ডেস্কটপের উপর animated wallpaper সবারই ভালো লাগে! এতদিন Windows 7এর “Dream Scene” অপসন দিয়ে এই কাজ করতাম. কিন্তু dreamscene এর একটি bug হলো এটি ডেস্কটপের icon label গুলোকে transparent করে দেয়. যদিও এটি ঠিক করার একটি অস্থায়ী পদ্ধতি আছে, কিন্তু কাজটা বিরক্তিকর এবং Dreamscene অনেক বেশি Resource hungry!! তাই stardock এর Deskscapes এককথায় অসাধারণ!! এতে আপনি যেকোনো ভিডিও কে ডেস্কটপের wallpaper বানানোর পাশাপাশি, সাধারণ wallpaperগুলোকেও animated বানিয়ে ফেলতে পারেন. আপনার সাধারণ wallpaper এর কালার পরিবর্তন থেকে শুরু করে এর সাথে বিভিন্ন animation জুড়ে দেয়া …কি নাই এতে!!!
tech পাগলের আরো পাগলামি দেখার জন্য techpagol blog ঘুরে আসুন!
আমি shariaphobia। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 56 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি তো windows xp ব্যবহার করি।।।।।।