তাড়াতাড়ি নিয়ে নিন আপনার ১৮৩ দিনের (৬মাসের) এভিরা প্রিমিয়াম সিকিউরিটি স্যুট-এর জেনুইন লাইসেন্স!!!!

কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ্‌র রহমতে সবাই ভাল আছেন। অনেক দিন পর আবার লিখতে বসলাম। বিষয় দেখে ইতিমধ্যে বুঝেই গেছেন আজ কি থাকছে আমার এই টিউনে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে এসেছি Avira Premium Security Suite এর ১৮৩ দিনের লাইসেন্স। আগেও হয়ত এজাতীয় টিউন হয়েছে, তবে যাই হোক যারা মিস করেছেন বা করেছিলেন তাদের জন্য এটি কাজে লাগবে। আমি নিজে এভিরার এন্টিভাইরাস ব্যবহার করি আর এটা আমার কাছে মোটামোটি ভালই লাগে। আপনাদের কাছে কেমন লাগে বা লাগবে তা জানিনা। এর কার্যকারতা সম্পর্কে বিস্তারিত জানার জন্য তাদের সাইটে একবার ভিজিট করে আসতে পারেন। Avira Premium Security Suite আপনাকে দিবে সবধরণের ভাইরাস, ম্যালওয়্যার, ট্রোজান ইত্যাদির হাত থেকে সুরক্ষা। সেই সাথে পাবেন অনলাইন নিরাপত্তা। তাহলে আপনার ১৮৩ দিনের লাইসেন্সটি যেভাবে পাবেন তা নিয়ে লেখা শুরু করছি।

প্রথমে এটি ডাউনলোড করুন[৫৩ মেগা]

এটি ইন্সটল করা শুরু করুন এবং নিচের স্ক্রিন সট গুলো দেখে নিন।

২.

৩.

৪.

৫.

৬.

৭.

৮. নিচের মত করে আপনার নাম ইমেল ঠিক ভাবে পুরন করুন। তারপর নেক্সট করুন।

৯. এবার ক্যান্সেল করুন।

১০. এখন আপনার ইমেইল আইডিতে প্রবেশ করুন। দেখতে পারবেন এভিরার কাছ থেকে একটা ইমেইল এসেছে। নিচের ছবির মত।

এবার ইমেইলে দেওয়া লিঙ্কে ক্লিক করুন।

১১. এভিরার সাইটে প্রবেশ করবেন

স্ক্রীনসটে চিহ্নিত কী টি ডাউনলোড এবং পরবর্তী ব্যবহারের জন্য সংরক্ষন করুন।

১৩. এবার ইংরেজী ভার্সনের এভিরা প্রিমিয়াম সিকিউরিটি স্যুটটি ইন্সটল করুন ঠিক আগের মত করে.

ডাউনলোড করে নিন এখান থেকে।[৫৩ মেগা]

আর HBEDV.KEY তে ক্লিক করে আপনার লাইসেন্স কী টি সিলেক্ট করুন।

ইন্সটলেশন সম্পুর্ন করুন।

এবার আপডেট করে নিন আর ১৮৩ দিন নিশ্চিন্তে জেনুইন এভিরা প্রিমিয়াম সিকিউরিটি স্যুট ব্যবহার করুন।  আপনাদের কাজে আসলেই এই টিউনের সার্থকতা। তাই ভাল লাগলে মন্তব্য করতে ভুলবেননা। আল্লাহ হাফেজ। ধন্যবাদ।

Level 2

আমি রহস্যময় অভিযাত্রী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 74 টি টিউন ও 451 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

সুন্দর টিউন।কাজে দিবে।আমি ২বছর ধরে এভিরা ব্যবহার করছি।

thnxxxxxx

আমি তো পাগল হইয়া যামু ।
এই জিনিস্ই তো খুজতেসি ।
লাফ দিয়া কোলে আসেন ।

আপনি যদি hbedv.key ফাইলটি মিডিয়াফায়ারে শেয়ার করে দিতেন তবে 53 মেগার সফটটি ডাইনলোড করতে হোত না। এভিরার লাইসেন্স শেয়ার করে ব্যবহার করতে সমস্যা হয়না।

    সুন্দর পোস্ট করার জন্য আমার ধন্যবাদ নিন! 🙂

    সমস্যা আছে। একটা কী এর নির্দিষ্ট মেয়াদ থাকায় আমি তা করিনি। আরেকটা কথা, এভিরার সাইটের ভাষ্যমতে এই অফারটা ছিল ২৮ মার্চ ২০১১ পর্যন্ত। কিন্তু এটা এখোনও কাজ করছে। তবে কেউ ইচ্ছা করলে কী আপলোড করে দিতে পারেন। মন্তব্যের জন্য ধন্যবাদ।

অনেক ধন্যবাদ।

আগে আভিরা ব্যবহার করতাম কিন্তু এখন AVG Internet Security 2011তে আছি।
টিউনটি সুন্দর হয়েছে।

Level 0

Ooops! too much server load on Techtunes.
Press your browser Reload button to try again!
Ooops! too much server load on Techtunes.
Press your browser Reload button to try again!
Ooops! too much server load on Techtunes.
Press your browser Reload button to try again!

Level 2

ভাই, hbedv.key ফাইলটা কোথায় পাব? শুধু Avira Premium Security Suite ডাউনলোড হয়েছে।।

    স্ক্রীনসটের মাধ্যমে আমি পুরোটাই দেখিয়েছি। বুঝতে সমস্যা হলে আবার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন।

ভাই, hbedv.key ফাইলতো ওপেন হইতেছেনা, কি করব বলে দেন প্লিজ। ধন্যবাদ শেয়ার করার জন্য

    বুঝলাম না। আপনি কি কী টি ডাউনলোড করেছেন? যদি করে থাকেন তবে স্ক্রীনসটের মত করে চেষ্টা করুন ইনশাল্লাহ্‌ হয়ে যাবে।

    হা আমি key ডাউনলোড করেছি একবার না ৩/৪ বার করেছি প্রতিবার এই সেইম মেসেজ দেখায়…।

    hbedv.key তো ওপেন হবার ফাইল নয়। এটাকে প্রবেশ করাতে হয়, সিরিয়াল যেভাবে প্রবেশ করান সেভাবে। টিউনার তো বেশ পরিষ্কারভাবেই স্ক্রিণশটের মাধ্যমে প্রক্রিয়াট দেখিয়েছেন। সমস্যা হবার তো কথা নয়।

ভাই. hbedv.key ফাইলতো ওপেন হইতেছেনা, কি করব বলে দেন প্লিজ। ধন্যবাদ শেয়ার করার জন্য

    Level 0

    You Dont need to open the file. Open Avir, then go to help, then license management, then click on "i already have a hbvde key." Then browse & show the location of the key.

ভাই আমি তো স্কিন শট দিতে পারছিনা তবু ও চেস্টা করছি ………
Cannot import C:\Document and Setting\user\My Document\HBEDV(2).KEY: The specified file is not a registry script.
You can only import binary registry files from within the registry editor.

এভিরা কিন্তু ভালো আগে ব্যবহার করতাম।

Level 0

ধন্যবাদ ভাই সবকিছু ঠিকঠাক মত কাজ হয়েছে। 😀

Level 0

Plz Share the hbedv file directly. I have a key valid until 20 April. I need it immediately.

Thanks Vai……………….
:):):):):)