সবাই কেমন আছেন ? অনেকদিন আগেই নেট win7on phone এ নামে এওক্টি সফট পেয়েছিলাম কিন্তু আলসেমি করতে করতে আর টিউন করা হল না আবার মনে মনে চিন্তা করেছি সবাই আবার কি না কি ভাবে বলবে এটা আবার কোন টিউন হল নাকি আভশেষে লাজ লজ্জা ফেলে দিয়ে সাহস করে লিখে ফেল্লাম আবার আরেকটা সমস্যা আছে তা হল যে সফটয়ারটি আবার ট্রায়াল অনেক খুজেও ফুল বা সিরিয়াল কি পেলাম না। তবে কি আর করা একবার ট্রায়াল ইন্সটল করে দেখতে হ্মতি কি এই ভেবে টিউন্টি করে ফেল্লাম তাই আগে সবার কাছে মাফ চেয়ে নিতেছি কেও বকা দিবেন না । এটা শুধ নকিয়া Symbian S60 5th Edition এবং samsung এর একটি আর sony ericsson এর একটিতে চলবে।
নিচে কিছু স্ক্রিন্সট দেখে নেই...।
Suported Devices..
Nokia 5230,5233, 5235,5800,c5-03,c6, n97 ,n97 mini, x6 N8, C6-01, C7, E6, E7, X7
আর হা এটা ছাড়া আমার কাছে একটাWindows xp ইমোলেটর আছে দেখতে ঠিক এটার মতই এবং
ফুল ভার্সন লাগ্লে নিতে পারেন।
দুইটা সফট ই আমার N97,N8 এ install করে দেখেছি ট্রায়াল তাই Remove করে ফেল্লাম।
সবাইকে ধন্যবাদ। ভাল লাগ্লে অবশ্যই মন্তব্য করবেন।
আমি রানার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 280 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই N97,N8 দাম কত বলবেন কি?