একটা সময় ছিল যখন অপারেটিং সিস্টেম ইন্সটলের মত সামান্য ব্যাপারের জন্য পুরো পিসি নিয়ে আইডিবি দৌড়াতাম। সেই দিন কি আর আছে? দিন বদলেছে না?! যদি নিজের পিসির সমস্যাগুলো নিজেই ঠিক করে ফেলতে পারি তাহলে অযথা কেন সময়, শ্রম আর অর্থের অপচয় করব?
পুরোদস্তুর কম্পু মিস্ত্রি হতে চাইলে পড়ে ফেলতে পারেন আল্টিমেট ট্রাবলশুটিং গাইড-
ডাউনলোড লিঙ্ক
সাইজঃ ৬ মেগাবাইট, পিডিএফ
পাশাপাশি পড়ুন পিসির কমন সব সমস্যার সমাধান নিয়ে লেখা ডামিস সিরিজের খুব প্রিয় একটি বই (গতমাসে শেয়ার করেছিলাম)। যারা মিস করেছেন তাদের জন্য আরেকবার-
ডাউনলোড লিঙ্কু
সাইজঃ ৫ মেগাবাইট
কম্পিউটারের বিবিধ সমস্যাবলীর সমাধানে গুরু হতে এই বইদুইটির বিকল্প নেই! আশা করছি আমার মত আপনাদেরও ভালো লাগবে ও কাজে আসবে...বাঁচবে মূল্যবান সময়, শ্রম আর অহেতুক রিপেয়ারিং সার্ভিস চার্জ!
পুনশ্চঃ লেখাটি আমার সামু ব্লগে পুর্বপ্রকাশিত
________________
"ইন্টারনেট তুমি আছ তাই, আমি বই পড়ে যাই...বই পড়ে ভালো লাগলে, শেয়ারিং করে যাই..." (কথা- শিরোনামহীন ও আমি)
__________
আমি এলেবেলে এলেবেলে। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 36 টি টিউন ও 201 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ঘাড় ত্যাড়া, ছন্নছাড়া ব্লগার । হুটহাট যা লিখতে ইচ্ছা করে, লিখে ফেলি। বেশি ভাবাভাবির সময় নাই।
valo laglo khub khub