আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি বরাবরের মত সবাই ভাল আছেন। আজ আসলাম বহুল ব্যবহৃত ও তুমুল জনপ্রিয় পিসি-র গতি বৃদ্ধির সফট্ওয়্যার এডভান্সড সিস্টেম কেয়ার এর সর্বশেষ ভার্সন এডভান্সড সিস্টেম কেয়ার এর 5.20 সংস্করণটি। রেজিষ্ট্রি ফিক্সিং সহ প্রায়আগের সকল ফিচারের সাথে যোগ হয়েছে আরও নতুন কিছু ফিচার। আসুন তাহলে এবার দেখে নেই কি কি নতুন থাকছে এই ভার্সনে। আর আগে যা যা ছিল সেগুলোতেও একটু চোখ বোলানো যাক।
প্রথমেই দেখে নেই আগে কি কি ছিল?
রেজিস্ট্রি ক্লিনার, প্রাইভেসি স্যুইপার, আন-ইন্সটলার, ডিস্ক ক্লিনার, ফাইল স্রেডার, র্যামের স্পেস -এর সর্বোচ্চ ব্যবহারের জন্য স্মার্ট র্যাম, ইন্টারনেট বুস্টার, রেজিস্ট্রি ডিফ্রাগ, স্মার্ট ডিস্ক ডিফ্রাগমেন্টার ,স্টার্ট আপ ম্যানেজার, গেম বুষ্টার, আনডিলিট, শর্টকাট ফিক্সার, ডিস্ক ডক্টর, উইন ফিক্স, আই ই হেল্পার, সিকিউরিটি হোল্স স্ক্যানার, প্রসেস ম্যানেজার, ড্রাইভার ম্যানেজার, আইওবিট সিকিউরিটি ৩৬০, ক্লোন ফাইল স্ক্যানার, ডিস্ক এক্সপ্লোরার, সিস্টেম ইনফরমেশন, এম্পটি ফোল্ডার স্ক্যানার, সিস্টেম কন্ট্রোল। ইত্যাদি। তাহলে আর দেরি কিসের এখনই ডাউনলোড করে নিন এডভান্সড সিস্টেম কেয়ার ৫ এর ২.০ ভার্শন।
আশাকরি আপনাদের কাজে লাগবে। সিরিয়াল কী টি বৈধ২২/০৩/২০১৩ পর্যন্ত ব্যবহার করতে পারবেন। আশা করি আপনাদের কাজে লাগবে।
আমি রহস্যময় অভিযাত্রী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 74 টি টিউন ও 451 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Thank you Very much!