দুটি ছোট্ট সফটওয়্যার দিয়ে ডিস্ক ডিফ্রাগমেন্ট করুন এবং কোন কিছু আনইন্সটল করুন সম্পূর্নরুপে এবং ফিরে পান আপনার কম্পিউটারের হারানো (যৌবন) গতি!!! সাথে মিডিয়াফায়ার ডাউনলোড লিঙ্ক!!!

লেখার শিরোনাম পড়ে হয়ত ভাবছেন কম্পিউটারের আবার যৌবন। আসলে কি আমরা কম্পিউটার প্রতিদিন ব্যবহার করছি বিভিন্ন রকম কাজও করছি, অনেক কিছু এক্সপেরিমেন্ট করছি, প্রতিদিনই হয়ত নতুন কিছু জানতে চেষ্টা করছি, তার জন্য সফটওয়্যার ইন্সটল করছি। আবার অনেক সময় কাজ হয়ে গেলে সফটওয়্যার আনইন্সটলও করছি বা করছিনা। আমরা যখন একটা সফটওয়্যার ইন্সটল করি তখন এর বিভিন্ন ফাইল গুলো যেমন আমার কম্পিউটারের প্রোগ্রাম ফাইলসের ভেতরে কপি হয় ঠিক তেমনি আবার উইন্ডোজের রেজিষ্ট্রির ভতরেও বিভিন্ন মান যুক্ত হয়। আবার যখন অনেকদিন ব্যবহারের পর সফটওয়্যারটি আনইন্সটল করা হয় তখন সেই সফটওয়্যারটি তার ফাইলগুলো আমাদের ইন্সটলকৃত ফোল্ডার থেকে মুছে দেয় এবং রেজিষ্ট্রি এন্ট্রিও মুছে দেয়। একটু খেয়াল করলেই দেখবেন অনেক সময় আপনার আনইন্সটল করা সত্ত্বেও কিছু ফাইল হয়ত আপনার কম্পিউটারের ভেতরে থেকেই যায়। আপনি চাইলে এগুলোকে ম্যনুয়ালি মুছে ফেলতে পারেন। কিন্তু যদি রেজিষ্ট্রির ভেতরে কোন এন্ট্রি না মুছে তখন আপনি কি করবেন। আর বাস্তবতা হলো রেজিষ্ট্রির এই এন্ট্রিকৃত ভ্যালু গুলো সাধারনত কেউ মুছেনা। কারন সবাই জানে এটা একটা সেনসেটিভ কাজ। আর এভাবেই আপনার কম্পিউটারের ভেতরে এই এন্ট্রি জমতে জমতে এক সময়ের আপনার দুর্দান্ত পিসিটাকে বানিয়ে ফেলে একেবারেই বুড়ো। এই সমস্যার সমাধান আপনি করতে পারেন ছোট্ট একটা আনইন্সটলার সফটওয়্যার ব্যবহার করে। এর নাম RevoUninPro নামের সফটওয়্যারের সাহায্যে। সফটওয়্যারটা আপনারা এইখান থেকে ডাউনলোড করে ইন্সটল করে নিন। কোন সিরিয়াল নম্বরের দারকার নেই। শুধু লাইসেন্স এগ্রিমেন্টের সাথে একমত হতে হবে।

Installing Software

ব্যস ইন্সটল শেষ। এবার এই সফটওয়্যারটা চালু করুন। অনেকটা এইরকম দেখতে পাবেন।

View of Software

এখানে সফটওয়্যারের মাঝের অংশে আপনার কম্পিউটারে যে এপ্লিকেশনসগুলো ইন্সটল করা আছে সেগুলো দেখতে পাবেন। সফটওয়্যারের উপরের দিকে বেশ কিছু আকর্শনীয় ফিচার এবং বামপাশে আছে বেশ কিছু সংখ্যক ইউটিলিটি সফট। আপনি যে সফটওয়্যারটি আনইন্সটল করবেন সেটি সিলেক্ট করে উপরের আনইন্সটল বাটনে ক্লিক করুন। দেখবেন প্রথমে আপনার কম্পিউটারের সিকিউরিটির জন্য এটি একটি সিস্টেম রিষ্টোর পয়েন্ট এবং আপনার পিসির রেজিষ্ট্রির ব্যকআপ নিবে তারপর আনইন্সটল শুরু হবে। এবার যথানিয়মে আপনার পিসি থেকে সফটওয়্যারটি আনইন্সটল করুন।

Uninstall Software

আনইন্সটল শেষ হলে Scan বাটনে ক্লিক করুন। এবার এই সফটওয়্যারটি আপনার পিসির রেজিষ্ট্রি চেক করবে এবং এক্ষুনি আনইন্সটল হওয়া সফটওয়্যারের কোন ধরনের এন্ট্রি যদি রেজিষ্ট্রিতে থাকে সেগুলো খুঁজে বের করবে।

Registry Cleaner

অনেকটা এইরকম।

আপনি সেগুলো Select All করে Delete করুন। আরো যদি কোন কিছু (যেমন ইউজারের ডকুমেন্ট এন্ড সেটিংস এর ভেতরের সর্টকাট ইত্যাদি) খুঁজে পায় তাহলে সেগুলোও সিলেক্ট করে ডিলিট করুন।

Remove Additional Files

কাজ শেষ। আপনি সফলভাবে কাজ সম্পন্ন করতে পেরেছেন। কিছু কিছু সফট আছে যেগুলো Add Remove থেকে আনইন্সটল হতে চায়না, সেগুলো আপনি Forced Uninstall নামক অপশন এর সাহায্যে আনইন্সটল করতে পারেন। এই সফট এর যে কয়েকটি বিষয় বেশ আকর্ষনীয় তাহলো এর বামপাশে থাকা ইউটিলিটি ফিচার যেমন:
• অটোরান ম্যানেজার এখান থেকে আপনি আপনার পিসির অটোরান নিয়ন্ত্রন করতে পারেন।
• জাঙ্ক ফাইল ক্লিনার এর মাধ্যমে আপনি জাঙ্ক ফাইল পরিষ্কার করতে পারেন। (জাঙ্ক ফাইল হলো আমরা বিভিন্ন সময় বিভিন্ন এ্যাপ্লিকেশন নিয়ে কাজ করার সময় যেগুলো তৈরী হয়। সাধারনত এপ্লিকেশন সফটওয়্যার দিয়ে কোন কাজ করার সময় এই ফাইলগুলো তৈরী হয় আবার এ্যপ্লিকেশন সফট বন্ধ করলে এগুলো মুছে যায়। কিন্তু অনেক সময়ই আমাদের এ্যাপ্লিকেশন সফট ঠিকমত বন্ধ হয়না বা বিদ্যুত চলে যায়। তখন এগুলো আর মুছেনা। আপনার পিসিতে তা জমতে থাকে, জমে জমে জাঙ্ক এর পাহাড় গড়ে তোলে। যা পিসির গতি কমিয়ে দেয় ভীষন রকম। সাথে সাথে হার্ডডিস্কের অনেক জায়গা দখল করে থাকে। জাঙ্ক ফাইল ক্লিন করার জন্য জাঙ্ক ফাইল ক্লিনার এ ক্লিক করে উপর থেকে Scan এ ক্লিক করতে হবে। একটু ধর্য্য ধরতে হবে। আপনার পিসির সব জাঙ্ক ফাইল খুঁজে পাবে আপনি তা ডিলিট করে দিন।

Remove Junk Files
  • আর একটা অপশন আছে সেটা হলো এভিডেন্স ক্লিনার। আমরা কোন কিছু পিসি থেকে যদি ডিলিট করে দিই তাহলে তা রিসাইকেল বিনে গিয়ে জমা হয় এবং আমরা সেখান থেকে তা ডিলিট করে দিই। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন এই ফাইলগুলো কি আসলেই ডিলিট হয়? হয়না, যদি হতো তাহলে এগুলো মুছার পরে, এগুলো আর রিকভারি সফট দিয়ে রিকভার করা যেতনা। তার মানে আপনার পিসিতে এভিডেন্স থেকে যাচ্ছে। এই এভিডেন্স আপনি ইচ্ছা করলে এই সফট ব্যবহার করে ক্লিয়ার করতে পারেন।

অত্যন্ত দ্রুত গতিতে ডিস্ক ডিফ্রাগমেন্ট করার সফটওয়্যার

প্রথমে সফটওয়্যারটি এইখান থেকে ডাউনলোড করে নিন। ডাউনলোড করে ইন্সটল করে নিন। সফটওয়্যারটি চালু করুন। সি ড্রাইভ সিলেক্ট করে নিচে থাকা ডিফ্রাগমেন্ট বাটনে ক্লিক করুন। কাজ শুরু হয়ে যাবে। কথা হলো আপনি কেন এই সফট ব্যবহার করবেন।

Disk Defragments

এটি অত্যান্ত দ্রুত গতিতে ডিফ্রাগমেন্ট করে যা আপনি না করলে বিশ্বাস করতে পারবেন না। আর এই ডিফ্রাগমেন্টের গতির কারনেই আমরা অনেকেই উইন্ডোজের ডিফল্টটা ব্যবহার করিনা। আর আপনি নিশ্চই জানেন নিয়মিত ডিফ্রামেন্ট না করলে আপনার পিসির গতি কমতে বাধ্য। তাই নিয়মিত ডিস্ক ডিফ্রাগমেন্ট করুন আর উপভোগ করুন আপনার পিসির দুর্দান্ত পারফরমেন্স!!!

Level 0

আমি মাহাবুব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 137 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

কোন প্রাপ্তিই পূর্ণ প্রাপ্তি নয়, কোন প্রাপ্তিই দেয়না পূর্ণ তৃপ্তি... হেলাল হাফিজ


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

খুব সুন্দর টিউন হয়েছে।

    ধন্যবাদ ভাই, প্রথম মন্তব্যের জন্য।

দারুন টিউন হইছে

স্যার,
ডিফ্রাগমেন্ট সফটওয়্যার টা খুব দরকার ছিল। আপনার টিউনটি খুব ভালো হইছে। ধন্যবাদ

    কমেন্টসের জন্য ধন্যবাদ তন্তু।

কাজের টিউন।

    কাজে লাগলেই আমার শ্রম স্বার্থক। ধন্যবাদ।

শেয়ার করার জন্য ধন্যবাদ।

দুটি সফট্য়্যারই কাজের ………তবে ১ম টি অসাধারন ভালো লেগেছে ……..দেখি কাজ করে কেমন???

    ব্যবহার করেই দেখেন আশা করি অবশ্যই ভাল লাগবে।

Level 0

boss awesome specially defragment eta amar kub dorkar silo
manyyyyyyyyyyyyyyyy thnkzzzzzzzzzzzzzzzzzzz

Level 0

bai ame ajke prothom. amake bolben kivabe upload korte hoy? amar kase games,software aro onek kisu ase ja apnader dete cai pls janaben

    কিভাবে টিটিতে টিউন করতে হয় তা নিয়ে টিটিতে পোষ্ট আছে আপনি সার্চ দিয়ে দেখেন, পাবেন আশা করি, তবে অবশ্যই এর পর বাংলা ব্যবহার করবেন। ধন্যবাদ।

দুটি সফট্য়্যারই কাজের ………তবে ১ম টি অসাধারন ভালো লেগেছে ……..দেখি কাজ করে কেমন???

একটা বিষয়ে একটু কষ্ট লাগছে আর তা হলো—
সফটওয়্যার ২টা অলরেডি ১৫০ জন ডাউনলোড করেছে……কিন্তু মন্তব্য করেছেন মাত্র ৯ জন। একটা লেখা লেখতে অনেক সময় লাগে কিন্তু মন্তব্য দিতে তো অল্প একটু সময় লাগে তবুও মন্তব্য দিতে আমাদের এত অনিহা কেন বুঝলাম না…….
১ম ৯ জনকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি….

কাজের জিনিস, ধন্যবাদ ভাই। চালিয়ে যান।

দারুন। খুব উপকৃত হলাম ভাই। শুভ কামনা রইল ।

Level 0

ধন্যবাদ ! ডাউনলোড করলাম ।

    ধন্যবাদ আপনাকেও কেমন কাজ করল জানাবেন।

ধন্যবাদ মাহাবুব ভাই,
এইরকম আরও টিউন আশা করছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার স্লো-পিসি এখন অনেকটা ফাষ্ট কাজ করছে। আরও টিউন এর অপেক্ষায় থাকলাম।

প্রথম টা অনেক আগে থেকেই ব্যবহার করি দেখি দ্বিতীয়টা কেমন…।
ধন্যবাদ।

Level 0

ভাই কি মজা লিলেন???রেভুতে তো সিরিয়াল লম্বর চায়!!!!আপনি তো বললেন সিরিয়াল লম্বর লাগবি নানে!!!!!!!

    আপনার কথা শুনে আমিও মজা পেলাম।

স্যার, কাল-পরশু কোমলপরিধেয়(software) দ্বয় সংগ্রহ করতে আসব…ল্যাপি তে রাইখেন কিন্তু…

babu_ahmed says:
২৫ মে, ২০১১ at 9:52 অপরাহ্ন
ভাই কি মজা লিলেন???রেভুতে তো সিরিয়াল লম্বর চায়!!!!আপনি তো বললেন সিরিয়াল লম্বর লাগবি নানে!!!!!!!

মাহাবুব says:
২৬ মে, ২০১১ at 7:29 পুর্বাহ্ন
আপনার কথা শুনে আমিও মজা পেলাম।

@ মাহবুব কথায় কাজে মিল থাকলে সফট ডালো করতে ভালো লাগে। রিভোতে সিরিয়াল চায় কেন দয়া করে বলবেন কি?

Level 2

অসাধারণ দুটি সফটওয়ারের জন্য অপরিসীম ধন্যবাদ /

Level 2

আপনিকি সন্যাসি বাজারের মাহবুব।