আপনারা সবাই জানেন যে কোন গেমস অথবা অ্যাপলিকেশন চালু করলে আপনার screen resolution নে পরিবর্তন আসে, এবং যখন আপনি screen resolution কে পুনরায় পরিবর্তন করবেন, তখন হয় তো বা দেখবেন crafted আইকন Layout সম্পূর্ণভাবে গায়েব হয়ে গেছে । এই আর একটা উইন্ডোজের খারাপ দিক।যা হোক আসুন এবার জানি এর সমাধান।আমি অনেক খুঁজে ছোট একটি ইউটিলিটি বার করেছি যার দ্বারা এই ঝামেলা মুক্তি পাওয়া যাবে।
DesktopOK এই ফ্রিওয়্যারটি আপনার আইকন Layout সংরক্ষণ করবে ও পুনরুদ্ধারের কাজ করবে।
যে ভাবে কাজ করবেন -
DesktopOK চালু করে আপনার আইকনস্ গুলো যেখানে আছে সেখানে দেখিয়ে দিয়ে সেভ করুন।তারপর পরবর্তী কালে যখন আইকন Layout সম্পূর্ণভাবে গায়েব হয়ে যাবে এটি তখন পুনরুদ্ধার করবে।DesktopOK উইন্ডোজ XP এবং Vistaএর সঙ্গে কাজ করে। উইন্ডোজ ৭এর সঙ্গে এইটিকে এখনও পরীক্ষা করেনি। কোন ঝামেলা হলে মন্তব্য করবেন।
* ডাউনলোড
আমি মঈনুল হক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 159 টি টিউন ও 299 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সব সময় নতুন কিছু শিখতে চেষ্টা করি ..........
ব্যবহার করে দেখি তারপর বলব।