মাইক্রোসফট কর্পোরেশনের সফলতম প্রোডাক্ট -উইন্ডোজ সেভেন। রিলিজের পর এই অপারেটিং সিস্টেমের বিভিন্ন টিপস এন্ড ট্রিক্স নিয়ে লেখা হয়েছে বেশ কয়েকটি ভালো বই। এই বিষয়ক ডজনখানেক বই নেড়েচেড়ে দেখার পর আমার কাছে Mike Halsey'র লেখা "Windows 7 Power Users Guide" বইটিকেই সেরা মনে হয়েছে।
কারণ এই বইটিতে একেবারে ইন্সটলেশন থেকে শুরু করে জানালা ৭ কে কিভাবে নিজের মত আপন করে নেয়া যায় এমন কোন কিছুই বাদ যায়নি। জানালা সেভেনকে সর্বোচ্চভাবে কাজে লাগানোর বিশদ বর্ণনা পাওয়া যাবে বইটির পাতায় পাতায়।
বর্ণনাগুলোর সাথে অসংখ্য ছবি যুক্ত করা হয়েছে যাতে একেবারে নতুন ইউজারও স্ক্রিনশট দেখে দেখে হয়ে যেতে পারবেন "উইন্ডোজ সেভেন গুরু"!!! আর আমার সবচাইতে ভালো লেগেছে পুরো বইটার স্টেপ বাই স্টেপ লেখার স্টাইলটা-ঠিক সিঁড়ি বেয়ে উপরে উঠার মত...যেন ,অজানা থেকে জ্ঞানের পথে হাঁটা।
ডাউনলোড লিঙ্ক
সাইজঃ ২৩ মেগাবাইট (১৭০ পৃষ্ঠা)
তাহলে আর দেরী কেন? সহজবোধ্য ভাষায় লেখা এই বইটি পড়ে তুমুল জনপ্রিয় লেটেস্ট অপারেটিং সিস্টেমের সবকিছু জেনে নিন। আর হয়ে যান উইন্ডোজ সেভেনের গুরু!!!
আমি এলেবেলে এলেবেলে। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 36 টি টিউন ও 201 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ঘাড় ত্যাড়া, ছন্নছাড়া ব্লগার । হুটহাট যা লিখতে ইচ্ছা করে, লিখে ফেলি। বেশি ভাবাভাবির সময় নাই।
খুব ভাল হবে মনে হচ্ছে। ডাউনলোড করে নেই।
ধন্যবাদ এলেবেলে ভাই।