███ টেকনলজি বিষয়ক অন্যতম সেরা ম্যাগাজিন- ওয়েব ইউজার (মে, ২০১১ লেটেস্ট সংখ্যা) ███

আমি বরাবরই ফ্রিওয়্যার সফটওয়্যারের ফ্যান। যদি ফ্রি সফটওয়্যার দিয়েই দিব্যি কাজ চলে যায় কেনইবা অযথা ক্র্যাক/প্যাচের ঝামেলায় যাওয়া যাব? ওয়েবইউজার ম্যাগাজিনের লেটেস্ট সংখ্যার কভার স্টোরিতে পাওয়া যাবে ৩০টি সিলেক্টেড ফ্রিওয়্যার সফটওয়্যারের খোঁজ। পাশাপাশি ফ্রি ফাইল শেয়ারিং সাইটগুলোর ভালো-খারাপ দিক নিয়ে তথ্যবহুল একটি আর্টিকেলও এসেছে। বেঞ্চমার্কিং সেকশনে Tune-up Utilities, Advanced System Care, System Mechanic এর মত জনপ্রিয় সব টিউন-আপ সফটওয়্যারের টেস্ট করে বের করা হয়েছে সেরাদের সেরা সফটওয়্যার কোনটি... চমৎকার লেগেছে 🙂

তিনশরও অধিক ভালো ভালো নতুন ওয়েবসাইটের ঠিকানা আর পাতায় পাতায় টিপস তো থাকছেই!  আমার তরফ থেকে এ মাসের ওয়েব ইউজারকে গত ৬মাসের মধ্যে সেরা সংখ্যার অ্যাওয়ার্ডটা দিলেই দিলাম!

ডাউনলোড লিংক (রিজিউমেবল)

ফর্মেটঃ পিডিএফ

############################

আশা করি ম্যাগাজিনটির এই সংখ্যাটি সবারই ভালো লাগবে এবং কাজে আসবে।

সবাই ভালো থাকুন, খুব ভালো 🙂

পুনশ্চঃ লেখাটি আমার সামু ব্লগে পুর্বপ্রকাশিত

Level 0

আমি এলেবেলে এলেবেলে। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 36 টি টিউন ও 201 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ঘাড় ত্যাড়া, ছন্নছাড়া ব্লগার । হুটহাট যা লিখতে ইচ্ছা করে, লিখে ফেলি। বেশি ভাবাভাবির সময় নাই।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Comments are closed.