সবাইকে বাংলা নববর্ষ ১৪১৮ সালের শুভেচ্ছা। নতুন বছরে আপনার হার্ডডিস্ককে নতুন করতে এই পোস্ট।ডিস্কম্যাক্স, নাম শুনেই এর কাজ বুঝে ফেলার কথা। মাত্র ১ মেগাবাইটের একটা ফাইল, অথচ কাজ করে একাই একশো।প্রথম যখন ব্যবহার করতেন তখনকার মত পরে আপনার পিসি বেশিদিন ফাস্ট থাকে না কেন, তা কী আপনি জানেন? এর কারন হলো, দীর্ঘদিন ধরে আপনার সিস্টেমে জমতে থাকা জাংক ফাইল, অন্যান্য অপ্রয়োজনীয় ডাটা এবং গুরুত্বপূর্ণ ফাইলগুলো অকার্যকর লেআউট।
আসনু এবার দেখা যাক DISKMAX এর ফিচারগুলো:
০১. অটোম্যাটিক খালি করে রিসাইকলবিন,জমে থাকা ইন্সটলেশন ও ডিবাগিং ইনফরমেশন।
০২. পরিষ্কার করে প্রত্যেক ইউজার হিস্টরি, টেম্প, টেম্পোরারি ইন্টারনেট ফাইল,কুকিস, সাম্প্রতিক খোলা ডকুমেন্টস, এক্সপ্লোরার ক্যাশ এবং এরর রিপোটিং লগস।
০৩. পরিষ্কার করে উইন্ডোজ ক্যাশ, ইন্টারনেট লগস, হেল্প সেন্টার ক্যাশ, রিপেয়ার ইনফো, ডিএলএল ক্যাশ, উইন্ডোস ইভেন্টস লগস, উইন্ডোজ আপডেট রোল ব্যাক ফাইল ইত্যাদি।
০৪.এর ডিপ স্ক্যান আপনার হার্ডডিস্ক থেকে মুছে ফেলতে পারে log, old, prv, chk, swp, bak, gid, wbk, tmp and dmp. এইধরনের জমে থাকা ফাইল। এটা অবশ্য এ্যাডভ্যান্স ইউজারদের জন্য।
০৫. ফাইল রিএ্যারেঞ্জ করে যেন আপনি খুব দ্রত সেগুলোতে এ্যাকসেস করতে পারেন।
ডিস্কম্যাক্সের চারটা অপশন আছে। Quick, Standard, Detailed, Complete । আপনার চাহিদা অনুযায়ী যে কোন একটা অপশন রান করাতে পারেন। মাত্র একবার রান করলেই এর কার্যকারীতা আপনি স্বচক্ষে দেখতে পারবেন। ডিস্কম্যাক্স দীর্ঘদিন ধরে আমার প্রিয় একটা সফটওয়্যার।সবচে বড় কথা, এটা একেবারেই একটা ফ্রি সফটওয়্যার।
সতর্কতা: ডিস্কম্যাক্স রান করানোর আগে বাড়তি সর্তকতা হিসেবে আপনার ব্রাউজারের বুকমার্কস পূর্বেই সেভ করে রাখুন।
সরাসরি মিডিয়াফায়ার ডাউনলোড লিংক। ফাইল সাইজ: ১মেগাবাইট।
সবাইকে ধন্যবাদ।
আমি windowscom1। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 20 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
প্রথম টিউনটি ভালো হয়েছে।
ধন্যবাদ আপনাকে।
তবে ভাই টেকটিউন নীতিমালা একটু ভাল করে পড়তে হবে।
ভাল থাকুন।