অনেকদিন পর টিউন করতে বসলাম। টেকটিউনের সার্ভার লোড হওয়ার কারণে ভাল করে প্রবেশই করতে পারতাম না। খালি oops! oops! oops! oops! তবুও দেখলাম অনেকেই নতুন নতুন টিউন করল। যাক খুবই কষ্ট করে একটি ছোট্ট টিউন করলাম যারা টাইপিং জানেনা তাদের জন্য। কম্পিউটার শেখার সময় প্রথমের কাজ হল টাইপিং শেখা যা পরবর্তীতে অনেক অনেক কাজে লাগে। বর্তমান বিশ্ব এগিয়ে যাওয়ার পাশাপাশি আমরাও তথ্য ও প্রযুক্তির সাথে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। তাই নিত্য নতুন জিনিসের প্রতি আকৃষ্ট হই। যাই হোক, আমরা অনেকেই কম বেশী typing করতে পারি। বিশেষ করে যারা টেকটিউনের মত সাইটগুলোতে নিয়মিত টিউন/আর্টকেল করে তারা । এদের জন্যও বেশ কাজের।আর ইংলিশ typing টা শেখা হয়ে গেলে বাংলা শেখা সহজ হয়ে যায়। তাই আপনাদের জন্য একটি typing এর সফটও্য়্যার typing master latest pro version 7 তাও আবার ফুল ভার্সন দিলাম। যদিও সফটও্যারটি নতুনদের জন্য উপযোগী হবে ১০০%।
4.8 MB এর সফটওয়্যারটি এখানে ক্লিক করে ডাউনলোড করুন। ডাউনলোডের সময় waiting time পরিহার করার জন্য আমার এই টিউনটি দেখতে পারেন। ডাউনলোড করে ইনষ্টল করে নিন।
এটি ফুল ভার্সন কেনা ছাড়া পাওয়া যায় না। trial ভার্সন ৩০ দিনের। ক্রাক বা প্যাচ করতে হয় ফুল ভার্সনের জন্য । প্রথমে নেট কানেকশন disable করুন। ১০০% sure হয়ে নিন। ইনষ্টল করুন এরপর সফটওয়্যারটি রান করান। এখন enter license বাটনে ক্লিক করুন। এবার ডাউনলোড করা ফাইলটি open করলে Readme.txt নামে একটি ফাইল পাবেন এটি open করলে License ID, Product Key জায়গা মত বসিয়ে enter দিন। এবং success হয়ে গেলে সফটও্যারটি বন্ধ করে দিন। এখন, এখানে C:/Program Files/TypingMaster যান এবং দেখুন "tmaster8.net" এই ফাইলটি কোথায়। পেয়ে গেলে ফাইলটির উপর মাউসের রাইট বাটন ক্লিক করুন। এবং properties ক্লিক করুন। attribute এ "Read Only" টিক চিহ্ন দিয়ে ok করে দিন। এবার নেট কানেক্ট করুন। পরবর্তীতে আপডেট নিতে পারবেন।
আশা করি সবার ভাল লাগবে। ভাল থাকুন। সুস্থ থাকুন।
আল্লাহ হাফেজ।
আমি সাহসী যুবক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 28 টি টিউন ও 411 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
I love technology.
mediafire লিঙ্ক হলে ভাল হত না?