টেকটিউনের সকলকে আমার সালাম জানিয়ে আমার টিউন শুরু করলাম।।।।আজকে সকালে ঘুম থেকে উঠে দেখলাম Folder backround নিয়ে একটা টিউন করা হয়েছে কিন্তু অনেকে এটা বুঝেনি আমি ও বুঝিনি।।।তাই আমি আজ আপনাদের কাছে শেয়ার করব কিভাবে folder backround এ আপনার পছন্দের ছবি দিতে পারেন।।।।
প্রথমে এই লিঙ্ক থেকে Download করুন । নিচে screen shot দিয়ে দিচ্ছি।।।
Download করার পর আপনি যে Folder এ backround ছবি দিবেন সে ফোল্ডারে software টি copy করে paste করবেন এবং backround ছবি দেওয়ার পর software টি ডিলেট করে ফেলুন । আর মূল software টা এক জায়গায় রেখে দিন।
Modify backround a select করে Next চাপুন
Browse এ ক্লিক করে আপনার পছন্দের ছবি select করুন।তার পর next a click করুন।।।Folder থেকে বের হয়ে আবার ঢুকলে আপনার কাঙ্কিত ছবি দেখতে পাবেন।।।।আর ছবি ডিলেট করতে চাইলে আবার software টি open করে modify backround select না করে remove customiziton করলে ছবি চলে যাবে।।।।
বি:দ্র:- জানিনা কতটা বুঝাতে পেরেছি যদি কারো বুঝতে অসুবিদে হয় কমেন্ট করবেন।।।।।।।।।।।।।।।
আমি ফয়সাল মুন্সী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 275 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
জানা জিনিস । তবুও শেয়ার করার জন্য ধন্যবাদ ।