কেমন আছেন টেকটিউনস জনগণ? আশা করি সবাই ভালো আছেন, আর কেনই বা ভাল না থাকবেন? কেননা বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস কমিউনিটির এর সাথে যারা থাকে তারা সব সময়ই ভাল থাকে।
বিটটরেন্ট তালিম চেইন টিউন কি এবং এতে কি কি আছে তা বিস্তারিত জানুন আমার বিটটরেন্টে এর তালিম চেইন টিউনের ঘোষণা থেকে। আজকে থাকছে এর ২য় পর্ব আপনি যদি ১ম পর্ব এখনও পড়ে না থাকেন তবে এখনই ১ম পর্ব পড়ে নিন। তা না হলে আপনি ২য় পর্ব বুঝতে পারবেন না।
টরেন্ট ট্র্যাকার এর মূল ইঞ্জিন পর্দার অন্তরালে চালায়। আর ট্র্যাকার ফিচারটি খুবই গুরুত্বপূর্ণ কারণ এর মাধ্যমে টরেন্ট আপনাকে পিয়ার্সদের সাথে কনট্র্যাক্ট করায় এবং আপনি যা ডাউনলোড করতে চাচ্ছেন সেই একই ফাইলের পিয়ার্সদের সাথে ফাইল ট্রান্সফার করতে সাহায্য করে।
টরেন্ট ট্র্যাকার এর একটি অসুবিধা হচ্ছে এই সিস্টেমটি একটি সেন্ট্রাল সার্ভার এর মাধ্যমে কন্ট্রোল করা হয়। আর এর মানে হল কোনও কানেকশন শুরু হওয়ার সময় একক পয়েন্ট এর মাধ্যমে কন্ট্রোল করা হয়। সৌভাগ্যক্রমে, DHT এবং Peer এক্সচেঞ্জের মতো নতুন বিট-টরেন্ট এর ফিচার গুলি tracker-less সিস্টেমে কাজ করে ফলে আপনি ট্র্যাকারের উপর নির্ভর না করে পিয়ারগুলিকে খুঁজে পেতে পারবেন সহজেই।
প্রো টিপস: তবে আপনি যদি নিজের গোপনীয়তা এবং পরিচয় গোপন করতে চান তাহলে DHT এবং Peer Exchange ব্যবহার থেকে বিরত থাকবেন।
আপনি জেনে থাকবেন যে, টরেন্ট ফাইলে আপনি যে ফাইলটি ডাউনলোড করবেন সেই সম্পর্কে সমস্ত মেটাডেটা এবং টরেন্ট ট্র্যাকার গুলোর একটি তালিকা টরেন্ট ফাইলের মধ্যে থাকে। এছাড়াও টরেন্ট ফাইলটি কোন কন্টেন্ট নয়; কিন্তু এর মাধ্যমে আপনি সহজেই আপনার ডাউনলোড করা কন্টেন্ট এ অ্যাকসেস করতে এবং ডাউনলোড করতে পারবেন।
অনলাইনে কুইক সার্চ এর মাধ্যমে আপনি সহজেই জানতে পারবেন যে, এই টরেন্ট ফাইলগুলি কোথায় পাওয়া যাবে সে সম্পর্কে সঠিক দিক নির্দেশনা পেয়ে যাবেন। এছাড়াও আপনি যেকোন টেক্সট এডিটর দিয়ে টরেন্ট ফাইল ওপেন করতে পারবেন কিন্তু আপনি এটি একাধিক লাইন সম্বলিত কিছু ইনফরমেশন ছাড়া কিছুই পাবেন না। তবে আপনি যদি টেক্সট এডিটর এর পরিবর্তে, টরেন্ট ফাইল ওপেন করার জন্য যেকোন টরেন্ট ক্লায়েন্ট ব্যবহার করেন তাহলে আপনি সঠিক কন্টেন্ট ডাউনলোড করতে পারবেন সহজেই।
আপনারা নিচে একটি টরেন্ট ডাউনলোডার সফটওয়্যার দেখতে পাচ্ছেন যার মাধ্যমে আপনি P2P ইনভারনমেন্টে অনায়েসেই ইন্টারঅ্যাক্ট করতে পারবেন। এছাড়াও ক্লায়েন্টের সফটওয়্যার এর মাধ্যমে আপনি.torrent ফাইল ওপেন করার সাথে সাথে অন্য কম্পিউটার/পিয়ার্স এর সাথে আপনার কম্পিউটারটি কানেক্ট হবে এবং মুহূর্তেই আপনার ফাইলটি ডাউনলোড শুরু হয়ে যাবে সহজেই।
আপনি আপনার টরেন্ট ক্লায়েন্ট সফটওয়্যার থেকে টরেন্ট ফাইল এর অনেক কিছু আপনি কনফিগার করতে পারবেন। এছাড়াও অনেক টরেন্ট ক্লায়েন্ট সফটওয়্যার আছে যার মাধ্যমে আপনি অনেকগুলো টরেন্ট ফাইল এর ডাউনলোড করার প্রায়োরিটি সেট করে দিতে পারবেন, ব্যান্ডউইথ অ্যালোকেট, স্পীড গ্রাফ ডাউনলোড করতে এবং এমনকি বিল্টইন প্লেয়ারের মাধ্যমে কন্টেন্ট প্লে করতে পারবেন অনায়েসেই।
আমি আগেই বলেছি যে, একটি টরেন্ট ফাইলে কন্টেন্ট সম্পর্কিত সকল তথ্য লিপিবদ্ধ করা থাকে (files, name, structure, length, ইত্যাদি) এবং টরেন্ট ট্র্যাকারের URL সম্পর্কিত সমস্ত তথ্যও এর মধ্যে রয়েছে।
আপনি টরেন্ট ফাইলটি যখন কোন ক্লায়েন্ট সফটওয়্যার এর মাধ্যমে ওপেন করবেন সাথে সাথেই টরেন্ট ফাইলটিতে অন্তর্ভুক্ত সকল ট্র্যাকারের সাথে কানেক্টশন স্থাপন করবে মুহূর্তেই।
এরপর ট্র্যাকার আপনার কম্পিউটারের সকল পাবলিক ইনফর্মেশন সেভ করবে এবং যারা আপনার সার্চ করা কন্টেন্ট শেয়ার করে তাদের একটি লিস্ট আপনার ক্লাইন্ট সফটওয়্যারে প্রদর্শন করবে ফলে আপনি সহজেই জানতে পারবেন কত জন সিডার রয়েছে।
আপনার টরেন্ট ক্লাইন্ট সফটওয়্যার যখন অন্য পিয়ার সাথে ফাইল ট্র্যান্সফারের জন্য কানেক্টশন স্থাপন করে ফেলবে, তখন সমস্ত প্রয়োজনীয় ফাইল রিকোভারি করা হয় (সীডার থেকে) অথবা অন্যান্য ব্যবহারকারী যারা আপনার মত ডাউনলোড করতেছে তাদের কাছে পুনরায় ট্র্যান্সফার করে থাকে।
এছাড়াও বিট-টরেন্ট খুবই চমৎকার। কারণ আপনি যে কোনও সময় ডাউনলোড বন্ধ করতে পারবেন এবং যে কোনও সময় সেখান থেকে পুনরায় ডাউনলোড করতে পারবেন কোন রকম ফাইল মিসিং সমস্যা ছাড়াই। মনে করুন আপনার কম্পিউটারটি হঠাৎ বন্ধ হয়ে গেছে অথবা ইন্টার্নেট কানেক্টশন ডিস্কানেক্ট হয়ে গেছে, তবুও চিন্তার কোন কারণ নেই কেননা আপনার ফাইল যতটুকু ডাউনলোড করা হয়েছে ঠিক ততটুকুই থাকবে কোন রকম ফাইল মিসিং ছাড়াই। এছাড়াও আপনার কম্পিউটারটি অফ অথবা ইন্টার্নেট কানেক্টশন ডিস্কানেক্ট হওয়ার পরে আবার যখন কম্পিউটার অন বা ইন্টার্নেট কানেক্ট আর ক্লাইন্ট সফটওয়্যারটি রানিং অবস্থায় থাকলে বাকি কাজ ট্র্যাকার'ই করবে এবং প্রয়োজনীয় পিয়ারদের সাথে আবার কানেক্টশন স্থাপন করবে মুহূর্তেই।
আজকে আলোচনা করলাম
আগামী পর্বে থাকছে
সে পর্যন্ত ভালো থাকুন। ৫ ওয়াক্ত সালাত আদায় করুন।
আমি এরকম নিত্যনতুন কাজের সফটওয়্যার নিয়ে টেকটিউনসে হাজির হবো নিয়মিত। তবে সে জন্য আপনার যা করতে হবে তা হলো আমার টেকটিউনস প্রোফাইলে আমাকে ফলো করার জন্য 'Follow' বাটনে ক্লিক করুন। আর তা না হলে আমার নতুন নতুন টিউন গুলো আপনার টিউন স্ক্রিনে পৌঁছাবে না।
আমার টিউন গুলো জোসস করুন, তাহলে আমি টিউন করার আরও অনুপ্রেরণা পাবো এবং ফলে ভবিষ্যতে আরও মান সম্মত টিউন উপহার দিতে পারবো।
আমার টিউন গুলো শেয়ার বাটনে ক্লিক করে সকল সৌশল মিডিয়াতে শেয়ার করুন। নিজে প্রযুক্তি শিখুন ও অন্য প্রযুক্তি সম্বন্ধে জানান টেকটিউনসের মাধ্যমে।
আমি রায়হান ফেরদৌস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 182 টি টিউন ও 131 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 73 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।