এবার সফটওয়্যার এর মাধ্যমে দারুন সিগনেচার বানান

সবাই কেমন ? দোয়া করি ভালো আছেন ! আজকে আপনাদের সাথে একটা সফটওয়্যার শেয়ার করবো যেটা দিয়ে আপনারা দারুন সব সিগনেচার বানাতে পারবেন । এবং এটা ব্যাবহার করা খুবি সহজ । তাহলে আসুন এর কিছু ঝলক দেখে নেই !

শামীম ভাই আপনার জন্য এটি ফ্রীওয়্যার দিলাম

এটা পোর্টেবল ঝামেলা কম

একটু কপি পেস্ট মারি পরে না হয় বিস্তারিত বলব

Type: Application

Fullscreen: No

Description: Sig Maker V.5 is the fifth model of my freeware software that allows you to make your own custom-image forum signatures without any knowledge of image editing!

Please note that when you open up the program, you will have a prompt to choose the color scheme of the program. Also, to access all of the options in the program, you will need to scroll through the icons in each category with the black on-screen arrows.

Some new features are as follows-
-Tons of already included fonts, textures and shines.
-Glow, outline drop shadow effects.
-Signature colorization and inner glows.
-Customizable background and text gradient.
-The ability to import images to be used as backgrounds or regular images.
-The ability to flatten layers.
-A nice, easy to use interface.
-And much much more!

Screenshot -

এটি দারা সুন্দর করে সহজ ভাবে সিগনেচার বানাতে নিচের ধাপ অনুসরণ করুন ।

১. প্রথমে ডাউনলোড করে ওইনরার দিয়ে এক্সট্রাক্ট করে নিন ।

২. এক্সট্রাক্ট শেষে রান করুন ।

৩. এবার প্রথমে এরকম একটা কালার বক্স আসবে এখানে কালার সিলেক্ট করে ওকে করুন ।

Colour Box

৪. তারপর এই সাদা বক্সে ক্লিক করে আপনার নাম বা যা লেখার লেখুন ।

কিছু কাজ ।

  1. এখানে লিখবেন
  2. এখানে সকল টেক্সট এর কাজ
  3. এখানে ব্যাকগ্রাউন্ড এর কাজ
  4. এখানে কালার এর কাজ
  5. এখানে ক্লিক করে সেভ করবেন

৫. টেক্সট এর কি কি কাজ করতে পাবেন ?

  1. এটাতে ক্লিক করে জেদিকে নারাবেন টেক্সট সেদিকে নরবে
  2. এখানে টেক্সট এর ডিজাইন চেঞ্জ করবেন
  3. এখানে টেক্সট ঘুরাতে পারবেন
  4. এটা দিয়ে লেখা ছোট বড় করবেন
  5. এটা লেখার অপেসিটি চেঞ্জ করবে
  6. এটা লেখার আউট লাইন দিবে
  7. এটা লেখায় ছায়া দিবে
  8. এখানে ক্লিক করলে আরও অপশন আসবে সব বিস্তারিত লিখতে পারলাম না

৬. ব্যাকগ্রাউন্ড এর কাজ !

  1. ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারবেন
  2. কালার পরিবর্তন করতে পারবেন
  3. আউট লাইন দিতে পারবেন
  4. গ্লো এফেক্ট দিতে পারবেন

আমার করা কিছু কাজ দেখুন (যদিও ভালো করতে পারি নাই)

আর এখানে নেট থেকে কালেক্ট করা কিছু কাজ !

Download 2.74 mb

মনে হয় ভালো লিখতে পারি নাই ক্ষমা করবেন

আপনারা সবাই সাদরে আমন্ত্রিত

http://www.anything4-you.blogspot.com

Level 0

আমি কম্পিউটার লাভার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 101 টি টিউন ও 1258 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 20 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Also known as "Raiku Saiko". React.js & Javascript Developer. Former Wordpress Developer, Front-end Designer. Technology Addicted.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাল হয়েছে। 🙂 🙂
শামীম ভাই আপনার জন্য এটি ফ্রীওয়্যার দিলাম। 😛 😛 😆 😆

    উনি যেভাবে বলতেছে । তাই উনার কথা ভেবে দিলাম আরকি ! 😀

    ধন্যবাদ।
    সামনে সময় পেলে আমার ল্যাপটপে ইনস্টল করে দেখব।

    আপনার জন্য কয়েকটা ফ্রী ক্যাড সফটওয়্যারের সন্ধান দিয়ে পোস্ট দিব আজই। তার কয়েকটা আমি নিজেই ব্যবহার করি, থিসিসের ড্রইং করেছি + কনসালটেন্ট হিসেবে আয়ও করেছি ওগুলো ব্যবহার করে।

    আপনার জন্য আরও কিছু রাখছি । শেয়ার করবো @ শামীম ভাই ।

ভাল । দেখি কেমন কাজ করে।

জটিল…তোমাকে চমৎকার একটি ধন্যবাদ… 🙂 😀 😆

Level 0

আরে লিনাক্সে আমি Shutter দিয়ে-ই একেবারে হাতের লিখার মত signature করতে পারি।

    ভাই বাংলাদেশে কয়জন লিনাক্স ব্যাবহার করে ? হতে পারে আমি তো লিনাক্স ব্যাবহার করি না তাই জানি না ! ধন্যবাদ জানানর জন্য !

balo laglo 😀 apnaka donnobad ………..

nice!!!!!!!!!!!

সুন্দর