ডেস্কটপে রাখা গ্যাজেটগুলো কম্পিউটারের ভাবটাই বদলে দিতে পারে। অনেকের আবার ঘড়ি দেখার কথা মনে থাকেনা। কাজেই কর্মদক্ষতা বাড়ানোর জন্য ডেস্কটপে বড় সাইজের একটা ঘড়ি বেশ কাজে দেয়। তাই আজ শেয়ার করছি মাত্র ১ মেগাবাইট সাইজের চমৎকার ডিজাইনের ঘড়ি- Horloger!
ডাউনলোড লিঙ্ক
অথবা, মিডিয়াফায়ার লিঙ্ক (শুধুমাত্র 32 bit)
অথবা, স্ট্যান্ডএলোন ইন্সটলার ( ৩২ বিট এবং ৬৪ বিট একত্রে)
আমার ডেস্কটপ থেকে তোলা ঘড়িটির বিভিন্ন স্কিনের গরম গরম স্ক্রিনশট-
________________
পুনশ্চঃ লেখাটি আমার সামু ব্লগে পুর্বপ্রকাশিত
________
আমি এলেবেলে এলেবেলে। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 36 টি টিউন ও 201 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ঘাড় ত্যাড়া, ছন্নছাড়া ব্লগার । হুটহাট যা লিখতে ইচ্ছা করে, লিখে ফেলি। বেশি ভাবাভাবির সময় নাই।
শেয়ার করার জন্য ধন্যবাদ।