বন্ধুরা ভালোআছেন তো সবাই? আজ আপনাদের সাথে এমন একটি সফটওয়্যার শেয়ার করব যেটি আপনার বা আপনার বন্ধুর কণ্ঠে গাওয়া গানের সাথে খুব সুন্দর ভাবে মিউজিক মিলিয়ে দিবে সম্পূর্ণ অটোমেটিক এবং পুরো প্রফেশনালি। কি চমৎকার তাইনা? হ্যাঁ শুনতে অবিশ্বাস্য হলেও সত্যি। এই সুন্দর সফটওয়্যার টির নাম MP3 Remix। এটি স্ট্যান্ডএলোন ভার্সন মানে সরাসরি আপনার PC তে Setup করা যায়, একথা বললাম এজন্য যে এর বিশেষ Plugins আছে যা আবার Windows Media Palayer এ ব্যাবহার করা হয়। এটি Windows Media Palayer প্লাগিন্স এর ভার্সন থেকে বেশ ভালো এবং বেশ কিছু নতুন ফিচারে সমৃদ্ধ, যা ব্যবহার করলেই টের পাবেন “কত ধানে কত চাল”। এই সফটওয়্যার টির মধ্যমে আপনি আপনার পছন্দের মিউজিকও দিতে পারবেন, যেমন ধরুন শুধু গিটার বা বাঁশির সুর অথবা গিটার এবং বাঁশির সুর। হয়ত অবাক হচ্ছেন। অবাক হবার কিছুই নেই কারণ উপরোক্ত “ঘটনা সত্য”। তবে আপনার গানটি রেকর্ড করার সময় খেয়াল রাখবেন অযাচিত সাউন্ড যাতে রেকর্ড না হয় এবং সাউন্ড যেন উচ্চ স্বরের হয়।
“সোনার ময়না পাখি” দেখতে কেমন হবে তা এক নজরে দেখে নিন।
ফুল ভার্সন করবেন যেভাবে:
১. প্রথমে ডাউনলোড কৃত ফাইল টি এক্সট্রাক্ট করুন এবং remixInstallSTD-306.exe ফাইল টির মধ্যমে মূল Software টি সেটআপ করুন।
২. এর পর CR-MR3PL.EXE এই ফাইলটি ওপেন করুন এবং Generate বাটনে ক্লিক করুন, তাহলে CR-MR3PL.reg নামের একটি ফাইল তৈরিহবে এবং এটিতে ডাবল ক্লিক করার মধ্যমে ওপেন করুন এবং Yes সিলেক্ট করুন।
৩. ব্যাস কেল্লা ফতে!!! কাম গ্যাচে মফিজের মায়ের আতে।
বি:দ্র:আমি আমার কোন টিউনেই A to Z লিখিনা কারণ আমি যেসকল বিষয়ে টিউন করি তা ব্যাবহার করা অ,আ,ক,খ বা A,B,C,D পড়া বা শেখার মতই সোজা। মাঝে মাঝে দু:খ লাগে অনেক সহজ ও সোজা ব্যবহার্য টিউনেরও বিস্তারিত জানতে চান কোন কোন সুচিন্তিত ও সচেতন পাঠক। আমাদের প্রতিটি চলার পথে অনেক কথার মাঝে একটি কথা মনে রাখা উচিত যে “ শিখেছ কোথায়? ঘেঁটেছি যেথায়” এই কথাটি। কাজের জিনিস যতই কঠিন হোক, যদি সেটি কাজের হয় তাহলে মানুষ তা ব্যবহার করতে বাধ্য হয়, একথা ধ্রুব সত্য। তাই অহেতুক বিস্তারিত জানতে না চেয়ে নিজেই ঝাপদিননা এক বার অজানাকে জানার জন্য। দেখবেন আপনার ইচ্ছা বলে যা জেনেছেন তা আপনার হৃদয়স্থ হয়ে গেছে আজীবনের জন্য। আমরা বাঙ্গালীরা নাকি বাঘের জাত,আসুন না এ কথাটা সবাই মিলে ডিজিটাল ক্ষেত্রগুলোতেও প্রমাণ করেদেই। কেউ আমার কথায় কষ্ট পেলে আমি তার জন্য আন্তরিক ভাবে ক্ষমা চাচ্ছি।
আমি হাশমী বিন মোস্তফা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 36 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি এক জন ছাত্র( ডিগ্রী BSS ২য় বর্ষে পড়ি)। IT কে আমার খুবই ভাল লাগে তাই IT কে আমার পেশা হিসেবে নিয়েছি। আমি আমার সামান্য জ্ঞানকে সবার সাথে শেয়ার করতে চাই, তার সাথে সাথে আমি যতটুকু জানি তাও জানাতে চাই। দোয়া করবেন অমার কর্ম যেন আপনাদের অন্তরে এন্থান পায়, আমার...
আমিও সেটাই বলি।আর আল্প কথায় কাজ হলে বেশি কথার দরকার কি