ভালো ছবি তুলতে চাইলে খুব দামী ডিএসএলআর ক্যামেরাই থাকতেই হবে এমন কোন কথা নেই। চাইলে আপনি সাধারণ পয়েন্ট অ্যান্ড শুট ক্যামেরা দিয়েও ভালো ছবি তুলতে পারবেন। ছবির লাইট, এক্সপোজার, কম্পোজিশনের মত বেসিক সব নিয়মকানুন নিয়ে প্রফেশনাল ফটোগ্রাফার Peter Tellone লেখা এই বইটি ভালো ছবি তোলা শিখতে চান এমন সবারই কাজে আসবে...
পরশু ডাউনলোড করে বইয়ের অর্ধেকটুক পর্যন্ত পড়ে ফেলেছি। এই ব্যাপারে কোনই সন্দেহ নেই যে, এটি খুব সহজ ভাষায় লেখা চমৎকার একটি বই! আমার রেটিং ১০০ তে ১০০! তাই শুধুমাত্র কালেকশনের জন্য হলেও রেখে দিতে পারেন...কাজে আসবে
আমি এলেবেলে এলেবেলে। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 36 টি টিউন ও 201 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ঘাড় ত্যাড়া, ছন্নছাড়া ব্লগার । হুটহাট যা লিখতে ইচ্ছা করে, লিখে ফেলি। বেশি ভাবাভাবির সময় নাই।