গীটার,ড্রাম,পিয়ানো সব আছে।এইবার টেকটিউনসে সত্যিকারের টিউন বাজান cakewalk virtual instrument দিয়ে…!!

সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার ২য় টিউন -এ।আমি খুব কমজানি বলে টিউন করতে খুব ভয় লাগে।অনেকের টিউন দেখে আমার কিছুটা হলেও লোভ লাগে।ইসসশ।আমি যদি এত ভালো টিউন করতে পারতাম আর সবাই সেই টিউন-এ কমেন্ট করতো।আর সেই লোভের ফল আজকের এই টিউন 😀

আজকে আমি যেই software নিয়ে টিউন করব তা হচ্ছে একটি virtual instrument.যারা music আর sound designing নিয়ে কাজ করেন তারা বিভিন্ন sound বানানোর জন্য অনেক instrument ব্যবহার করে থাকেন।কিন্তু আমার মত শৌখিন,যারা পিসি নিয়ে নিয়া টুক-টাক গুতা-গুতি করে তাদের তো আর সেই দামি instrument কেনার সামর্থ নাই। :'(

আর virtual instrument হচ্ছে দামি দামি instrument না থাকা সত্তেও আপনি সফটওয়্যার ব্যবহার করে সেই quality এর sound পেতে পারবেন।অর্থাৎ আপনার কাছে instrument নাই,কিন্তু instrument এর কাজ চালাতে পারবেন।আর আমি আজকে সেরকম একটা virtual instrument এর বিবরনী নিয়ে হাজির হয়েছি।অবশ্য ক্ষেএবিশেষে এইধরনের instrument এর সাথে অনেক দামি দামি device সংযুক্ত করা হয়।

আর আমি যে virtual instrument এর বিবরনি আপনাদের দিব তা cakewalk নামক একটি sound developing team এর বানানো।cakewalk সারা বিশ্বে music বানানোর জন্য সেরা সেরা software গুলা সরবরাহ করে থাকে।তার মাঝে এইটা একটি জনপ্রিয় software.

তাহলে চলুন এক নজর দেখে নেই কি কি আছে এই জিনিসটার মাঝে...।আর দেখতে কি রকম...। 🙂

Bass guitar:

যারা গিটার বাজান তারা bass গিটার সম্পর্কে জানেন।আমি জানতাম না অবশ্য।আমি শুনেছি আমার বন্ধুদের কাছে।ওদের কাছে অনেক ধরনের গিটার রয়েছে।এই software টা download করার পর আমি ওদেরকে এইটা দেখিয়েছিলাম।ওরা এই software এর sound quality আর performance দেখে অনেক অবাক হয়েছিল।কারন এর performance এবং quality একেবারে আসল bass guitar এর মতো না হলেও খুব কাছকাছি।

খারাপ কি?ভাল-ই তো চলে।আমি অনেক চেস্টা করার পর ২-১টা গানের সুর উঠাতে পেরেছি।তবে আপনারা মোটেও এই জিনিসটাকে সহজ ভাববেন না।নিজের মনের মত টিউন উঠাতে গেলে আপনাকে অনেক গুতাগুতি করতে হবে।করলেন গুতা-গুতি।সমসা কই? 😀

Drum Kit

এর পর রয়েছে drum kit.এইখানে আপনি পাবেন Kick bass,Snare, HiHat,HiTom,LoTom,FloorTom,Crash,Ride এর instrument গুলা ব্যবহার করার সুযোগ।আর আমি দেখেছি এই drum kit এর sound quality অবাক করার মতো।আপনি যদি একবার না বাজান তাহলে বুঝতে পারবেন না।বাজানোর সমায় আপনার গায়ের রক্ত গরম হয়ে যেতে পারে।মনে হবে যেন আসল drum বাজাচ্ছেন।আমার ও তাই মনে হয়েছিল।

আমি উপরে patterns & transports(অ্যাশ),,kit & drum pad(হলুদ),,tone & Fx control(বেগুনী) রঙের স্টার দ্বারা মার্ক করে দিয়েছি।এই instrument গুলা বাজাতে গেলে আপনাকে তেমন দক্ষ্ হওয়া লাগবে না।কারন আমি খুব সহজ ভাবেই এইগুলা বাজাতে পেরেছি।

Electronic Piano

এই পর্বে রয়েছে electronic piano.আমারা কম বেশি সবাই এই জিনিসটার সাথে পরিচিত।আমারা অনেকে ছোট থাকতে গান শিখেছি।যদি ও আমি শিখি নাই।আমার বাসার অনেকে শিখেছিল।আর যারা গানের সাথে হাল্কা পাতলা হারমোনিয়াম বাজানো শিখেছেন তারা খুব সহজেই এইটা বাজাতে পারবেন।আপনি ইচ্ছা করলে মাউস বা কীবোর্ড দিয়ে বাজাতে পারবেন।কীবোর্ড দিয়ে বাজাতে চাইলে আপনাকে user manaual -এ দেয়া নির্দিস্ট কী গুলোকে আয়ত্ত করতে হবে।

আমি এইখানে pattern,keyboard,fx control,master control গুলো মার্ক করে দিয়েছি।নিজের মত করে বাজতে পারবেন এইবার পিয়ানো। 🙂

String..

আমি এই জিনিসটা সম্পর্কে তেমন কিছু জানি না।এইটাকে দেখে আমার অনেকটা বেহালার কথা মনে পরে গেল।জীবনে বেহালা তো বাজায় নি।এইটা মনের মত বাজাইসি।আপনার ও বাজাইয়া দেখতে পারেন।এইটা বাজানোর সময় আমার কতগুলা ইতালিয়ান গানের কথা মনে পরলো।অইসব গানে আমি এই instrumente এর এরকম সুর শুনেছিলাম।

এইতো গেল পুরা instrument এর বিবরনী।এই ছাড়াও আর যে সকল বৈশিষ্ট্য রয়েছে তা নিচে উল্লেখ করা হল---

১।আপনি এইটা windows এবং mac দুইটাতেই চালাতে পারবেন।

২।আপনি bass guitar-এ পাবেন MIDI-based loop files...।যার মাধধমে আপনি উন্নত মানের bass guitar এর sound পাবেন ও নিজের মত সুর তুলতে পারবেন।

৩।যেকনো instrument এর গতি নিরধারন করতে পারবেন।যাকে আমি tempo বলেছি।

৪।transpose, tune, tone, volume and pan কে কন্ট্রোল করার ক্ষমতা থাকবে আপনার ।

৫।আর সচাইতে বড় মজার জিনিস হচ্ছে এইখানে পাবেন MIDI আর USB keyboard সংযুক্ত করার সুযোগ।

৬।Cakewalk Music Creator,Magix Music Maker,Sony ACID, Apple GarageBand এইসব software গুলো music বানানর জন্য খুব-ই বিখ্যাত।এইসব software কে host হিসাবে আপনি এই virtual instrument গুলোকে ব্যবহার করতে পারবেন।

৭।আপনার নিজের বানানো সুরগুলকে সেভ করতে পারবেন।

আর কি বলব বলেন?screen Short দেখে আশা করি বুঝে গিয়ছেন কি জিনিস এইটা।তো দেরি কেন?ডাউনলোড করে ফেলুন ।

ডাউনলোড লিঙ্ক-১ (১০০ মেগাবাইট)

ডাউনলোড লিঙ্ক-২ (৭৫ মেগাবাইট)

Mediafire Link

মিডিয়া ফায়ার লিঙ্ক

এই software চালাতে গেলে আপনাকে উন্নত মানের sound chip ব্যবহার করলে ভাল performence পাবেন।creative sound card হলে তো কোন কথা-ই নাই...!!আর সাথে ভাল একটা soundbox.তবে যাদের motherboard built-in sound chip তাদের ও ভাল sound আসবে।আমার motherboard-এ ও built-in sound.খারাপ আসে নাই।ঘর-বাড়ি কাপা-কাপি শুরু হয়ে গিয়েছিল।যারা কাপা-কাপি শুরু করিয়ে দিতে চান তারা ডাউনলোড শুরু করে দিন।আর দয়া করে কেও বলবেন না যে ''এত বড় file ডাউনলোড করতে পারব না''।আর কতদিন ১GB ব্যবহার করবেন?আপনারা সবাই যদি ঐ প্যাকেজ ব্যবহার করা বন্ধ করে দেন তাহলে ISP-রা তাদের অত্যাচার বন্ধ করতে বাধ্য হবে।so,,no চিন্তা do ফুরতি।

মিনি টিপসঃ--
আপনাদের যাদের পিসির configuration একটু উন্নতমানের তারা সবাই windows 7 ব্যবহার করেন।গান শুনা,মুভি দেখা,গেম খেলা এইসব করে খুব শান্তি পাবেন। গানে পাবেন আরো উন্নত ধরনের sound quality.HD মুভি গুলো দেখে আপনার মন ভরে যাবে।আর গেমস-এ পাবেন সব থেকে সেরা মানের graphics quality DX-11 এর।

আর anti virus ব্যবহার করুন চোখ বুজে kaspersky.এর উপর কোনো antivirus নাই।যদি ও পিসি কিছুটা স্লোও করে।কিন্তু অন্যান্য antivirus থেকে হাজারগুন ভাল performance দেয়।kaspersky black list key না ব্যবহার করাই ভাল।এর থেকে trail version ব্যবহার করা ভাল।

আশা করি আমার টিউন আপনাদের ভাল লেগেছে।আমি যথাসাধ্য চেস্টা করেছি টিউনটি মানসম্মত করার জন্য।এই কারনে আমি সব দিক দিয়ে চিন্তা করেছি।তবে mediafire এর লিঙ্ক না পাওয়ার কারনে rapidshare এর লিঙ্ক দিতে হলো।তবে চিন্তার কিছু নেই।আমি ভাল ভাবেই ডাউনলোড করেছি।তেমন কোন সমস্যা হয় নাই।১ম- পার্ট ডাউনলোড করার পর ১৫-২০ মিনিট অপেক্ষা করে ২য়-পার্ট ডাউনলোড করেছি।আপনার ও এইভাবেই ডাউনলোড করেন।

সবাই ভাল থাকবেন..................। 🙂

Level 0

আমি শরীফ আহমেদ জনম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 288 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি এইবার বীরেশ্রষ্ঠ মুণ্সী আব্দুর রউফ রাইফেলস কলেজ থেকে কমারস ssc পরিক্ষা দি্যেছি।কম্পিউটার আমার জীবন সঙ্গী।এর সাথে বলতে গেলে আমার বিয়ে হয়েছে।জীবনে সংগ্রাম করার সময় আমি কম্পিউটারকে কাছে পেয়েছিলাম।ওকে ভাল করে জানার জন্য আমার অনেক চেস্টা আর আগ্রহ।তারই মাঝে এক্তা হল TechTunes-এ আসা।জানব,শিখব যা জানি সাধ্যমত হলে সবার সাথে শেয়ার...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Thanks to share

Level 0

ডাউনলোড করতাম যদি rapidshare না হত। কারণ এটাতে ডাইনলোড রিজ্যুম করা যায় না। এ কারণে আমার মত অনেকেই ডাউনলোড করবে না। mediafire এ আপলোড করলে ভালো হত। পারলে তাই ই কোরো। ধন্যবাদ।

Level 0

Thanks for your nice post

যারা ডাউনলোড করতে চান তাদের জন্য mediafire link দেয়া হয়েছে। আবারো দিচ্ছি এইখানে…।

http://www.mediafire.com/?tzwiufnzfwy

ভাই আমার Pad instrument দরকার। দিতে পারবেন?

    আমার কাছে তো নেই ভাই।অনেক খুজলাম নেটে।কিন্তু পেলাম না।আপনি FL Studio দিয়ে try করে দেখতে পারেন।pad quality sound পেতে পারেন।তবে আমার মনে হয় না virtual pad এর sound খুব একটা ভালো হবে।আপনাকে ধন্যবাদ কমেন্ট করার জন্য।

আপনাকে ধন্যবাদ সুন্দর টিউন এর জন্য 🙂 ডাউনলোড দিলাম 😀 আর হ্যাঁ, আমি অরজিনার kespersky ব্যবহার করি। ভাল কিছু পাইতে হলে কষ্ট তো কিছু হবেই 🙂 স্পিড এর জন্য বললাম আরকি …

    ডাউনলোড দিয়েছেন শুনে খুব ভালো লাগলো।জিনিসটা আসলেই খুব মজার।আসল kaspersky use করার মজাই আলাদা।খুব শান্তিতে থাকা যায়।কমেন্ট করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। 🙂

ভাইয়ারা আমি একটা লিংক দিছি এটা কাজে লাগবে আপনাদের এখানে আপনার যত প্রকার ডাম আছে তা আপনার মন মত বাজাতে পারবে কির্বোড এর মাধ্যমে।

http://virtualdrumming.com/

    hhmm….dram বাজানোর জন্য আমার দেখা সেরা software গুলার মাঝে Toontrack এর EZdrummer একটি।আমার কাছে এইটার software version টা আছে।অনেক বড় ফাইলের সাইজ।আপনার দেয়া লিঙ্কটাও অসাধারন।আমি আগে জানতাম না।আপনাকে ধন্যবাদ share করার জন্য।

download link http://www.mediafire.com/download.php?dmykmd0t40h

key: CWSI-1.00-834704-580295

    যারা ডাউনলোড করতে চান,তাদের জন্য লিঙ্কটা কাজে আসবে।আপনাকে ধন্যবাদ ।

Level 0

ফাটাফাটি। এই জিনিসইতো খুজছিলাম এতদিন। কোথায় ছিলেন ভাই এতোদিন ? Download দিলাম । Speed 70 up তাও দেরি সহ্য হচ্ছে না। অনেক ধন্যবাদ আপনাকে।

[ Antivirus সম্বন্ধে আপনার সাথে একমত হতে পারলাম না। আমার 2টা Friend, kaspersky কিনে সন্তুষ্ট না। আমার ভাইয়ার Office এ ও ঐটা, তারাও সন্তষ্ট না। তারা এখন ESET কিনেছে এবং মহা সন্তুষ্ট। আমাকেও ভাইয়া ESET কিনতে বলায় 7/8 মাস ধরে ঐটাই use করে আসছি। দুনিয়ায় আর Software ই পয়সা দিয়ে কিনিনা কিন্তু ভাই, একবার শিক্ষা হইছে, বিরাট শিক্ষা। Antivirus টা কিনছি 1100 টাকা দিয়ে। 2 বছর নিশ্চিন্ত। যত টাকাই লাগতো তাও মনেহয় কিনতাম ]

    আমি টেকটিউনস-এ ছিলাম।ঘুরা-ঘুরি করে টিউন করা শিখছিলাম। 😀

    আপনাদের কাছে kaspersky ভালো লাগেনি দেখে মনটা খারাপ লাগলো।খুব ভালো তো জিনিসটা।এক সপ্তাহ হয় নাই।আমি ধানমন্ডির এক designing অফিস-এ ৯টা লাইসেন্স ইন্সটল করে দিয়ে আসলাম।অফিস এর সবার মতে এই anti virus খুব ভালো।ওইখানে আগে আমাকে ৩-৪ দিন পর পর যেয়ে নতুন করে xp দিতে হত।কিন্তু kaspersky দেয়ার পর, ২-১ মাস পর পর যেয়ে খালি চেক করে আসি,যে সব কিছু ঠিক আছে নাকি।আর xp setup ও তেমন দেয়া লাগেনি।

    আপনার কাছে ঐ anti virus ভালো লেগেছে।আমার কাছে kaspersky. এইটাই সাভাবিক।সবাই যদি same product use করে তাহলে ভালো service পাওয়া যাবে না।

    তবে আমরা যেই anti virus use করি না কেন।সেইটা original হলে ভালো হয়।virus এর হাত থেকে মুক্তি অন্তত পাওয়া যায়।কি বলেন?

    আপনার কমেন্ট আমার খুব-ই ভাল লেগেছে।ধন্যবাদ।আশা করি আমার সামনের টিউন-এ আপনার কমেন্ট পাব। 🙂

    Level 0

    আপনাকও ধন্যবাদ; সুন্দর Reply এর জন্য।

Level 0

জট্টিল softawre……. dwnld করব………… ধন্যবাদ………………

Download তো করছি, খুব ভালো লাগছে। যদি keyboard দিয়ে বাজানো যেতো আরও ভালো লাগতো।

    কির্বোড দিয়ে বাজানোর জন্য আমার এই লিংটা ঘুরে আসেন একবার download করতে হবে না।
    http://virtualdrumming.com/

    শাকি ভাই।আপনি এর user manaual টা দেখতে পারেন।দেখার জন্যে যান star-all programs-cakewalk-documentation……..এইখানে হেল্প ফাইল ও user manaual এ খুব সুন্দর ভাবে লেখা আছে কীবোর্ড এর কোন কোন কী দিয়ে বাজাতে পারবেন। আপনাকে ধন্যবাদ।

thank's

কিছুদিন আগে Magix Music Maker ডালো করলাম। ধন্যবাদ, এই জিনিস খুজছিলাম।

শরিফ ভাই , cakewalk virtual instrument ডাউনলোড লিংক তা আপডেট করেন প্লিস.