গতকাল (৩০/০৪/১১ইং) একটি টিউন করেছিলাম (এবার আপনার প্রিয় Wallpaper কে বানিয়ে ফেলুন Windows Logon Screen)। এখানে একটি সফটওয়্যারের উল্লেখ করেছিলাম। যে সফটওয়্যারটি নিয়ে লিখেছিলাম সেটি অনেকের ভাল লেগেছে। কিন্তু যারা xp ব্যবহার করে না অর্থাৎ যারা windows 7 ব্যবহার করে তাদের এই সফটওয়্যারটি কোন কাজে দেয় নি। তাদের মধ্যে কয়েকজন অনুরোধ জানিয়েছিল windows 7 এর জন্য কিছু থাকলে শেয়ার করি। লিঙ্ক দিতে পারতাম। চিন্তা করলাম সফটওয়্যারটি দিয়ে আর একটি টিউন করে ফেলি তাহলে বিস্তারিত জানাতে পারব। আমার টিউন দ্বারা যদি একজনও উপকার পায় তাহলে সেখানেই আমার কামিয়াবি। যাই হোক, এবার আমি windows 7 এর জন্য logon screen creator সফটওয়্যার দিলাম যা freeware। আর সাথে দিলাম কিছু 3D Windwos 7 wallpaper।
প্রথমে এখান থেকে 12.5 MB (3D Wallpaper সহ) সফটওয়্যারটি ডাউনলোড করে আপনার PC তে ইনষ্টল করে নিন। সফটওয়্যারটি রান করান। তারপর Browse বাটন ক্লিক করুন।
আপনার পছন্দের ছবি বাচাই করে open করুন। তবে প্রত্যেকটি ছবি 250 kb -র চেয়ে বড় হতে পারবে না।
তারপর change background বাটনে ক্লিক করুন। বার্তা আসলে ok করুন।
আপনার PC Restart চাইতে পারে। সেক্ষেত্রে Restart নিতে দিন।
আশা করি যাদের প্রয়োজন হয়েছে তাদেরতো ভাল লাগবে। এবং অন্য ভিসিটরদেরও ভাল লাগবে।
ধন্যবাদ সবাইকে।
আল্লাহ হাফজে।
আমি সাহসী যুবক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 28 টি টিউন ও 411 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
I love technology.
tnx