ডিস্কম্যাক্স ::: হার্ডডিস্ক পরিষ্কার করে একেবারে গভীর থেকে সযতনে::: সাথে ম্যাক্সিমাম পারফরমেন্স

সবাইকে বাংলা নববর্ষ ১৪১৮ সালের শুভেচ্ছা। নতুন বছরে আপনার হার্ডডিস্ককে নতুন করতে এই পোস্ট।ডিস্কম্যাক্স, নাম শুনেই এর কাজ বুঝে ফেলার কথা। মাত্র ১ মেগাবাইটের একটা ফাইল, অথচ কাজ করে একাই একশো।প্রথম যখন ব্যবহার করতেন তখনকার মত পরে আপনার পিসি বেশিদিন ফাস্ট থাকে না কেন, তা কী আপনি জানেন? এর কারন হলো, দীর্ঘদিন ধরে আপনার সিস্টেমে জমতে থাকা জাংক ফাইল, অন্যান্য অপ্রয়োজনীয় ডাটা এবং গুরুত্বপূর্ণ ফাইলগুলো অকার্যকর লেআউট।

আসনু এবার দেখা যাক DISKMAX এর ফিচারগুলো:

০১. অটোম্যাটিক খালি করে রিসাইকলবিন,জমে থাকা ইন্সটলেশন ও ডিবাগিং ইনফরমেশন।

০২. পরিষ্কার করে প্রত্যেক ইউজার হিস্টরি, টেম্প, টেম্পোরারি ইন্টারনেট ফাইল,কুকিস, সাম্প্রতিক খোলা ডকুমেন্টস, এক্সপ্লোরার ক্যাশ এবং এরর রিপোটিং লগস।

০৩. পরিষ্কার করে উইন্ডোজ ক্যাশ, ইন্টারনেট লগস, হেল্প সেন্টার ক্যাশ, রিপেয়ার ইনফো, ডিএলএল ক্যাশ, উইন্ডোস ইভেন্টস লগস, উইন্ডোজ আপডেট রোল ব্যাক ফাইল ইত্যাদি।

০৪.এর ডিপ স্ক্যান আপনার হার্ডডিস্ক থেকে মুছে ফেলতে পারে log, old, prv, chk, swp, bak, gid, wbk, tmp and dmp. এইধরনের জমে থাকা ফাইল। এটা অবশ্য এ্যাডভ্যান্স ইউজারদের জন্য।

০৫. ফাইল রিএ্যারেঞ্জ করে যেন আপনি খুব দ্রত সেগুলোতে এ্যাকসেস করতে পারেন।

ডিস্কম্যাক্সের চারটা অপশন আছে। Quick, Standard, Detailed, Complete । আপনার চাহিদা অনুযায়ী যে কোন একটা অপশন রান করাতে পারেন। মাত্র একবার রান করলেই এর কার্যকারীতা আপনি স্বচক্ষে দেখতে পারবেন। ডিস্কম্যাক্স দীর্ঘদিন ধরে আমার প্রিয় একটা সফটওয়্যার।সবচে বড় কথা, এটা একেবারেই একটা ফ্রি সফটওয়্যার।

সতর্কতা: ডিস্কম্যাক্স রান করানোর আগে বাড়তি সর্তকতা হিসেবে আপনার ব্রাউজারের বুকমার্কস পূর্বেই সেভ করে রাখুন।

সরাসরি মিডিয়াফায়ার ডাউনলোড লিংক। ফাইল সাইজ: ১মেগাবাইট।

এবং এরকম আরও ফ্রি কিংবা সম্পূর্ণ এ্যাকটিভেটেড কাজের সফটওয়্যারের খোঁজ পেতে ভিজিট করতে পারেন আমার নতুন ব্লগসাইট উইন্ডোজকম.টিকে

সবাইকে ধন্যবাদ।

Level 0

আমি windowscom1। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 20 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

প্রথম টিউনটি ভালো হয়েছে।
ধন্যবাদ আপনাকে।
তবে ভাই টেকটিউন নীতিমালা একটু ভাল করে পড়তে হবে।
ভাল থাকুন।

    আপনাকেও ধন্যবাদ। প্লিজ, নীতিমালার দিকটা যদি একটু পয়েন্ট করে ধরিয়ে দিতেন উপকার হতো। সেমতে ব্যবস্থা নিতে পারতাম।

* ১.১৩ কোন রকমের এ্যাডসেন্স বা এফিলিয়েট জাতীয় এ্যাড ও লিংক এবং এফিলিয়েট লিংক দিয়ে করা সর্টলিংক (Short Link) দিয়ে টিউন করা যাবে না।
* ১.১৪ রেভিনিউ, পয়েন্ট বাড়ানোর উদ্দেশ্যে টিউনে কোন প্রকার এফিলিয়েট ফাইল হোস্টের লিংক, এফিলিয়েট ফাইল হোস্টের লিংক দিয়ে করা সর্টলিংক (Short Link) ব্যবহার করা যাবে না। এধরনের অন্যান্য এফিলিয়েট ফাইল হোস্ট ব্যবহার করা যাবে না। সফটওয়্যার, গেমস বা অন্য যে কোন কিছু রিভিউ এর ক্ষেত্রে এর মূল প্রোডাক্ট পেইজের লিংক দিন। আর তা সম্ভব না হলে নন এফিলিয়েট ফাইল হোস্টিং ব্যবহার করুন।
* ১.১৫ টিউনে এমন কোন লিংক, সাইট ও ব্লগের ঠিকানা ও লিংক ব্যবহার করা যাবে না যাতে এফিলিয়েট জাতীয় এ্যাড ও লিংক বা এফিলিয়েট ফাইল হোস্টের লিংক অবস্থান করে।

    thanks mam! power cut right now due to thunderstorm. that's why i can't edit my post! it would be my pleasure to give the direct link in the tune. pls wait for a short while. . .

Level 2

ধন্যবাদ আপনাকে
Hoy to ar che valo kichu Soft ache………..1 No soft ja apnader porichito beshi din hoy ni.

Ami bolbo….somoy ar opek khay

    নির্জনআলো, আপনাকেও ধন্যবাদ।

ধন্যবাদ আপনাকে

সিক্লিনারের চেয়ে ভালো ক্লিনিং টুল দেখিনি

    এটা সিক্লিনারের থেকেও এক কাঠি সরেস। অবশ্য দুইটার কিছু পার্থক্য আছে। ডিক্সম্যাক্স শুধুমাত্র ডিস্ক নিয়েই কাজ করে।

thanks ………………

    ধন্যবাদ সহিদ ভাই।

প্রথম টিউন এর জন্য ধন্যবাদ ।

    দরদিয়া ভাই, আপনার দরদ আছে। আমার প্রথম পোস্ট দেখে যাওয়ায় আপনাকেও ধন্যবাদ।

ভাল ই কিতু স্পামিং করলেন

    নো স্প্যামিং মাই ডিয়ার ফ্রেন্ড! টেক এ লুক ওয়ান্স এগেইন। ধন্যবাদ আলম ভাই।

প্রথম টিউনের জন্য স্বাগতম।

    ধন্যবাদ আপনাকেও।