কণ্ঠ যেমনই হোক গান গাবেন আপনি, মিউজিক মেলাবে সফটওয়্যার! ননপ্রোফেশনালরাও হয়েযান প্রফেশনাল।

বন্ধুরা ভালোআছেন তো সবাই? আজ আপনাদের সাথে এমন একটি সফটওয়্যার শেয়ার করব যেটি আপনার বা আপনার বন্ধুর কণ্ঠে গাওয়া গানের সাথে খুব সুন্দর ভাবে মিউজিক মিলিয়ে দিবে সম্পূর্ণ অটোমেটিক এবং পুরো প্রফেশনালি। কি চমৎকার তাইনা? হ্যাঁ শুনতে অবিশ্বাস্য হলেও সত্যি। এই সুন্দর সফটওয়্যার টির নাম MP3 Remix। এটি স্ট্যান্ডএলোন ভার্সন মানে সরাসরি আপনার PC তে Setup করা যায়, একথা বললাম এজন্য যে এর বিশেষ Plugins আছে যা আবার Windows Media Palayer এ ব্যাবহার করা হয়। এটি Windows Media Palayer প্লাগিন্স এর ভার্সন থেকে বেশ ভালো এবং বেশ কিছু নতুন ফিচারে সমৃদ্ধ, যা ব্যবহার করলেই টের পাবেন “কত ধানে কত চাল”। এই সফটওয়্যার টির মধ্যমে আপনি আপনার পছন্দের মিউজিকও দিতে পারবেন, যেমন ধরুন শুধু গিটার বা বাঁশির সুর অথবা গিটার এবং বাঁশির সুর। হয়ত অবাক হচ্ছেন। অবাক হবার কিছুই নেই কারণ উপরোক্ত “ঘটনা সত্য”। তবে আপনার গানটি রেকর্ড করার সময় খেয়াল রাখবেন অযাচিত সাউন্ড যাতে রেকর্ড না হয় এবং সাউন্ড যেন উচ্চ স্বরের হয়।

“সোনার ময়না পাখি” দেখতে কেমন হবে তা এক নজরে দেখে নিন।

ফুল ভার্সন করবেন যেভাবে:

১. প্রথমে ডাউনলোড কৃত ফাইল টি এক্সট্রাক্ট করুন এবং remixInstallSTD-306.exe ফাইল টির মধ্যমে মূল Software টি সেটআপ করুন।

২. এর পর CR-MR3PL.EXE এই ফাইলটি ওপেন করুন এবং Generate বাটনে ক্লিক করুন, তাহলে CR-MR3PL.reg নামের একটি ফাইল তৈরিহবে এবং এটিতে ডাবল ক্লিক করার মধ্যমে ওপেন করুন এবং Yes সিলেক্ট করুন।

৩. ব্যাস কেল্লা ফতে!!! কাম গ্যাচে মফিজের মায়ের আতে।

বি:দ্র:আমি আমার কোন টিউনেই A to Z লিখিনা কারণ আমি যেসকল বিষয়ে টিউন করি তা ব্যাবহার করা অ,আ,ক,খ বা A,B,C,D পড়া বা শেখার মতই সোজা। মাঝে মাঝে দু:খ লাগে অনেক সহজ ও সোজা ব্যবহার্য টিউনেরও বিস্তারিত জানতে চান কোন কোন সুচিন্তিত ও সচেতন পাঠক। আমাদের প্রতিটি চলার পথে অনেক কথার মাঝে একটি কথা মনে রাখা উচিত যে “ শিখেছ কোথায়? ঘেঁটেছি যেথায়” এই কথাটি। কাজের জিনিস যতই কঠিন হোক, যদি সেটি কাজের হয় তাহলে মানুষ তা ব্যবহার করতে বাধ্য হয়, একথা ধ্রুব সত্য। তাই অহেতুক বিস্তারিত জানতে না চেয়ে নিজেই ঝাপদিননা এক বার অজানাকে জানার জন্য। দেখবেন আপনার ইচ্ছা বলে যা জেনেছেন তা আপনার হৃদয়স্থ হয়ে গেছে আজীবনের জন্য। আমরা বাঙ্গালীরা নাকি বাঘের জাত,আসুন না এ কথাটা সবাই মিলে ডিজিটাল ক্ষেত্রগুলোতেও প্রমাণ করেদেই। কেউ আমার কথায় কষ্ট পেলে আমি তার জন্য আন্তরিক ভাবে ক্ষমা চাচ্ছি।

রিজিমএবল লিংক সহ ডাউনলোড করতে নিচের লিংকে ক্লিক করুন

http://www.migahost.com/x04c2076glrb/Mp3.Remix.Player.Plus.v3.205.WinALL.Incl.Keymaker-COREBy_Hasmee_Bin_Mostafa.rar.html

অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

Level 0

আমি হাশমী বিন মোস্তফা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 36 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি এক জন ছাত্র( ডিগ্রী BSS ২য় বর্ষে পড়ি)। IT কে আমার খুবই ভাল লাগে তাই IT কে আমার পেশা হিসেবে নিয়েছি। আমি আমার সামান্য জ্ঞানকে সবার সাথে শেয়ার করতে চাই, তার সাথে সাথে আমি যতটুকু জানি তাও জানাতে চাই। দোয়া করবেন অমার কর্ম যেন আপনাদের অন্তরে এন্থান পায়, আমার...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

আমিও সেটাই বলি।আর আল্প কথায় কাজ হলে বেশি কথার দরকার কি

ভাই, Download করতে পারলাম না। অন্য কোন Server এ থাকলে শেয়ার করুন।

Level 0

ভাই কিছু মনে করবেন না।এমন টিউন করার কোন মানে হয় না।আপনি সফটওয়্যার শেয়ার করলেন ভালো, কিন্তু কাজ দেখালেন নাতো।সবাইতো আপনার মত মেধবি না যে টিউন দেখে কাজ জেনে যাবে।দয়া করে ভবিষ্যতে টিউন করার সময় এই বিষয় গুলো ভালো মত দেখবেন।

    MITHU ভাই এর টিউনটি দেখুন__ https://www.techtunes.io/download/tune-id/54733/ ___ আর এভাবে না বল্লে ও পারতেন, সুন্দর করে গুছিয়ে বল্লে হয়তো টিউনটি আপডেট করে দিত ।

    হাসান যোবায়ের (আল-ফাতাহ্) __https://www.techtunes.io/download/tune-id/30783/ ___ এর টিউন ।

ধন্যবাদ

ধন্যবাদ

vai khub kajer soft. thnx

Level 0

ভাইয়া, টিউন করার আগে একটু সার্চ বক্সে সফটওয়্যারটির নাম লিখে সার্চ করে দেখবেন যে, ঐটা নিয়ে আগে কোনো টিউন হয়েছে কিনা।এই সফটওয়্যারটি নিয়ে আগেই সুবিস্তারিত টিউন করেছিলাম । https://www.techtunes.io/download/tune-id/54733/ এই লিঙ্কে।

    Level 0

    mithu vai ami aita somporka jantam na. akn janlam. and bistarito janar jonno apner linka galam. mostofa vaier tune na porla apner taw pawa hoto na. tai ai doraner montobbo na korai valo. akta tune 2 thak3 ber korla kono somossa nai. onakai onak karona porta parana or porar somoy pay na..apni janan bola daka sobai janba amon kono kotha nai

Level 0

এই সাইটে ছাত্র থেকে শুরু করে চাকরীজীবী পর্যন্ত অনেকেই ভিজিট করেন।তাই অনেককেই ব্যস্ত থাকতে হয়। আবার অনেকেই আছেন যারা মাত্র নতুন পিসি কিনলেন, সবার কথা চিন্তা করেই একজন আদর্শ টিউনারের উচিত সব কিছু ব্যাখ্যা করে গুছিয়ে টিউন করা।

Level 0

ডাউনলোড দিলাম…আশা করে কাজ করতে পারব…..

Level 2

হাশমী বিন মোস্তফা ভাই করুন আপনাকে বলা হলো যে আপনাকে নবীনগর থেকে গুলিস্থান যেতে হবে. আপনাকে একা একা যেতে বলা হলো. আপনি তো চিনেন না. তাই প্রথম নবীনগর থেকে গেলেন বাইপাইল. ওখান থেকে গাড়িতে উঠে চন্দ্রা হয়ে গেলেন গাজীপুর. গাজীপুর থেকে ঢাকা পরিবহন এ উঠে মহাখালী হয়ে ফার্মগেট সাহাবাগ হয়ে গেলেন গুলিস্থান. এতে করে আপনার গুলিস্থান যেতে সময় লাগবে ৬ থেকে ৭ ঘন্টা. আপনি কিন্ত গুলিস্থান ঠিকই যেতে পারলেন. কিন্ত আপনাকে যদি জানে এমন কেও বলে দিত যে নবীনগর থেকে আপনি ধামরাই-গুলিস্থান, শুভযাত্রা, যে কোনো একটা গাড়িতে উঠলে সভার হয়ে সরাসরি ২ ঘন্টায় গুলিস্থান নামতে পারবেন. তাহলে আপনার জন্যে সেটা ভালো হবে নাকি একা একা নিজের চেষ্টাতে গুলিস্থান যাওয়া ভালো হবে? ভাই আশা করব আমার মন্তব্যটি আপনি possitively niben. কারণ আপনি যদি একটু সময় নিয়ে বিস্তারিত tune করেন তাহলে তো আপনার প্রতি সবাই খুশি-ই হবে. তাই নয় কি? .

ধন্যবাদ

Level 0

kazi vai এর সাথে গভীরভাবে একমত ।

Download link doesn’t work. 🙁