গুগল সার্চকে আমরা আসলে কতটা জানি? গুগলকে আরও কার্যকরভাবে ব্যবহার করার এমন অনেক টিপস এবং ট্রিক্স আছে যা এখনও আমাদের জানার বাইরে। আর সেইসব অজানা ট্রিক্সগুলো নিয়ে কভার স্টোরি করেছে টেকনোলজি বিষয়ক মাসিক ম্যাগাজিন "কম্পিউটার একটিভ"।
১০০ পৃষ্ঠা, ফর্মেটঃ পিডিএফ
......
আমাদের পাশের দেশ ভারত থেকে প্রকাশিত এই ম্যাগাজিনটি দুটি কারনে আলাদা-
১. ভাষাগত দিক দিয়ে খুবই সহজবোধ্য। ইংরেজি তেমন ভাল না জানলেও অনায়াসেই পড়া যায়।
২. ম্যাগাজিনটি সবধরনের পাঠকের কথা মাথায় রাখে। তাই সব লেভেলের কম্পিউটার ব্যবহারকারীর পছন্দ।
আমার পড়ে ভাল লেগেছে, তাই শেয়ার করলাম। আপনিও একটা সংখ্যা পড়ে দেখতে পারেন, আশা করছি কাজে লাগবে।
-------
আমি এলেবেলে এলেবেলে। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 36 টি টিউন ও 201 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ঘাড় ত্যাড়া, ছন্নছাড়া ব্লগার । হুটহাট যা লিখতে ইচ্ছা করে, লিখে ফেলি। বেশি ভাবাভাবির সময় নাই।