অংকের নাম শুনলেই জ্বর আসে এমন মানুষের সংখ্যা নেহাত কম নয়। আসলে অংক জিনিষটা কি?- যোগ, বিয়োগ, গুণ, ভাগ এইগুলাই তো? খুব কি কঠিন কিছু? গণিত নিয়ে অকারণ, অনর্থক ভীতি দূর করতে সংখ্যা নিয়ে খেলা শুরু করে দিন, দেখবেন ধীরে ধীরে ভয় কেটে যাচ্ছে। আজ শেয়ার করছি কাগজ-কলম ছাড়া মনে মনেই অংক করে ফেলার ট্রিক্স নিয়ে মজার একটি বই-
ডাউনলোড লিঙ্ক
সাইজঃ ১৩ মেগাবাইট
ভয়কে জয় করার শুভকামনা রইল...
পুনশ্চঃ লেখাটি আমার সামু ব্লগে পুর্বপ্রকাশিত
________________
"ইন্টারনেট তুমি আছ তাই, আমি বই পড়ে যাই...বই পড়ে ভালো লাগলে, শেয়ারিং করে যাই..." (কথা- শিরোনামহীন ও আমি) 😛
__________
আমি এলেবেলে এলেবেলে। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 36 টি টিউন ও 201 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ঘাড় ত্যাড়া, ছন্নছাড়া ব্লগার । হুটহাট যা লিখতে ইচ্ছা করে, লিখে ফেলি। বেশি ভাবাভাবির সময় নাই।