দেখতে দেখতে গ্রীষ্মের ছুটি শেষ হয়ে এল । আজ ছিল আমার ছুটির শেষ দিন । ফিরে যেতে হবে আমার আপন ভুবনে । না এখনই আমার প্রিয় ছাত্রীদের মাঝে ফিরে যেতে পারছিনা । আরও ছয় মাস অপেক্ষা করতে হবে । এক বছরের ট্রেনিং, মাত্র চার মাস পার হল । গ্রীষ্মের ছুটি শেষে আগামীকাল থেকে আবার শুরু হবে । কয়েক দিনের মধ্যেই পরীক্ষায় বসতে হবে । ছাত্র জীবনে অনেক পরীক্ষা দিয়েছি কিন্তু আবার শিক্ষক হয়েও পরীক্ষা দিতে হবে। টেকটিউনস বন্ধুরা বুঝতেই পারছেন আপাতত আর নিয়মিত টিউন করতে পারছিনা । তবে আজকে আপনাদের জন্য একটি উপহার নিয়ে এসেছি । সাধারণত এধরেনর টিউন আমি করিনা বা পারিনা । তারপরও করলাম। দেখুন আপনাদের ভাল লাগে কিনা --
আপনাদের জন্য উপহার হিসেবে রয়েছে একটি স্ক্রীনসেভার । নাম হল চিয়ারফুল ক্লক বান্ডেল স্ক্রীনসেভার । এটাকে ঘড়িও বলতে পারেন । এর মধ্যে রয়েছে ১৪ টি বিভিন্ন আইটেমের খুব সুন্দর ঘড়ি যা স্ক্রীন সেভার হিসেবে প্রদর্শিত হবে ।
এই ছবি গুলো দেখে মনে হচ্ছে শুধুই ছবি কিন্তু এগুলো জীবন্ত । একটু পরপর কয়েকটি ঘড়ি তার রূপ পাল্টায় । ব্যবহার করলেই বুঝা যাবে কতটা জীবন্ত !
স্ক্রীনসেভারটি এখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নিন । তারপর মিউজিকের তালে তালে ক্র্যাকো ক্র্যাকো করার জন্য ডাউনলোড করুন এখান থেকে ।
তারপর ক্র্যাক ফাইলটি আনজিপ করে নীচের ছবির মত করে ক্র্যাকো ক্র্যাকো করুন।
সবার শেষে ডেস্কটপ থেকে স্ক্রীনসেভার আইকন টিতে রাইট বাটন ক্লিক করেন ওপেন করে আপনার পছন্দের ঘড়িটি সেট করে নিন । একটা পছন্দ না হলে একইভাবে অন্যটি বা পছন্দমত সেট করে নিন ।
সবাইকে ধন্যবাদ রইল । যেহেতু এধনের টিউন করে অভ্যস্ত নই তাই কেমন হল তা জানবেন । আর আমার জন্য দোয়া করবেন। সবাই ভাল থাকুন।
আমি ছাত্র ও শিক্ষক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 54 টি টিউন ও 1010 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
তুমি যদি শিক্ষিত হও,অশিক্ষিতকে আলো দেবে। না পারলে তুমি অহংকার করবেনা,তুমি দূর্ব্যবহার করবেনা,বিনয়ের সঙ্গে কথা বলবে,তুমি শিক্ষিত বলেই এ তোমার অতিরিক্ত দায়।
২নং আর ৭ নং টা ভালো লেগেছে। টিউনের মধ্যে যত্ন থাকলেই টিউন এমনিতেই ভালো হয়ে যায়। পরীক্ষার কথা শুনে মজা লাগল। হি হি হি। 😆 দেন ভালো করে। দোয়া আর শুভেচ্ছা রইল।