আজ আমরা দেখবো কিভাবে Unlimited ইউটিউব ভিডিও ডাউনলোড করবেন কোন সফটওয়্যার ছাড়াই। তো চলুন দেখা যাক.
আমরা সচরাচর ইউটিউবে ভিডিও ডাউনলোড করে থাকি Internet Download Manager (IDM) দিয়ে কিন্তু এই সফটওয়্যার টি পেইড ভার্সন একমাস আপনি ফ্রি চালাতে পারবেন কিন্তু একমাস পার হলে আপনাকে ডাউনলোড করতে দিবে না ডলার দিয়ে কিনে ব্যবহার করতে বলবে। IDM এর মেয়াদ শেষ হয়ে গেলে আপনাকে অনেক বিরক্তিকর Warning দিয়ে জ্বালাতন করবে সফটওয়্যার টি uninstall না করা পর্যন্ত। এই সফটওয়্যার টি ইনস্টল পুনরায় করতে পারবে তবে আপনাকে নতুন করে windows দিতে হবে কারণ IDM একবার ইন্স্টল্ করলে আপনার কম্পিউটারের MAC Address নিয়ে নয় তাই নতুন উন্ডোস দিলে আপনার ডিভাইস এর MAC Address চেঞ্জ হবে এইভাবে নতুন উইন্ডোস যতবার দিবেন ততবার একমাস করে ব্যবহার করতে পারবেন। এই ঝামেলা থেকে মুক্ত হতে চাহিলে নিচের পদ্ধতি অবলম্বন করুন।
ইউটিউব থেকে সরাসরি ভিডিও ডাউনলোড করার জন্য যা করতে হবে। আপনি যে ভিডিও টা ডাউনলোড করবেন সেই ভিডিওর url নিয়ে নতুন একটা ট্যাব open করবেন।
প্রথম পদ্ধতি :
Example মূল ভিডিওর url : https://www.youtube.com/watch?v=EJ6SeG_ZuSc
http://www. এর পর ss দিয়ে Enter দিন এরকম ইন্টারফেসে আসবে। আপনি যেই ফরমেট এ ডাউনলোড করতে চান শুধু সিলেক্ট করে ডাউনলোড এ ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে এইভাবে আপনি আনলিমিটেড youtube ভিডিও ডাউনলোড করতে পারবেন।
দ্বিতীয় পদ্ধতি:
মূল ভিডিওর url : https://www.youmagictube.com/watch?v=EJ6SeG_ZuSc
http://www.you এর পর magic দিয়ে Enter দিন এরকম ইন্টারফেসে আসবে।
প্রতিটি Option এ দুইবার করে click দিতে হবে প্রথমবার এড আসবে পরের বার ক্লিক করলে ডাউনলোড অপসন আসবে।
এরপর > Click here to continue < Option আসলে এটা তো ক্লিক করলেই ডাউনলোড শুরু হবে।
তৃতীয় পদ্ধতি:
এই পদ্ধতিতে আপনি ব্রাউসার adone ইনস্টল করতে হবে. ব্রাউসার টা ইনস্টল করতে ডাউনলোড করুন গুগল chrome, firefox ও Opera ব্রাউজারের জন্য। Adone টি ইনস্টল কমপ্লিট হলে এইরকম ইন্টারফেস হবে এরপর ইচ্ছামতো ডাউনলোড করুন। ধন্যবাদ
আমি কথাগুলো গুছিয়ে লিখতে পারিনি। এটা আমার প্রথম টিউন তাই সবই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমার জন্য দুআ করবে যেন ভালো কিছু টিউন দিতে পারি যাতে আপনাদের উপকারে আসে।
আমি ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন। Head Of Operation, Apon Academy, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সিনিয়ার সফটওয়্যার ইঞ্জিনিয়ার প্রিমিয়াম গ্রুপ অফ ইন্ডাস্ট্রি এবং আপন একাডেমীর সহ প্রতিষ্ঠাতা। আমি আইটি বিষয়ে পড়া শোনা করেছি (MSc in IT ) জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় থেকে । আমার আইটি বিষয়ে লেখা লেখি করতে ভাল লাগে, তাই টেকটিউনে এর পাশাপাশি AponAcademy.Com তে নিয়মিত আইটি ও সম-সাময়িক বিষয় নিয়ে লিখে থাকি। ধন্যবাদ...