Salaat Time – নামাযের সময়সূচী জানার চরম এক সফটওয়্যার!

Level 34
সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা

আসসালামু আলাইকুম, কেমন আছেন টেকটিউনস কমিউনিটি? আশা করছি সবাই ভাল আছেন। চলুন দারুণ একটি সফটওয়্যারের সাথে পরিচিত হই।

আজকে যে সফটওয়্যার নিয়ে কথা বলব, এটা হচ্ছে নামাযের সময়সূচী জানার একটি সফটওয়্যার সাথে আরও থাকছে আযান, কিবলার ডিরেকশন, আরবি ক্যালেন্ডার এবং আরও অনেক সুবিধা। এটার মাধ্যমে আপনি বিশ্বের যেকোনো দেশের নামাযের সময়সূচী দেখতে পারবেন। আপনি নামাযের সময় দেখার পাশাপাশি তা নির্দিষ্ট ফাইলে পিডিএফ করে রেখেও দিতে পারবেন। নামাযের সময় দেখার পাশাপাশি আপনি যে কোন দেশ থেকে আপনার কিবলার ডিরেকশন ও পেতে পারবেন। আরও থাকছে আরবি ক্যালেন্ডার, যার মাধ্যমে আপনি আরবি তারিখ, মাস, সাল দেখতে পারবেন। সবচেয়ে চমৎকার ফিচার হচ্ছে এটা আপনাকে নামাযের সময় মনে করিয়ে দেবে। যখন কোন নামাযের সময় হবে এটা আপনাকে আযানের মধ্যমে জানিয়ে দেবে।

বর্তমানে এমন অনেক ধরনের সফটওয়্যার পাওয়া যায় এবং গুগল ক্রোমেও অনেক এক্সটেনশন আছে তবুও এখানে আমি আজকে সবচেয়ে ভাল সফটওয়্যারটির সাথেই পরিচয় করিয়ে দেব, ইনশাআল্লাহ। আপনি খুব সহজেই নামাযের আগে আজান পাবেন। সফটওয়্যারটি আশাকরিয়ে দেবে। আর আপনি সফটওয়্যার ঢুকে তো নামাযের টাইম দেখতে পাবেনই।

Salaat Time একটি যথেষ্ট ভাল সফটওয়্যার যা আপনাকে কাজের মধ্যেও নামাযের কথা মনে করিয়ে দেবে। আপনি এই সফটওয়্যার এর মাধ্যমে কোরআনের আয়াতও শুনতে পারবেন। জনপ্রিয় কিছু অধ্যায়ের আয়াত পাবেন এই সফটওয়্যার এর মাধ্যমে।

আপনি চাইলে আপনার লোকেশন সিলেক্ট করে দিতে পারেন৷ এতে করে এটি আপনাকে আপনার লোকেশন অনুযায়ী নামাযের টাইম এবং কিবলা দেখাবে। আপনি যদি চান পুরো এক মাসের নামাযের সময়সূচী পিডিএফ করে সেভ রাখবেন, সেটাও পারবেন।

চলুন নিয়ম কানুন জেনে নিই

আফিসিয়াল ওয়েবসাইট @ Salaat Time

ধাপ ১ঃ

প্রথমে Salaat Time থেকে সফটওয়্যারটি ডাউনলোড করে নি।

নির্দেশিত জায়গায় ক্লিক করুন

Salaat Time ডাউনলোড করা হয়ে গেলে ইন্সটল করুন, নিচের মত ইন্টারফেস পাবেন।

ধাপ ২

এবার আপনার লোকেশন সিলেক্ট করে দিন।  নিচের এজন্য  আইকন ক্লিক করুন।

আপনার দেশ ও শহর নির্বাচন করে দিন

 

ধাপ ৩

এবার আপনার রিমেন্টার সেটিং করে নিন। আপনি চাইলে নির্দিষ্ট সময় ও দিতে পারেন। প্রথমে Options>Preferences এ যান।

 

এবার নিজের ইচ্ছে মত সিডিউল করে নিন অথবা ডেফল্ড রাখুন

ধাপ ৪

এবার আপনি চাইলে আরবি ক্যালেন্ডারও দেখতে পারেন। এর মাধ্যমে আপনি একসাথে আরবি ইংরেজি এক সাথে দেখতে পারবেন। সেখানে ইসলামিক ডেট গুলো হাইলেট করে দেখাবে।

ধাপ ৫

যদি নামাযের ফাইল এক্সপোর্ট করতে চান তাহলে যা করবেন

 

তো এতটুকুই আমি মনে করি Salaat Time সফটওয়্যারটিকে পরিচয় করিয়ে দেয়ার জন্য এই টিউটোরিয়ালই  যথেষ্ট।
Salaat Time এর কিছু দারুণ ফিচার জেনে নেয়া যাক

  • বিভিন্ন আযান সিলেক্ট করতে পারবেন অথবা নিজের পছন্দের আযান ও সিলেক্ট করতে পারবেন।
  • একই সাথে পাচ্ছেন আযান এবং ইকামতের সুবিধা।
  • বিভিন্ন ধরনের ভিজ্যুয়াল এলার্ট ব্যবহার করতে পারবেন।
  • কিবলার দিক জানতে পারবেন। সেটি কম্পাসের মত আপনাকে দিক নির্দেশনা দিবে।
  • একেক ওয়াক্তে একেক গ্রাফিকেল ইমেজ দেখতে পারবেন।
  • আপনি চাইলে এর মাধ্যমে দৈনিক, মাসিক, বা বছর ভিত্তিতে নামাযের সময় দেখতে পারবেন।
  • আপনি একই সাথে ইংরেজি ক্যালেন্ডার আরবি ক্যালেন্ডার দেখতে পারবেন।
  • গুরুত্বপূর্ণ আরবি তারিখ গুলো হাইলাইট করে দেখাবে।
  • এখানে চাঁদের গ্রাফিক্স থাকবে তার মাধ্যমে চাঁদের বর্তমান অবস্থা জানতে পারবেন।
  • ইংরেজিকে আরবি তারিখে এবং তার উল্টোও রূপান্তর করতে পারবেন।
  • প্রিন্ট ফর্মেটে নামাযের সময় বের করতে পারবেন।
  • চাইলে আউটলোকের ফর্মেটেও প্রিন্ট করতে পারবেন।
  • এর মধ্যমে আপনি চাইলে কোরআন এর বিভিন্ন আয়াত শুনতে পারবেন।
  • প্রতি নামযের  আগেই আপনি আলার্ট পাবেন।
  • এখান থেকে বিভিন্ন কালেকশনের আয়াত, সুরা শুনতে পারবেন।
  • এই সফটওয়্যারের লোকেশন ডাটাবেজ অনেক বড় হওয়াতে যেকোন দেশের শহর আপনার চাহিদা মত বাছাই করতে পারবেন।
  • চাইলে আপনি ইন্টারফেসের কালার বদলাতে পারবেন।
  • প্রতি নামাযের সময় একেক রকম ইসলামিক ছবি দেখতে পাবেন।
  • এই সফটওয়্যারটিতে একই সাথে Arabic, English, French ভাষা নির্বাচন করতে পারবেন।

শেষ কথা:

এটা কাজের সময় নামাযের সময় মনে করিয়ে দেয়ার জন্য এটা বেস্ট সফটওয়্যার। এটা নামাযের সময় আযান দেবে এবং নোটিফিকেশনে সব সময় এক্টিভ  থাকবে। আপনি চাইলে আযান এর ভিন্ন ভিন্ন শব্দও দিতে পারেন।

তো আমার প্রিয় সকল ভাইয়েরা কেমন লাগল আজকের এই সফটওয়্যারটি এবং এই টিউটোরিয়ালটি? অবশ্যই তা টিউমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। সবার সাবধানে ও নিরাপদে থাকুন এবং করোনা থেকে বাচতে যথেষ্ট সতর্কতা অবলম্বন করুন। পরের টিউনে আবার দেখা হচ্ছে ইনশাল্লাহ!

Level 34

আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 627 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 118 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস