একেবারে নতুনদের জন্য একটি Typing সফটওয়্যার- latest এবং full version

আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভাল আছেন।

অনেকদিন পর টিউন করতে বসলাম। টেকটিউনের সার্ভার লোড হওয়ার কারণে ভাল করে প্রবেশই করতে পারতাম না। খালি oops! oops! oops! oops!  তবুও  দেখলাম অনেকেই নতুন নতুন টিউন করল। যাক খুবই কষ্ট করে একটি ছোট্ট টিউন করলাম যারা টাইপিং জানেনা তাদের জন্য। কম্পিউটার শেখার সময় প্রথমের কাজ হল টাইপিং শেখা যা পরবর্তীতে অনেক অনেক কাজে লাগে।  বর্তমান বিশ্ব এগিয়ে যাওয়ার পাশাপাশি আমরাও তথ্য ও প্রযুক্তির সাথে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। তাই নিত্য নতুন জিনিসের প্রতি আকৃষ্ট হই। যাই হোক, আমরা অনেকেই কম বেশী typing করতে পারি। বিশেষ করে যারা টেকটিউনের মত সাইটগুলোতে নিয়মিত টিউন/আর্টকেল করে তারা । এদের জন্যও বেশ কাজের।আর ইংলিশ typing টা শেখা হয়ে গেলে বাংলা শেখা সহজ হয়ে যায়। তাই আপনাদের জন্য একটি typing এর সফটও্য়্যার typing master latest pro version 7 তাও আবার ফুল ভার্সন দিলাম। যদিও সফটও্যারটি নতুনদের জন্য উপযোগী হবে ১০০%।

ডাউনলোড :


4.8 MB এর সফটওয়্যারটি এখানে ক্লিক করে ডাউনলোড করুন। ডাউনলোডের সময় waiting time পরিহার করার জন্য আমার এই টিউনটি দেখতে পারেন। ডাউনলোড করে ইনষ্টল করে নিন।

লাইসেন্স :


এটি ফুল ভার্সন কেনা ছাড়া পাওয়া যায় না। trial ভার্সন ৩০ দিনের। ক্রাক বা প্যাচ করতে হয় ফুল ভার্সনের জন্য । প্রথমে নেট কানেকশন disable করুন। ১০০% sure হয়ে নিন। ইনষ্টল করুন এরপর সফটওয়্যারটি রান করান। এখন enter license বাটনে ক্লিক করুন। এবার ডাউনলোড করা ফাইলটি open করলে Readme.txt নামে একটি ফাইল পাবেন এটি open করলে License ID, Product Key জায়গা মত বসিয়ে enter দিন। এবং success হয়ে গেলে সফটও্যারটি বন্ধ করে দিন। এখন, এখানে C:/Program Files/TypingMaster যান এবং দেখুন "tmaster8.net" এই ফাইলটি কোথায়। পেয়ে গেলে ফাইলটির উপর মাউসের রাইট বাটন ক্লিক করুন। এবং properties ক্লিক করুন। attribute এ "Read Only" টিক চিহ্ন দিয়ে ok করে দিন। এবার নেট কানেক্ট করুন। পরবর্তীতে আপডেট নিতে পারবেন।

আশা করি সবার ভাল লাগবে। ভাল থাকুন। সুস্থ থাকুন।

আল্লাহ হাফেজ।

Level New

আমি সাহসী যুবক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 28 টি টিউন ও 411 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I love technology.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

mediafire লিঙ্ক হলে ভাল হত না?

দেশকে কলঙ্কিত করার জন্য আপনার প্রচেষ্টা দেখে খুব দূঃখ পেলাম।

"চোর বা চোরের সন্তান হিসেবে পরিচিত হওয়ার মধ্যে গৌরবের কিছু নেই। পাইরেটেড, হ্যাকড্ বা ক্র্যাকড্ সফটওয়্যারের বদলে মুক্ত সফটওয়্যারের ব্যবহার নিজকে ও পরবর্তী প্রজন্মকে দেয় পাইরেসির কলঙ্কমুক্ত গ্লানিহীন নির্মল পরিবেশ, প্রিয় মাতৃভূমিকে করে চোরের অপবাদ মুক্ত।'

এমনকি টেকটিউনসের যে নীতিমালায় রাজি হয়ে আপনি সদস্যা হয়েছেন সেখানেও রেখে ঢেকে পাইরেসী করতে বলেছে। আপনি সেটাও মানেনি – সরাসরি সিরিয়াল দিয়ে দিয়েছেন।

    আপনাকে শুধু এই টুকুই বলতে পারি- টেকটিউনে এই ধরণের অনেক টিউন রয়েছে।

    আমি নিচের নীতিমালাটির সাথে একমত :
    ১.৫ বিভিন্ন সফটওয়্যারের ক্র্যাক, সিরিয়াল, কীজেন ইত্যাদি টিউনে সরাসরি প্রকাশ বা আপলোড করা যাবে না। লিংক দেওয়া যাবে। প্রয়োজনে অন্য কোথাও টেক্সট ফাইল হিসেবে আপলোড করে লিংক দেওয়া যাবে। ক্র্যাক, সিরিয়াল, কীজেন ইত্যাদি বিষয় গুলো টেকটিউনস নিরুৎসাহিত করে। বরং ওপেনসোর্স ও ফ্রিওয়্যারকে স্বাগত জানায়।

    জ্ঞানী লোকজনও যদি গড্ডালিকা প্রবাহে গা ভাসায় তবে এই দেশের ভবিষ্যত খুব খারাপ …. ….

    বিখ্যাত একটি উক্তি মনে রেখেন সবসময়, "আপনি অধম বলিয়া আমি উত্তম হইবো না কেন?' — আমি যদি ঠিক কাজ করি, তবেই না অন্যদেরকে বলতে পারবো।

    ভাই গা ভাসাচ্ছি না। আমি আপনার সাথে একমত।
    আপনি আমাকে এই টুকু বলতে পারতেন আমার টিউনটি 'সিরিয়াল' দেয়ার কারনে টেকটিউন নীতিমালার বিপক্ষে করা হয়েছে।
    ভাল থাকুন। ধন্যবাদ।

Level 0

fvB Aw¯’i †cvó Ki‡Qb| ab¨ev`|

Level 0

Tnx bro……..
eta amar onek help korse

কাজ হয়েছে অনেক অনেক ধন্যবাদ,

ধন্যবাদ

Your download expired, try again. Ai lekhata ta ashay ke korbo.please vaiya bolen amar khub proyojon ai software ta.

vaiya kaj oichay,thank u so much

Level 0

thanks bro

thanx vai. shob e thik moto hoisay shudu “tmaster8.net” ai file ta khujhe pai nai. net connect kora na thakle tho prob hobay na. tai na?

    পাবেন ভাই একটু ভাল করে খুজুন। কিবোর্ডের t press করতে করতে দেখেন।
    ধন্যবাদ। আর নেট কানেক্ট থাকলে সমস্যা হবে।