আপনাদের দোয়ায় আমি আবার ফিরে আসতে পেরেছি । ধন্যবাদ সবাইকে । আমি জানতাম না আমার চলে যাওয়ায় আপনারা আমাকে এত মিস করবেন । আপনাদের ভালবাসার মূল্য দেয়ার ক্ষমতা আমার কাছে নেই । তবুও এইটুকু বলতে পারবো বিন্দু মাত্র মূল্য হলেও দেয়ার চেষ্টা করব । তাই আপনাদের যেকোনো প্রয়োজন বা সমস্যা আমাকে জানাবেন । আমি অবশ্যই সাহায্য করার চেষ্টা করব ।
আসলে আমি ওইদিন এক্সাম দিয়ে বাসায় আসলাম । বাসায় এসে কাজ সেরে নেট এ বসলাম । অমনি আম্মু বাবাকে ফোন দিয়ে...সারা দিন কম্পিউটার এ বসে আছে । ( অথচ সারাদিন স্কুল এ কাটিয়ে বিকাল ৩ টায় বাসায় আসলাম ) । আব্বু বাসায় এসে পরদিন কম্পিউটার অফিসে নিয়ে গেল । আজ এক্সাম শেষ তাই অনেক কান্নাকাটি করে আব্বুর কাছ থেকে কম্পিউটার হাছিল করলাম । ( আপনাদের দোয়া সাথে ছিল ) । কম্পিউটার পেয়েই টিউন করতে বসে পরলাম ।
হে আমার ফিরে আসার খুশিতে আপনাদের জন্য অনেক অনেক উপহার রয়েছে । ভাবছি একটা চেইন টিউন করব । আরও এক রাশি সফটওয়্যার ও পাবেন । তবে আগের মত অগোছালো নয় । টিউটোরিয়াল সহ ! এবং আপনাদের বিভিন্ন দরকার ও সমস্যা সমাধানের জন্য তো আমি আছি ! আরও অনেক কিছুই পাবেন । আজকে আপনাদের জন্য আছে Internet Download Manager 6.05 Build-14 ।
এটি IDM Silent ইন্সটল । সাথে থিম দেয়া আছে । ডাউনলোড করে ডাবল ক্লিক করলেই ইন্সটল হয়ে যাবে । ইন্সটল শেষে ডেক্সটপ থেকে IDM রান করুন । থিম ব্যাবহার করতে IDM>VIEW>TOOLBAR এখানে নিচে যেকোনো একটি সিলেক্ট করলে দেখবেন থিম পালটিয়ে গেছে ।
কোন সমস্যা হলে অবশ্যই কমেন্ট এর মাধ্যমে জানাবেন ।
আপনাদের না হয় IDM দিলাম । কিন্তু টেকটিউনস কে ? আছে ! আমি এটা বানালাম । জানি না কেমন হয়েছে ! আপনারা জানাবেন তো ! সেই আসায় আজকের মতো শেষ করলাম । সবাই ভাল থাকবেন । আমার জন্য দোয়া করবেন ।
আমি কম্পিউটার লাভার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 101 টি টিউন ও 1258 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 20 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Also known as "Raiku Saiko". React.js & Javascript Developer. Former Wordpress Developer, Front-end Designer. Technology Addicted.
ধন্যবাদ আপ্নাকে…… 🙂