কেমন আছেন সবাই? মনেহয় ভাল! আমি ভাল আছি। অনেকদিন কোন টিউন করা হয় না, কারন নিজে ছোট একটা সাইট তৈরী করেছি। সেটা নিয়েই ব্যাস্ত থাকি। এখন বাজে কথা না বাড়িয়ে কাজের কথায় আসি। নেটে অনেক ঘাটা-ঘাটি করে কিছু প্রয়োজনীয় সফটওয়্যার পেলাম সে-গুলোই আপনাদের কাছে শেয়ার করলাম।
সবচেয়ে মজার ব্যাপার হল এই-যে! এই সফটওয়্যার গুলোতে কোন লাইসেন্স কীর দরকার নেই।
১. এখনকার দিনের সবচেয়ে গুরুত্বপূণর্ সফটওয়্যার হল Win-RAR. এটার সবচেয়ে লেটেস্ট ভাসর্ন ৪.০।
২. এই সফটওয়্যারটি আপনার সিস্টেম কে রাখবে অনেক ফাস্ট ও পরিষ্কার। তাছাড়া আপনি যখন সফটওয়্যারটি আপনার পিসিতে ইনস্টল করবেন তখনই বুঝতে পারবেন।
৩. মাঝে-মাঝে আমাদের সিস্টেমে ভাইরাস আক্রমন করলে কন্ট্রোল প্যনেলে প্রবেশ করতে দেয় না অথবা কোন প্রোগ্রাম আন-ইনস্টল করতে দেয়না। এইরকম সমস্যার সমাধান হল Your Uninstaller2010.
৪. Win-Utilities Pro আপনার সিস্টেমের একসাথে- ডিস্ক্র ক্লিনার, রেজিস্ট্রি ক্লিনার, শটর্-কাট ফিক্সিং ইত্যাদি করে থাকে।
আমি আবার ও বলছি এই সফটওয়্যার কোনটার ই রেজিস্ট্রেশন দরকার হবেনা। কারন এই সফটওয়্যার গুলো প্রি-এ্যাকটিভেট।
আমি সুমন হালদার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 49 টি টিউন ও 356 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আপ িন এখনো winRAR 4.0 িন েয় ব েস আ েছন।৩/৪ বছর ধ ের ৪.৬৫ ভাসর্ন ব্যবহার কর িছ।