বিটটরেন্টে এর তালিম [পর্ব-০৩] :: টরেন্ট থেকে ডাউনলোড করা কি বৈধ?

কেমন আছেন টেকটিউনস জনগণ? আশা করি সবাই ভালো আছেন, আর কেনই বা ভাল না থাকবেন? কেননা বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস কমিউনিটির এর সাথে যারা থাকে তারা সব সময়ই ভাল থাকে।

বিটটরেন্ট তালিম চেইন টিউন কি এবং এতে কি কি আছে তা বিস্তারিত জানুন আমার বিটটরেন্টে এর তালিম চেইন টিউনের ঘোষণা থেকে

আজকে থাকছে এর ৩য় পর্ব। আপনি যদি এর অনন্যা পর্বগুলো এখনও পড়ে না থাকেন তবে এখনই অনন্যা পর্বগুলো পড়ে নিন। তা না হলে আপনি এই পর্বটি বুঝতে পারবেন না।

৫. টরেন্ট থেকে ডাউনলোড করা কি বৈধ?

যদিও আমদের বিট-টরেন্টের সম্পর্কে একটি খারাপ ধারণা আছে যে বিট-টরেন্ট যেহেতু পাইরেটেড কন্টেন্ট শেয়ার করে তাই এটা ব্যবহার বৈধ নয়। এই ধারণা মোটেও সঠিক নয় এবং বিট-টরেন্টের প্রযুক্তি ও এর সাথে সম্পর্কিত সকল প্ল্যাটফর্ম 100% ব্যবহার বৈধ (বেশিরভাগ দেশেই বৈধ)। কিন্তু এই সমস্যাটি বিট-টরেন্টের প্রযুক্তির সাথে না থাকলেও এই প্ল্যাটফর্ম যখন কপিরাইট কন্টেন্ট ডিস্ট্রিবিউশন এর জন্য ব্যবহার করে থাকে তখনই আইনী সমস্যাগুলি শুরু হয়।

আর যেহেতু বিট-টরেন্ট হচ্ছে সবচেয়ে কার্যকর ফাইল ডিস্ট্রিবিউশন পদ্ধতিগুলির মধ্যে একটি, তাই পাইরেটেকারীরা এটি খুবই দ্রুত গ্রহণ করে কপিরাইট কন্টেন্ট শেয়ার করে থাকে। ফলে বিট-টরেন্ট ব্যবহার করা তখনই অবৈধ হবে যখন কপিরাইট কন্টেন্ট ইন্টারনেটে ছড়িয়ে যেতে থাকবে।

 

আপনারা যেনে থাকবান যে, টরেন্টিং আমেরিকার কিছু ছাত্ররা আবিস্কার হয়েছে, আর এর মাধ্যমে যখন কপিরাইট আইন অমান্য করা শুরু হয়েছিল তখন সরকার বিট-টরেন্টের কার্যকলাপ নিয়ন্ত্রণ করার জন্য অনেকগুলি রাজ্য়ের আদালতকে কঠিন সময় পার করতে হয়েছিল। অতঃপর তারা আরেকটি চ্যালেঞ্জের মুখোমুখি হয় আর সেটি হল সকল টরেন্ট ব্যবহার করা অবৈধ নয়। যদিও টরেন্টের বেশিরভাগই অবৈধ কেননা তাদের বিরুদ্ধে কপিরাইটের অভিযোগে রয়েছে, আবার এমন কিছু টরেন্ট সাইট রয়েছে যা পুরোপুরি লিগ্যাল বা বৈধ।

এরপর তারা টরেন্ট ব্যবহারকারীদের খুঁজে পাওয়ার চ্যালেঞ্জের সাথেও  মুখোমুখি হয়েছিল। কেননা যারা পাইরেটেড কন্টেন্ট হোস্ট করে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এবং পাইরেটেড কন্টেন্ট মুহূর্তেই সারা বিশ্বে ছড়িয়ে যায়। এছাড়াও পাইরেটেড সাইটগুলি পাইরেটেড কন্টেন্ট হোস্ট করে না তারা শুধু পাইরেটেড কন্টেন্ট ফাইল শেয়ার করতে পারবে এমন সীডারদের একটি তালিকা দিয়ে থাকে করে

টরেন্ট ব্যবহার করা বৈধ তখনি যখন আপনি আপনার কম্োম্পানি বা বাড়ির মধ্যে এর মাধ্যমে কোনও বৈধ কন্টেন্ট শেয়ার করতে ব্যবহার করবেন।

নিচে আমরা কিছু বাস্তব কেস দেখব যেখানে টরেন্ট ব্যবহার করা আইনত বৈধ:

  • Blizzard Entertainment ব্যবহারকারীদের জন্য World of Warcraft, Starcraft, এবং Diablo III  এর মতো জনপ্রিয় গেমগুলি ডাউনলোড করতে দেওয়ার জন্য নিজস্ব বিট-টরেন্ট ক্লায়েন্ট ব্যবহার করে থাকে। এছাড়াও আপনি যখন কোনও গেম অনলাইন থাকে কিনবেন, তখন আপনি এমন একটি গেম লঞ্চার পাবেন যাতে মাধ্যমে আপনি টরেন্ট এবং ক্লায়েন্ট রয়েছে যার মাধ্যমে আপনি সমস্ত কন্টেন্ট ডাউনলোড করতে পারবেন।
  • ২০১০ সালে,  যুক্তরাজ্য়ের সরকার বিট টরেন্টের মাধ্যমে সরকারি আর্থিক খাতের তথ্য প্রকাশ করে। তারা বিট টরেন্টের মাধ্যমে কিছু ডেটা রিসোর্স প্রকাশ করেছে যাতে সরকার ডাটাগুলো সেভ করে রাখতে পারে এবং এই ডাতা সেভ করতে যেন অরিরিক্ত খরচ না করতে হয়।
  • ফেসবুক ইন্টারনালি বিট-টরেন্ট এর মাধ্যমে তাদের প্রতিদিনের নতুন কোড আপডেটগুলি পুশ করার জন্য ব্যবহার করে থাকে। "বিট-টরেন্ট যে কোনও সার্ভার স্থাপনের জন্য সবচেয়ে কার্যকর একটি পদ্ধতি, "বলেছেন ফেসবুকের সিস্টেম ইঞ্জিনিয়ার টম কুক।
  • আপনি অফিসিয়াল বিট-টরেন্ট সাইট থেকে কোন পাইরেটেড কন্টেন্ট ডাউনলোড করতে পারবেন না। এছাড়াও BitTorrent Inc এর দুর্দান্ত অন্যান্য প্রোডাক্ট এর মধ্যে যেমনঃ uTorrent এবং BitTorrent Syn, এই ক্লাইন্ট সফটওয়্যার গুলোও ফাইল বান্ডেল অফার করে থাকে। আর ফাইল বান্ডেল হ'ল 100% ব্যবহার করা বৈধ এবং আপনি এগুলো বিট-টরেন্ট প্ল্যাটফর্মের মাধ্যমে ডাউনলোড করতে পারবেন। এছাড়াও বিট-টরেন্ট 100% বৈধ কন্টেন্ট অফার করে থাকে, কিন্তু বিট-টরেন্ট এর ক্লায়েন্টরা কী ব্যবহার করে সেই ব্যাপারে তাদের কোনও দায়বদ্ধতা নেই।

তাছাড়া আপনি কপিরাইট আইন মেনে টরেন্ট ডাউনলোড করছেন কিনা সে বিষয়ে নিশ্চিত হতে বিস্তারিত নতুন একটি টিউন আমি নিয়ে আসছি খুব শীঘ্রই। সেখানে থেকে আরও বিস্তারিত জানতে পারবেন বিটটরেন্ট থেকে ডাউনলোড করার বৈধতা ও অবৈধতা সম্পর্কে।

আগামী পর্বে থাকছে

আজকে আলোচনা করলাম

  • ৫. টরেন্ট থেকে ডাউনলোড করা কি বৈধ?

আগামী পর্বে থাকছে

  • ৬. বেস্ট ফ্রী টরেন্ট ডাউনলোডার ক্লায়েন্ট

সে পর্যন্ত ভালো থাকুন। ৫ ওয়াক্ত সালাত আদায় করুন।

টিউন জোসস করুন, আমার টিউন শেয়ার করুন, টেকটিউনসে আমাকে ফলো করুন, আপনাদের মতামত জানান

আমি এরকম নিত্যনতুন কাজের সফটওয়্যার নিয়ে টেকটিউনসে হাজির হবো নিয়মিত। তবে সে জন্য আপনার যা করতে হবে তা হলো আমার টেকটিউনস প্রোফাইলে আমাকে ফলো করার জন্য 'Follow' বাটনে ক্লিক করুন। আর তা না হলে আমার নতুন নতুন টিউন গুলো আপনার টিউন স্ক্রিনে পৌঁছাবে না।

আমার টিউন গুলো জোসস করুন, তাহলে আমি  টিউন করার আরও অনুপ্রেরণা পাবো এবং ফলে ভবিষ্যতে আরও মান সম্মত টিউন উপহার দিতে পারবো।

আমার টিউন গুলো শেয়ার বাটনে ক্লিক করে সকল সৌশল মিডিয়াতে শেয়ার করুন। নিজে প্রযুক্তি শিখুন ও অন্য প্রযুক্তি সম্বন্ধে জানান টেকটিউনসের মাধ্যমে।

Level 8

আমি রায়হান ফেরদৌস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 182 টি টিউন ও 131 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 73 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস