Shadow Defender, যেকোন Trail/Demo Version Software ব্যাবহার করুন আজীবন, মেয়াদ উত্তির্ন হবে না ১২ যুগেও

কেমন আছেন? ধরে নিলাম সবাই খুব ভালো আছেন। ভালো থাকেন সমস্যাহীন ভাবে ভালো থাকেন এটাই সবার কাম্য কিন্তু অন্তত যাদের একটি PC এবং Internet Connection আছে তারা চাইলেও ভালো থাকতে পারেন না, এর কারন বহুবিধ, “যে যানে সে জানে”। গত কাল IP Hide এর শত ভাগ কর্যকারী একটি সফটওয়ার এর উপর টিউন করলাম (এই টিউনটি পড়তে এখানে ক্লিক করুন), কিন্তু সেটি Trail Version, এখনও এর কোন Crack বের হয় নাই এটা নিশ্চিত। কিন্তু আমি এই Trail Version( যেখানে মূলত ৩ দিন ব্যাবহার করাযায়)প্রায় ১ মাস থেকে ব্যবহার করছি। কিভাবে? আপনি ব্যাবহার করতে পারেন Shadow Defender নামক চমতকার একটি Software। এই Software টি আপনাকে দিবে যে সকল সুবিধা তা হল।

১. যো কোন Drive or Folder কে ফ্রিজ করে রাখার ১০০ ভাগ সুবিধা সহ

  • 1. Prevent all viruses and malware.
  • 2. Surf the internet safely and eliminate unwanted traces.
  • 3. Protect your privacy.
  • 4. Eliminate system downtime and maintenance costs.
  • 5. Reboot to restore your system back to its original state.

সর্বপরি আপনি এই Software টি যখন একটিভ করবেন তারপর থেকে আপনার PC পরবর্তী বার Deactivate করার পূর্ব পর্যুন্ত থাকবে একই রকম, মানে কোন Drive Format বা কোন Folder Delete বা আপনার PC কোন অনাকাঙ্খিত পরি বর্তন হলে একবার PC reset করলেই সকল কিছু আবার আগের মত পাবেন। আর এভাবেই যখন কোন Trail Version Software Install করার পর যখন Shadow Defender একটিভ করবেন তখন থেকে পাবেন ঐ Software ব্যাবহার করার যুগ যুগ সময় Trail Version শেষ হবেই না।

নিচের লিংক থেকে Shadow Defender এর Portable Version ডাউনলোড করুন

http://www.migahost.com/yalt7tij1jtg/tuoitrenangdong.net___Portable_Shadow_Defender_v1.1.0.278.rar.html

অথবা এখানে ক্লিক করুন

নিচের লিংক থেকে Shadow Defender এর Setup/Install Version ডাউনলোড করুন

http://www.migahost.com/j49h8an3z1zx/Shadow_Defender_v1.1.0.315.rar.html

অথবা এখানে ক্লিক করুন

Level 0

আমি হাশমী বিন মোস্তফা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 36 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি এক জন ছাত্র( ডিগ্রী BSS ২য় বর্ষে পড়ি)। IT কে আমার খুবই ভাল লাগে তাই IT কে আমার পেশা হিসেবে নিয়েছি। আমি আমার সামান্য জ্ঞানকে সবার সাথে শেয়ার করতে চাই, তার সাথে সাথে আমি যতটুকু জানি তাও জানাতে চাই। দোয়া করবেন অমার কর্ম যেন আপনাদের অন্তরে এন্থান পায়, আমার...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ শেয়ার করবার জন্য……………

ধন্যবাদ ভাই । আশা করি আরও কিছু চমৎকার জিনিস পাবো। চালিয়ে যান খোদা হাফেজ ।

    ধন্যবাদের চেয়েও বেশীকিছু থাকলে সেটা আপনাকে দিলাম। চালিয়ে তো যেতেচাই, কিন্তু দয়াকরে আপনাদের চাহিদা গুলো জানান।

ভাই আমি নিচের software টির ফুল ভার্সন খুজতেছি। software টার ডেমো আমার কাছে আছে। কি করে এটাকে ফুল ভার্সন করা যায় একটু জানাবেন কি????????
http://fdsfiles.com/releases/ms1602/ms1602-demo-setup.exe

Level 0

বিস্তারিতো লেখেন ভাইয়া।

সাথে গানটা না দিলে আমার ৪মেগাবাইট বেচে যেত। যেটা অন্য কাজে লাগাতে পারতাম। thanks

    ভাই আমার এক মামা আছেন তিনি "চমতকার" শব্দ কে বলেন "মচচাতকার" এটানাকি চমতকার শব্দের থেকেও জোড়ালো। তাই মচচাতকার জিনিষের মধ্যে ওরকম কিছু থাকে।
    আপনার সাথে মজা করলাম Never Mind Please. আমরা TT র সকল পাঠকও ও লেখক সবাই তো বন্ধু তাইনা?
    ভাল থাকুন, সুস্থ থাকুন।

ধন্যবাদ ভাই…………

Vai, download link kaj korse na….jodi again diten 🙁

Level 0

Vai, download link kaj korse na 🙁

Level 2

Is it like “deep freez” software???