

    জি ভাই পড়াশোনা নিয়ে ব্যস্ত আছি, তাই নিয়মিত টিউন করার সময় হয়ে ঊঠে না…

ভাল সংগ্রহ,
একটা আমার কাজে লাগবে,
অনেক অনেক ধন্যবাদ সফটগুলু শেয়ার করার জন্য,

    আসসালামুয়ালাইকুম আতাউর ভাই,
    আপনাকে অনেক দিন টেকটিউনসে দেখিনি, অনেক দিন পর আপনার দেখা আর কমেন্ট পেয়ে ভালো লাগলো।

খুব ভাল ডিজে আরিফ ভাই, মিডিয়া ফায়ারে লিঙ্ক দেওয়ার জন্য ২বার থাঙ্কস .

    আপনাকে আপনার থ্যাঙ্কসগুলো সহ আরো ১টা থ্যঙ্কস দিলাম…

বড়ই কামের জিনিশ। ধইনা গাছ ডিজে 😀 😀

Level 0

vi, maleware-bytes'a trojan detect korse amar ksprsky. pls, ayta solve korben. THANK'S.

    হুম সেটাতে দেয়া কিজেন এ ভায়রাস থাকতে পারে… কিজেনগুলো রিমুভ করে দেন…

Level 2

Vaiaa, amake ki amon kono soft dite paren jeta diye ami CD/DVD rite korar somoy password dite parbo r pore open korte gelei password chaibe. khub dorkar.. R ato valo akta tune ar jonne dhonnobad.

Level 0

Please help me.How to install Image-Line Deckadance