এখনি ডাউনলোড করে নিন এডভান্সড সিস্টেম কেয়ার প্রো এর নতুন ভার্সন ৫.২০

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি বরাবরের মত সবাই ভাল আছেন। আজ আসলাম বহুল ব্যবহৃত ও তুমুল জনপ্রিয়  পিসি-র গতি বৃদ্ধির সফট্‌ওয়্যার এডভান্সড সিস্টেম কেয়ার এর সর্বশেষ ভার্সন এডভান্সড সিস্টেম কেয়ার এর 5.20 সংস্করণটি। রেজিষ্ট্রি ফিক্সিং সহ প্রায়আগের সকল ফিচারের সাথে যোগ হয়েছে আরও নতুন কিছু ফিচার। আসুন তাহলে এবার দেখে নেই কি কি নতুন থাকছে এই ভার্সনে। আর আগে যা যা ছিল সেগুলোতেও একটু চোখ বোলানো যাক।

প্রথমেই দেখে নেই আগে কি কি ছিল?

উইন্ডোজ এর রক্ষনাবেক্ষনঃ

  • ১.স্পাই ওয়্যার রিমুভাল [স্ক্যান করে কম্পিউটার থেকে স্পাই ওয়্যার ও এ্যাড ওয়্যার রিমুভ করে]
  • ২.রেজিস্ট্রি ফিক্স [রেজিস্ট্রি ক্লিন করে পিসি-র কার্যক্ষমতা বৃদ্ধি করে]
  • ৩.প্রাইভেসি সুইপ [কম্পিউটারের এবং ব্রাউজারের হিস্ট্রি রিমুভ করে]
  • ৪.জাঙ্ক ফাইল ক্লিন করে ড্রাইভের জায়গা বাড়ায়।

টিউন-আপ (উইন্ডোজের কর্মদক্ষতা বৃদ্ধির এ্যাডিশনাল কিছু টুল)

  • ১. ডিস্ক ক্লিনার
  • ২. ডিস্ক ডক্টর
  • ৩. ফাইল শেডার
  • ৪. গেম বুস্টার
  • ৫. ইন্টারনেট বুস্টার
  • ৬. স্মার্ট ডিফ্রাগমেন্টার
  • ৭. নেটওয়ার্ক মনিটর
  • ৮. রেজিস্ট্রি ডিফ্রাগ
  • ৯. স্মার্ট র‍্যাম (র‍্যামের স্পেস বৃদ্ধি করে)
  • ১০. সর্টকাট ফিক্সার
  • ১১. আর IObit security 360

নিরাপত্তার জন্য আছেঃ

  • ১. ড্রাইভার ব্যাকআপ
  • ২. IE সিকিউরিটি এ্যাসিস্টান্ট
  • ৩. সিস্টেম ব্যাকআপ
  • ৪. সিস্টেম ফাইল চেকার

এ্যাডমিন টুল হিসেবে আছেঃ

  • ১. অটো শাট ডাউন
  • ২. ক্লোনড ফাইল ফাইন্ডার
  • ৩. কন্টেক্সমেনু ম্যানেজার
  • ৪. ডিস্ক এক্সপ্লোরার
  • ৫. রিস্টোর সেন্টার
  • ৬. IObit আন ইন্সটলার
  • ৭. স্টার্ট আপ ম্যানেজার
  • ৮. সিস্টেম ইনফরমেশন
  • ৯. উইন্ডোজ ম্যানেজার

আরও আছেঃ

  • ১. সিস্টেম অপটিমাইজেশন (সিস্টেম রিপেয়ার ও অপ্টিমাইজ করে)
  • ২. সিকিউরিটি ডিফেন্স (কম্পিউটারে ক্ষতিকর স্পাইওয়্যার ইন্সটল হওয়া থেকে বিরত রাখে)
  • ৩. ডিস্ক ডিফ্রাগমেন্ট
  • ৪. সিকিউরিটি এনালাইজার (উইন্ডোজের হাইজ্যাকড সেটিংস পুনরুদ্ধার করে)

নতুন যা যা যুক্ত হলঃ

  • * আগের ভার্সনের বাগ ফিক্স করা হয়েছে।
  • *আরো সুন্দর ইউজার ইন্টারফেস।
  • * কুইক কেয়ার
  • *ডিপ কেয়ার
  • * আরও শক্তিশালী টার্বোবুষ্ট অপশন

২০টি এডভান্সড সিস্টেম টুলস যার মধ্যে থাকছেঃ

রেজিস্ট্রি ক্লিনার, প্রাইভেসি স্যুইপার, আন-ইন্সটলার, ডিস্ক ক্লিনার, ফাইল স্রেডার, র‍্যামের স্পেস -এর সর্বোচ্চ ব্যবহারের জন্য স্মার্ট র‍্যাম, ইন্টারনেট বুস্টার, রেজিস্ট্রি ডিফ্রাগ, স্মার্ট ডিস্ক ডিফ্রাগমেন্টার ,স্টার্ট আপ ম্যানেজার, গেম বুষ্টার, আনডিলিট, শর্টকাট ফিক্সার, ডিস্ক ডক্টর, উইন ফিক্স, আই ই হেল্পার, সিকিউরিটি হোল্‌স স্ক্যানার, প্রসেস ম্যানেজার, ড্রাইভার ম্যানেজার, আইওবিট সিকিউরিটি ৩৬০, ক্লোন ফাইল স্ক্যানার, ডিস্ক এক্সপ্লোরার, সিস্টেম ইনফরমেশন, এম্পটি ফোল্ডার স্ক্যানার, সিস্টেম কন্ট্রোল। ইত্যাদি। তাহলে আর দেরি কিসের এখনই ডাউনলোড করে নিন এডভান্সড সিস্টেম কেয়ার ৫ এর ২.০ ভার্শন।

আশাকরি আপনাদের কাজে লাগবে। সিরিয়াল কী টি বৈধ২২/০৩/২০১৩ পর্যন্ত ব্যবহার করতে পারবেন। আশা করি আপনাদের কাজে লাগবে।

Level 2

আমি রহস্যময় অভিযাত্রী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 74 টি টিউন ও 451 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Thank you Very much!

অনেক ধন্যবাদ সম্পুর্ণ তথ্যের জন্য ।

Level 0

তবে এক টি কথা, যারা উইন্ডোজ কে 7Loader বা ch-w বা অন্য কিছু দিয়ে জেনুইন করেছেন । তাদের জন্য এক টি সতরকতা হচ্ছে – Deep care এর মদ্ধে vernability ( শেষের আগের টা) এর টিক উঠিয়ে ইউজ করবেন।