প্রথমে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা আমার এই টিউন পড়ছেন। আজকে আমি আপনাদের কে একটা অ্যাপ সম্পর্কে কিছু ধারনা দিবো। আশা করছি অনেকেরই অনেক কাজে লাগবে।
আমি আজকে যে অ্যাপ টা নিয়ে কথা বলছি সেটার নাম kormo। kormo একটি জব ম্যাচিং এন্ড্রয়েড অ্যাপ। kormo এর মাধ্যমে আপনার স্মার্টফোনে মাত্র কয়েকটি ট্যাপের মাধ্যমে আপনার জন্য উপযুক্ত কাজগুলো খোঁজা শুরু করতে পারবেন, যা আপনার ক্যারিয়ারকে এগিয়ে নিতে সাহায্য করবে।
kormo হচ্ছে গুগল এরিয়া ১২০ এর একটি এক্সপেরিমেন্টাল অ্যাপ। এটা আমারদের জন্য অনেক গর্বের বিষয় যে এই প্রথম গুগল বাংলাদেশ এ কোন অ্যাপ নিয়ে কাজ করছে যেটা kormo।
যেহেতু kormo একটি জব ম্যাচিং প্লাটফর্ম তাই এটার মাধ্যমে আমরা বিভিন্ন জবের তথ্য দেখতে পারবো এবং এই অ্যাপ এর মাধ্যমেই জবগুলাতে এপ্লাই করতে পারবো। তবে অন্যান্য জব ম্যাচিং প্লাটফর্ম এর সাথে কর্মের কিছুটা পার্থক্য আছে। অন্য প্লাটফর্ম গুলোতে সব ধরনের জবের তথ্য পাওয়া যায়, কিন্তু কর্মে শুধু বিগিনিং লেভেল এর জব এর তথ্য গুলো পাওয়া যায়। যারা ইউনিভারসিটি তে পড়াশোনা করছে এবং যারা মাত্র পড়াশোনা শেষ করেছে মূলত তাদের জন্যই kormo অ্যাপ।
কর্মের মাধ্যমে তারা এন্ট্রি লেভেল এর জব গুলো করে তাদের চাকরির অভিজ্ঞতা অর্জন করতে পারবে এবং পরবর্তী তে সেই অভিজ্ঞতার ভিত্তিতে বড় জব গুলোতে এপ্লাই করতে পারবে। কর্মে যে ধরনের জব গুলোর তথ্য পাওয়া যায় সেগুল হচ্ছে বিভিন্ন কল সেন্টার, ডাটা এন্ট্রি, বিভিন্ন সুপার শপ, ব্র্যান্ড প্রমটার, ইভেন্ট ম্যানেজমেন্ট, ডেলিভারি, সেলস এন্ড মার্কেটিং, চেইন রেস্টুরেন্ট, ই-কমার্স ইত্যাদি।
kormo অ্যাপ এর মাধ্যমে একাউন্ট ওপেন করে, সিভি আপডেট করে যে কেউ এই জব গুলোতে এপ্লাই করতে পারে। আর এই পুরো প্রসেস টা সম্পূর্ণ ফ্রি। যেহেতু এটি গুগলএরিয়া ১২০ এর একটি প্রোজেক্ট তাই এই অ্যাপ এর প্রতিটা জবের তথ্যের সত্যতা ও সচ্ছতা শতভাগ করার চেষ্টা করা হয়।
kormo শুধুমাত্র একটা জব ম্যাচিং প্লাটফর্ম না, এটা একটা ক্যারিরার ডেভেলপমেন্ট অ্যাপ। এই অ্যাপ এর কিছু ইউনিক দিক হচ্ছে এই অ্যাপ আপনাকে আপনার লোকেশন অনুযায়ী জবের তথ্য দেখাবে, যার মাধ্যমে খুব সহজেই আপনি আপনার এলাকার আশেপাশের জব গুলো দেখতে পারবেন। এছারাও কর্ম অ্যাপ এ একটি "Learn" ট্যাব রয়েছে, যেখানে আপনি আপনার স্কিল ডেভেলপ করার জন্য বিভিন্ন শিক্ষণীয় ভিডিও, আর্টিকেল এবং রিসোর্স পাবেন।
বাংলাদেশ এ ব্রাক এবং বাংলালিংক কর্মের পার্টনার হিসেবে কাজ করছে। ব্রাক এবং কর্ম প্রতিনিয়ত বিভিন্ন ট্রেনিং এর মাধ্যমে চাকরি প্রার্থীদের স্কিল ডেভেলপমেন্ট এ সহযোগিতা করছে। এছারাও ঢাকা শহরের বিভিন্ন এলাকায় বাংলালিংক কাস্টমার কেয়ার পয়েন্ট এ গিয়ে কর্মের প্রতিনিধির কাছ থেকে কর্ম সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যাবে।
এই ডিজিটাল যুগে চাকরির জন্য অন্য কারোর আশায় বসে না থেকে আপনার স্মার্ট ফোন থেকে এখনই ডাউনলোড করুন কর্ম অ্যাপ আর খুঁজে নিন আপনার পছন্দের চাকরি এবং লটারিতে জিতে যেতে পারেন স্মার্টফোন।
অ্যাপ ডাউনলোড লিংক :
ডাউনলোড kormo
#GrowWithKormo
আমি মামুন হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।