ইদানীং প্রায় সবারই বিভিন্ন প্রয়োজনে একটার বেশী ইমেইল আইডি থাকে। আর ইন্টারনেটে সংযুক্ত থাকা অবস্থায় চ্যাটের জন্য অনেকেই অনেক ধরনের মেসেন্জার ব্যবহার করে থাকেন। সব গুলো আইডি এক সাথে লগিনের জন্য বিভিন্ন ধরনের মালটি প্লাটফর্ম মেসেন্জার আছে, যেমন : ট্রিলিয়ান, পিডজিন, নিমবাজ, ডিগসবাই ইত্যাদি বেশী ব্যবহৃত । “পালরিঙ্গো” সে এরকম একটি মেসেন্জার।
আমি আলাদা করে এটির কথা বলছি এ কারণে যে শুধু বেসিক সুবিধা যেমন : চ্যাটিং, ইমেজ শেয়ারিং, গ্রুপ জয়েনিং এর জন্য এটি অনন্য । আমার কাছে এটির সবচে পছন্দনীয় দিক হলো এটা অনেক রিসোর্স সাশ্রয়ী। আর এর কম্পিউটারের পাশাপাশি মোবাইলে ব্যবহারযোগ্য ভার্সনও রয়েছে। মাত্র ২ মেগাবাইটের চেয়েও কম এ সফটওয়ারটি এই লিংক করে থেকে ডাউনলোড করতে পারবেন।
আমি nzaman.mithu। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ফেসবুক তো নাই!!! 🙂