আসছে! আনকোরা ও ব্যান্ডনিউ চেইন টিউন – “বিটটরেন্ট এর তালিম”

টিউন বিভাগ ডাউনলোড
প্রকাশিত
জোসস করেছেন

হ্যালো টেকটিউনস টিউজিটর! কেমন আছেন আপনারা? নিশ্চয়ই টেকটিউনস এর সাথে দারুণ দিন গুলো কাটছে? আপনাদের কাছে একটি অভিযোগ আপনারা শুধু টিউন পড়েই চলে যান। আমার টিউন গুলো যদি আপনাদের বিন্দু মাত্রও কাজে আসে তবে দয়া করে টিউন শুধু ভিউ না করে জোসস, টিউমেন্ট, ফলো ও শেয়ার করুন। এতে আমার টিউনের 'টিউন র‌্যাঙ্ক' বৃদ্ধি পাবে। আমি টিউন করার সাথে সাথে আমার টিউন গুলো আপনার 'টিউন স্ক্রিনে' পৌঁছাবে এবং আমি আপনাদের জন্য আরও উন্নত মানের টিউন করতে আগ্রহ পাবো। তাই ভাই শুধু ভিউ না দিয়ে জোসস, টিউমেন্ট, ফলো ও শেয়ার করুন।

যাই হোক, এর আগে আমি আপনাদেরকে "গরীবের নেটফ্লিক্স" চেইন টিউন উপহার দিয়েছি যার মাধ্যমে আপনারা আপনাদের নিজস্ব পিসি ব্যবহার করে অথবা অ্যান্ডয়েড ফোন ব্যবহার করেই অনলাইন স্ট্রিমিং সার্ভিস উপভোগ করতে পারেন একেবারে ফ্রিতেই।

যার ফলে আপনারা আপনাদের পছন্দের মিডিয়া কন্টেন্ট দেখতে পারছেন ব্লু রে কোয়ালিটিতে এবং সম্পূর্ণ বিনামূল্যে। দারুণ এই চেইন টিউন সিরিজটি নিশ্চয়ই আপনাদের ভালো লাগছে। 'গরীবের নেটফ্লিক্স' চেইন টিউনের সামনের পর্ব গুলোতে আরও নতুন ও দারুন সব ফ্রি স্ট্রিমিং সার্ভিস আসছে। তাই টেকটিউনসের সঙ্গেই থাকুন।

তাছাড়া, 'গরীবের নেটফ্লিক্স' চেইন টিউন এর আগে আমার করা  ৭ পর্বের পূর্ণাঙ্গ ও দারুণ চেইন টিউন 'তৈরি করুন আপনার নিজের NetFlix! ফ্রিতে' নিশ্চয়ই দেখেছেন। আর অনেকে Plex দিয়ে নিজের একটি পার্সোনাল নেটফ্লিক্স তৈরি করে ব্যবহারও করছেন। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে এই চেইন টিউনটি বাংলা ভাষায় Plex নিয়ে করা একমাত্র ও পরিপূর্ণ একটি চেইন টিউন সিরিজ।

আর আপনাদের প্রচণ্ড অনুপ্রেরণায় আপনাদের জন্য আমি নিয়ে আসছি আরও একটি দারুণ চেইন টিউন সিরিজ 'বিটটরেন্ট এর তালিম'।

'বিটটরেন্ট এর তালিম' চেইন টিউন

আমরা যারা ইন্টারনেট ব্যবহার করছি, তারা প্রায় সবাই-ই টরেন্ট এর সাথে পরিচিত এবং অনেকেই টরেন্টে ফাইল শেয়ার এবং ডাউনলোড করে থাকেন। আর বর্তমানে অনেক কোম্পানি, মিডিয়া এবং সফটওয়্যার ডেভলপাররা সহজেই তাদের ফাইল টরেন্ট ব্যবহার করে শেয়ার করে থাকে। এছাড়াও আপনি টরেন্ট ডাউনলোড এর মাধ্যমে মাত্র কয়েক মিনিটের মধ্যে ইন্টারনেটে বড় বড় ফাইলগুলি ছড়িয়ে দিতে সহায়তা করতে পারেন।

টরেন্ট পিয়ার-টু-পিয়ার (P2P) পদ্ধতি ব্যবহার করে ফাইল শেয়ার করে থাকে, যা আমরা অনেকেই জানি। আর এই পদ্ধতিতে বড় বড় ফাইল ট্রান্সফার করার জন্য সবচেয়ে কার্যকর একটি পদ্ধতি।

আমি এই চেইন টিউনে, টরেন্ট থেকে ডাউনলোড করার জন্য যে সকল বিষয় আপনার অবশ্যই জানা উচিত, সেই সকল গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো। আমি ১০ টি আলাদা আলাদা বিষয় নিয়ে আলোচনা করবো, যা আপনাদের টরেন্ট থেকে কন্টেন্ট ডাউনলোড করতে সহায়ক ভূমিকা পালন করবে। নিচে সেই ১০ টি বিষয় উল্ল্যেখ করা হল, যা নিম্নে ক্রমানুযায়ী চেইন টিউনে বিস্তারিত আলোচনা করা হবে।

  1. সিঙ্গেল-সোর্স ম্যাথোড এ বিটটরেন্টিং
  2. বিটটরেন্ট এ ফাইল শেয়ারিং
  3. বিটটরেন্ট এর ব্যাসিক কম্পোনেন্টস
  4. সব কিছু একই সাথে
  5. টরেন্ট থেকে ডাউনলোড করা কি বৈধ?
  6. বেস্ট ফ্রী টরেন্ট ডাউনলোডার ক্লাইন্ট
  7. ওয়েব ব্রাউজার দিয়ে যেভাবে টরেন্ট ডাউনলোড করবেন
  8. গোপনীয়তা রক্ষা করে টরেন্ট ডাউনলোড
  9. Seedbox কী এবং টরেন্টের সাথে Seedbox কিভাবে ব্যবহার করবেন?
  10. টরেন্টের ভবিষ্যত: এর পরে কী হতে পারে?

অর্থাৎ এই চেইন টিউনে আপনাদেরকে বিটটরেন্ট সম্পর্কে একটি পরিপূর্ণ জ্ঞান বা তালিম দিব!

কেন "বিটটরেন্ট এর তালিম"?

প্রথমত, এই চেইন টিউনের যে সকল বিষয়গুলো আলোচনা করা হবে তা হচ্ছে সম্পুর্ণ নতুন, মানে আপনারা এর আগে বিট-টরেন্ট সম্পর্কে এত গভীর তথ্য কোথাও পাননি তা আমি নিশ্চিত ভাবে বলতে পারি। দ্বিতীয়ত, আপনি এই চেইন টিউন থেকে বিট-টরেন্ট সম্পর্কে এত ইনফোরমেশন জানবেন যা আগে কখনও জানতেন না।

ফলে আপনি আগের থেকে অনেক দ্রুত টরেন্ট ফাইল ডাউনলোড করতে পারবেন, বেস্ট ফ্রী টরেন্ট ক্লাইন্ট সফটওয়্যার সম্পর্কে জানতে পারবেন, তাছাড়াও কিভাবে আপনার পরিচয় গোপন রেখে টরেন্ট ফাইল ডাউনলোড করবেন তা জানতে পারবেন শুধুমাত্র এই একটি চেইন টিউন থেকে।

এছাড়াও এই চেইন টিউনের মাধ্যমে টরেন্ট সম্পর্কে আমাদের যেসব ভুল ধারণা আছে আশাকরি তা দূর হবে।

জানবেন অনেক কিছু

আমি খুবই আশাবাদি, কেননা আমি আগেই বলেছি আপনারা এই চেইন টিউন থেকে এমন সব প্রয়োজনীয় ইনফোরমেশন পাবেন যা আপনাদের অনেক উপকারে লাগবে। কারণ এই চেইন টিউন থেকে জানতে পারবেন ফ্রী টরেন্ট ক্লাইন্ট সফটওয়্যার সম্পর্কে, জানতে পারবেন কিভাবে আপনার পরিচয় হাইড করে টরেন্ট থেকে কন্টেন্ট ডাউনলোড করতে হয়, আরো জানতে পারবেন কিভাবে আপনি বৈধ ভাবে সকল টরেন্ট ফাইল ডাউনলোড করবেন নিশ্চিন্তে। আরো জানতে পারবেন কিভাবে আপনি কোন টরেন্ট ক্লাইন্ট সফটওয়্যার এর সাহায্য ছাড়াই টরেন্ট এর কন্টেন্ট ব্রাউজারের মাধ্যমে ডাউনলোড করবেন। আরও জানতে পারবেন টরেন্টের ভবিষ্যত কি হতে যাচ্ছে।

ফ্রী এবং পেইড ক্লাইন্ট সফটওয়্যার সম্পর্কে আলোচনা

আপনি এই চেইন টিউন থেকে জানতে পারবেন ক্লাইন্ট সফটওয়্যার সম্পর্কে সকল তথ্য। যেমনঃ কোন কোন সফটওয়্যারটি ফ্রিতে ব্যবহার করতে পারবেন, কোন সফটওয়্যার ফ্রিতেও এবং পেইড উভয় অবস্থায় ব্যবহার করতে পারবেন, কোন সফটওয়্যার লাইট ওয়েট ইত্যাদি। আরো জানতে পারবেন কিভাবে ক্লাইন্ট সফটওয়্যার ছাড়াই টরেন্ট কন্টেন্ট ডাউনলোড করবেন এবং আরো অনেক কিছু।

টরেন্টের ভূত ভবিষ্যৎ

ভবিষ্যতে আপনি এমন কিছু সার্ভিস টরেন্ট এর মাধ্যমে পাবেন যা আপনি আগে কখনও চিন্তা করেননি। রিসেন্টলি, টরেন্ট এর অত্যাধিক জনপ্রিয়তার কারণে, ক্লায়েন্ট সফটওয়্যার ও অনলাইন এর মাধ্যমে মিডিয়া স্ট্রিমিং সেবা প্রদান করা শুরু করেছে।

যেমনঃ uTorrent এবং BitLord টরেন্ট ক্লায়েন্ট সফটওয়্যার হচ্ছে একটি উদাহরণ যা স্ট্রিমিং সার্ভিস দেওয়া শুরু করেছে। তাই এখন আর আপনার কম্পিউটারে ফাইল ডাউনলোড করার প্রয়োজন নেই শুধু "Play Now" বা "প্লেব্যাক"  লিঙ্কে ক্লিক করেই কাংখিত কন্টেন্ট উপভোগ করতে পারবেন মুহূর্তেই।

জানান আপনাদের মতামত

আপনাদের মতামত কি? "বিটটরেন্ট এর তালিম" এই নতুন ধরনের চেইন টিউন নিয়ে, আপনার মতামত, পরামর্শ অথবা যে কোন ধরনের সাজেশন আমাকে জানান আমি চেষ্টা করবো আমার টিউনে তার প্রতিফলন ঘটাতে।

টিউন জোসস করুন, টিউমেন্ট করুন, আমার টিউন শেয়ার করুন, টেকটিউনসে আমাকে ফলো করুন, আপনাদের মতামত জানান

আমি এরকম নিত্যনতুন কাজের সফটওয়্যার নিয়ে টেকটিউনসে হাজির হবো নিয়মিত। তবে সে জন্য আপনার যা করতে হবে তা হলো আমার টেকটিউনস প্রোফাইলে আমাকে ফলো করার জন্য 'Follow' বাটনে ক্লিক করুন। আর তা না হলে আমার নতুন নতুন টিউন গুলো আপনার টিউন স্ক্রিনে পৌঁছাবে না।

আমার টিউন গুলো জোসস করুন, তাহলে আমি  টিউন করার আরও অনুপ্রেরণা পাবো এবং ফলে ভবিষ্যতে আরও মান সম্মত টিউন উপহার দিতে পারবো।

আমার টিউন গুলো শেয়ার বাটনে ক্লিক করে সকল সৌশল মিডিয়াতে শেয়ার করুন। নিজে প্রযুক্তি শিখুন ও অন্য প্রযুক্তি সম্বন্ধে জানান টেকটিউনসের মাধ্যমে।

Level 8

আমি রায়হান ফেরদৌস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 183 টি টিউন ও 131 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 73 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস