কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ্র রহমতে সবাই ভাল আছেন। অনেক দিন পর আবার লিখতে বসলাম। বিষয় দেখে ইতিমধ্যে বুঝেই গেছেন আজ কি থাকছে আমার এই টিউনে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে এসেছি Avira Premium Security Suite এর ১৮৩ দিনের লাইসেন্স। আগেও হয়ত এজাতীয় টিউন হয়েছে, তবে যাই হোক যারা মিস করেছেন বা করেছিলেন তাদের জন্য এটি কাজে লাগবে। আমি নিজে এভিরার এন্টিভাইরাস ব্যবহার করি আর এটা আমার কাছে মোটামোটি ভালই লাগে। আপনাদের কাছে কেমন লাগে বা লাগবে তা জানিনা। এর কার্যকারতা সম্পর্কে বিস্তারিত জানার জন্য তাদের সাইটে একবার ভিজিট করে আসতে পারেন। Avira Premium Security Suite আপনাকে দিবে সবধরণের ভাইরাস, ম্যালওয়্যার, ট্রোজান ইত্যাদির হাত থেকে সুরক্ষা। সেই সাথে পাবেন অনলাইন নিরাপত্তা। তাহলে আপনার ১৮৩ দিনের লাইসেন্সটি যেভাবে পাবেন তা নিয়ে লেখা শুরু করছি।
১
২.
৩.
৪.
৫.
৬.
৭.
৮. নিচের মত করে আপনার নাম ইমেল ঠিক ভাবে পুরন করুন। তারপর নেক্সট করুন।
৯. এবার ক্যান্সেল করুন।
১০. এখন আপনার ইমেইল আইডিতে প্রবেশ করুন। দেখতে পারবেন এভিরার কাছ থেকে একটা ইমেইল এসেছে। নিচের ছবির মত।
এবার ইমেইলে দেওয়া লিঙ্কে ক্লিক করুন।
১১. এভিরার সাইটে প্রবেশ করবেন
স্ক্রীনসটে চিহ্নিত কী টি ডাউনলোড এবং পরবর্তী ব্যবহারের জন্য সংরক্ষন করুন।
১৩. এবার ইংরেজী ভার্সনের এভিরা প্রিমিয়াম সিকিউরিটি স্যুটটি ইন্সটল করুন ঠিক আগের মত করে.
আর HBEDV.KEY তে ক্লিক করে আপনার লাইসেন্স কী টি সিলেক্ট করুন।
ইন্সটলেশন সম্পুর্ন করুন।
এবার আপডেট করে নিন আর ১৮৩ দিন নিশ্চিন্তে জেনুইন এভিরা প্রিমিয়াম সিকিউরিটি স্যুট ব্যবহার করুন। আপনাদের কাজে আসলেই এই টিউনের সার্থকতা। তাই ভাল লাগলে মন্তব্য করতে ভুলবেননা। আল্লাহ হাফেজ। ধন্যবাদ।
আমি রহস্যময় অভিযাত্রী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 74 টি টিউন ও 451 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সুন্দর টিউন।কাজে দিবে।আমি ২বছর ধরে এভিরা ব্যবহার করছি।