পার্টিশন ইমেজ নিয়ে এ পর্যন্ত অনেক লেখাই হয়েছে, কাজেই অনেকের কাছেই এই ঘটনা পুরানো। তবুও নতুন দের উদ্দেশ্যে আমার এই লেখা। মাক্রিয়াম রিফ্লেক্ট নামক এই ফ্রি সফটওয়্যার টি দিয়ে আপনি আপনার উইন্ডোজ ড্রাইভ টিকে চলন্ত অবস্থাতেই ইমেজ হিসাবে ধরে রাখতে পারেন অন্য কোন ড্রাইভ বা মাধ্যমে, পরবর্তিতে বিভিন্ন কারনে সিস্টেম পার্টিশন ক্ষতি গ্রস্থ হলে বুট ডিস্ক ব্যবহার করে ( উদাহরন সরুপঃ বার্ট পি ই) অতি সহজেই অল্প সময়ের মধ্যে ( ৪-৫ গিগাবাইট সাইজের পার্টিশন মাত্র ৪ মিনিটে, অবশ্য পি সি এবং হার্ড ড্রাইভের প্রকৃতির উপর এই সময় নির্ভর করবে ) এই পার্টিশন এর ইমেজ রি স্টোর করে নিতে পারেন।
এক্ষেত্রে সবচেয়ে বড় সুবিধা হল আপনার প্রিয় সফটওয়্যার গুলি আবার ইন্সটল করা লাগলো না। তবে অসুবিধার মধ্যে যেটা উল্লেখ করার মত সেটা হল, যদি আপনার কম্পিউটারের হার্ড ড্রাইভ কোন কারনে বুটেবল না হয় তাহলে, অবশ্যই এমন একটি বুটেবল ডিস্ক প্রয়োজন হবে যেটা বার্ট পি ই এর মত উইন্ডোজ পরিবেশ সৃষ্টি করতে পারে, অবশ্য এটা উল্লেখযোগ্য কোন সমস্যা না, কারন আপনি ম্যাক্রিয়াম এর সফটওয়্যার এর মাধ্যমে, অতি সহজেই লিনাক্স এর বুট ডিস্ক বানিয়ে নিতে পারবেন যা ম্যাক্রিয়াম রিস্টোর এর কাজে সহজেই ব্যবহার করা যাবে। তবে এক্ষেত্রে উল্লেখ যোগ্য যে হিরেন বুট সিডি দিয়ে আপাতত (ভার্সন ৯'৩ পর্যন্ত) এই কাজ করা সম্ভব না।
আমি অবশ্য জানিনা ইতমধ্যে এই বার্ট পি ই বা হিরেন বুট সিডি সম্পর্কৃত কোন টিউন করা হয়েছে কিনা (সময়ের অভাবে আর সার্চ করা হয়নি), তবে আপনাদের আগ্রহ থাকলে জানাবেন, আমি বা অন্য কোন টিউনার তখন এটার সম্পর্কে একটি টিউন করতে পারেন। ম্যক্রিয়াম রিফ্লেক্ট ডাউনলোড করতে পারেন এখান হতে। ধন্যবাদ।
আমি সুমন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 44 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি অতি সাধারন একজন মানুষ। তাই দেশ ও দশের উপকারে আসে এমন কিছু উদ্ভাবন করে অসাধারন হবার চেষ্টায় নিজেকে ব্যস্ত রাখার তীব্র ইচ্ছা টাকে পুরন করাই আমার হবি, হা হা হা। ইলেক্ট্রনিক যন্ত্রপাতি আর বিজ্ঞান বিষয়ক বই আমাকে দারুন ভাবে আকর্ষন করে থাকে। পেষায় একজন কম্পিউটার প্রকৌশলী।
valo