মানবজাতির ইতিহাসে "Face Reading" বিদ্যা নতুন কিছু নয়। অতি প্রাচীনকাল থেকেই এই বিদ্যার চর্চা হয়ে আসছে। বলা হয়ে থাকে, প্রতিটা মানুষের মুখেই তার জীবনের গল্প আঁকা থাকে।
আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় একদিকে যেমন ভূয়া, ফটকাবাজ জোতিষ দেখেছি অন্যদিকে অতিপ্রাকৃতভাবে ভবিষ্যতের বর্ণনা হুবহু ফলে যেতে দেখেছি। তাই মুখ দেখে একজন মানুষের সম্পর্কে বলে দেয়ার ক্ষমতা প্রসংগে আমার অবস্থান বিশ্বাস-অবিশ্বাসের মাঝামাঝি পর্যায়ে। তবে প্যারাফিজিক্স নিয়ে ঘাটাঘাটি করতে বেশ ভালোই লাগে। এই সেক্টরে বিস্তর গবেষনাও হয়েছে এবং হচ্ছে। অনেকটা শেক্সপিয়ারের সেই বিখ্যাত উক্তি - "There are so many things in the heaven & earth" ... সেই - অজানাকে জানার আকাঙ্ক্ষা!
লেখিকা Barbara Roberts এর লেখা এই বইটি সেই ১৯৮৫ সাল থেকে ২৪ বছরে প্রায় ৬,০০০ মুখাবয়ব, আরও ২০০ রেফারেন্স বই এর উপর গবেষনার ফসল। নিঃসন্দেহে বলে দেয়া যায়, বইটি এই বিষয়ের উপর লেখা সেরা বইগুলোর একটি।
___________________
ইতিমধ্যেই বইটার অর্ধেকটা পড়া শেষ করে ফেলেছি, বাকি অংশ এখন পড়ছি। এক কথায় অসাধারণ!
চমৎকার সহজবোধ্য বর্ণনায় লেখা বইটি শেয়ার করলাম। আশা করি সবারই ভালো লাগবে।
আমি এলেবেলে এলেবেলে। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 36 টি টিউন ও 201 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ঘাড় ত্যাড়া, ছন্নছাড়া ব্লগার । হুটহাট যা লিখতে ইচ্ছা করে, লিখে ফেলি। বেশি ভাবাভাবির সময় নাই।
ধন্যবাদ ভাইয়া। প্রিয়তে………………………