কেন আইডিএম?- ইন্টারনেট ব্যবহারের গত ৫ বছরে আমি আইডিএম, এফডিএম, ড্যাপ, ফ্ল্যাশগেট, মাইপনি, জেডাউনলোডারসহ আরো অনেক ডাউনলোড ম্যানেজার ব্যবহার করে দেখেছি। ব্যক্তিগতভাবে আমার কাছে আইডিএম-কেই সেরা মনে হয়েছে। আইডিএম নেট লাইনের সর্বোচ্চ স্পিড ব্যবহার নিশ্চিত করে, দারুন স্ট্যাবল আর ব্রাউজার ফায়ারফক্স ও ক্রোমের সাথে সুন্দরভাবে ইন্টিগ্রেট করে যায়।
সাইলেন্ট ইন্সটলার কেন ব্যবহার করি?- সরাসরি সাইলেন্ট ইন্সটলার ব্যবহার করি। কারন, এটা ইন্সটল করলেই ফুল ভার্সনে অটো রেজিস্টার্ড হয়ে যায়। ক্র্যাক বা প্যাচের ঝামেলায় যেতে হয়না আর!
লেটেস্ট ভার্সন ব্যবহার করাটা কি জরুরী?- ফায়ারফক্সের নতুন ভার্সন Firefox 4- এর সাথে আইডিএম এর পুরাতন ভার্সনগুলো ইন্টিগ্রেট হতে ঝামেলা করে। তাছাড়া লেটেস্ট ভার্সনে বেশ কিছু বাগ ফিক্স করা হয়েছে বিধায় এটা আরও বেশি স্ট্যাবল।
ডাউনলোড লিঙ্ক?- আইডিএমম ৬.০৫ বিল্ড ১১ সাইলেন্ট ইন্সটলার ডাউনলোড করতে পারবেন এই লিঙ্ক থেকে
...আশা করি লেটেস্ট ভার্সনটি সবার কাজে আসবে 🙂
আমি এলেবেলে এলেবেলে। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 36 টি টিউন ও 201 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ঘাড় ত্যাড়া, ছন্নছাড়া ব্লগার । হুটহাট যা লিখতে ইচ্ছা করে, লিখে ফেলি। বেশি ভাবাভাবির সময় নাই।
এইটা কি ভাই……এটা তো ঠিক না।আপনি টিউনার পেইজ এ এই same লেখা লিখেছেন আবার অই লেখাতাই copy করে এখান এ পেস্ট করেছেন।এটা নিয়া অনেক টিউন হইসে।ডাউনলোড সেকশন এ খুজে দেখুন।হাজার টা পাবেন।সব গুলাই সাইলেন্ট ভার্সন।