প্রিয় বই- Troubleshooting Your PC For Dummies- এখন আপনিও পারবেন….আসুন নিজের পিসি, নিজেই ঠিক করি!!!

একটা সময় ছিল যখন অপারেটিং সিস্টেম ইন্সটলের মত সামান্য ব্যাপারের জন্য পুরো পিসি নিয়ে আইডিবি দৌড়াতাম। সেই দিন কি আর আছে? দিন বদলাইছে না?! ;)

ডাউনলোড লিঙ্কু
সাইজঃ ৫ মেগাবাইট

পিসির কমন সব সমস্যার সমাধান একসংগে পাওয়া যাবে ডামিস সিরিজের এই বইটায়। বইটা নিঃসন্দেহে সবধরণের পিসি ইউজারের কাজে আসবে :)

টুকটাক গুগল সার্চিং আর গুতাগুতি করতে করতে পিসির অনেক মুশকিলের আসান করা শিখেছি। খুব সহজ সমস্যার সমাধান করতে গলদঘর্ম হতে হয়েছে অনেক সময়। এই বইটা আগে পেলে অযথা এত ঘাম ঝরানোর দরকার পড়তনা :P

Level New

আমি রাফি মাহমুদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 30 টি টিউন ও 137 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ঘাড়ের দিকের একটা রগ ত্যাড়া। ত্যাড়ামির জন্য জীবনে এখন পর্যন্ত অনিচ্ছুক বা বাধ্য হয়ে কোন কাজ করতে হয়নি; হয়ত এ কারণেই জীবন নিয়ে কোন হতাশা, অনুশোচনাবোধ কিংবা অতৃপ্তি নেই। পছন্দের লিস্ট অনেক বড়, অপছন্দ হাতেগোনা। বলার চাইতে শুনতে পছন্দ করি এবং যা শুনি তা বিশ্বাস করার চেষ্টা করি। মানুষকে সহজে...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই পারলে বাংলা বই দেন।

    এগুলোর উপরে বাংলা বই খুব কম পাওয়া যায়
    তবে dummies এর বইগুলো খুব সহজ ভাষায় লেখা থাকে একদম ছবি সহ ।
    রাফি মাহমুদ আপনাকে ধন্যবাদ ।

    Dummies সিরিজের সব বই আছে আমার কাছে, আসলেই অনেক ভালো বই।

    শাওন ভাই, আপনার কাছে যে বইগুলো আছে সেগুলো এখানে শেয়ার করা যায়না? অনেকেরই উপকার হত নিশ্চয়ই।

    Tech-পাগল ভাই তোমার ইমেইল দাও, লিঙ্ক দিচ্ছি। পুরা ৪.৭১ জিবি। সব এ আছে 😀

ইংরেজি একটু কম বুঝি। বাংলা হলে ভাল হত। তবুও ধন্যবাদ অনেকেরই কাজে লাগবে।

Level 0

ভাই,ডাউনলোড লিঙ্কু কি? 🙂 ধন্যবাদ।

আমিও ইংরেজী কম বুঝি। তবে চেষ্টা করতে দোষ কি। শেয়ার করার জন্য ধন্যবাদ।

Comments are closed.