মজা পাওয়ার জন্যই তো গেম খেলা তাইনা? আর চিটকোড দিয়ে গেম খেলার মজাটাই আলাদা। এখনও মনে পড়ে দশবছর আগের RoadRash, NFS2, VCop2 এর মত গেমগুলাতে চিটকোড দিয়ে খেলার সেই সুখস্মৃতি। তখন অবশ্য গেমের চিটকোড যোগাড় করতে অনেক কাঠখড় পোড়াতে হত। অথচ এখন চাইলে এক ক্লিকেই ২০ হাজার গেমের চিটকোড সম্বলিত সফটওয়্যার ইন্সটল করে নিতে পারেন তাও আবার সম্পূর্ণ ফ্রিতে!
রিজিউম সাপোর্টেড ডাউনলোড লিঙ্ক
Cheatbook Database 2011 সফটওয়্যারটিতে পিসি, পিএসটু, এক্সবক্স থেকে শুরু করে সবধরণের গেমিং কনসোলের জনপ্রিয় গেমগুলোর চিটকোড পাওয়া যাবে একসাথে। পুরানো রোডর্যাশ থেকে শুরু করে একেবারে লেটেস্ট গেমগুলোর চিটকোড সার্চ করলেই পেয়ে যাবেন একবারে সাজানো-গোছানো রেডিমেড অবস্থায়!
আশা করছি গেমপাগল সবারই সফটওয়্যারটি ভাল লাগবে।
আমি এলেবেলে এলেবেলে। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 36 টি টিউন ও 201 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ঘাড় ত্যাড়া, ছন্নছাড়া ব্লগার । হুটহাট যা লিখতে ইচ্ছা করে, লিখে ফেলি। বেশি ভাবাভাবির সময় নাই।