পরস্পরের মধ্যে ফাইল আদান-প্রদানের জন্য পিডিএফ ফরম্যাটের ফাইল ব্যবহার করা হয়। বিশেষ বিশেষ সুবিধার কারনে দিন দিন এই ফাইল ফরম্যাটটি বেশ জনপ্রিয় হয়ে উঠছে।
অনেক সময় পিডিএফ ফাইলের কপিরাইটের জন্য বা অন্য কোন কারনে পিডিএফ ফাইলের প্রতি পেজে Watermark বা জলছাপ দেওয়ার প্রয়জন হয়।
PDF Watermark Software দিয়ে খুব সহজেই Document এর সব পেজে জলছাপ দেওয়া যায়।
মাত্র ৩২৬ কিলবাইটের এই সফটওয়্যারটি প্রথমে নিচের লিঙ্ক থেকে ডাউনলোড করে Install করে নিতে হবে।
এবার সফটওয়্যারটি চালু করে Open বাটনে ক্লিক করে পিডিএফ ফাইলটি খুলুন।
Text to stamp as watermark অংশে জলছাপ হিসেবে কি দিতে চান তা লিখুন।
Angle, Font, Reader Mode, Stroke Color, Horizontal Position, Vertical Position এগুলো ঠিক করে Stamp Watermark & Save PDF বাটনে ক্লিক করে সেইভ করুন।
এবার দেখুন প্রতি পেজে জলছাপ চলে এসেছে।
ডাউনলোড
http://www.coolpdf.com/pdfwatermark.html
ভাল লাগলে মন্তব্য করবেন। ধন্যবাদ।
আমি Becon। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
পারলে ভাই স্কিনশর্ট দিয়ে টিউনটি আপডেট করবেন। আমার কাজে আসবে ।ধন্যবাদ।